![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
আমি জানতাম তুমি আমায় ঘৃণা করবে।
কারন ভালোবাসতে মানুষ পারে না,সেই উপাদান আজ অনুপস্থিত । যেটা পারে তা অন্তর থেকে মনে প্রাণ এ সত্যই ঘৃণা করতে আর পারে ভালোবাসার অভিনয় করতে। অভিনয় জিনিসটা আমার ঠিক ধাতে সয় না।
এইজন্য আমি লজ্জিত নই। বরং যা তোমার অন্তর নিহিত সেটাই আমার চাওয়া,হোক তা ঘৃণা। তাও তো কিছু তোমার হৃদয় নিংড়ানো অনুভুতি টুকু পেলাম।
এই সত্য অনুভুতি টাই আজীবন অমলিন হয়ে থাকুক না,থাকুক না সাজানো আমার মনের আসনে।
আমি অমানুষ,নষ্ট নারী ; তাই আমি তোমায় ভালবাসি,ভালোবাসবো। হয়তো তোমার তরঙ্গ কম্পাংক তার অনুভুতির বাইরে,ভালোবাসাত্তর তরঙ্গ কম্পাংক কিনা। ভালো থেকো, সুখে থেকো। কখনো যদি জানতে পারো সত্যিকার আমায় ; দুঃখ করবে না।জেনো আমৃত্যু আপোষহীনভাবে নিঃশর্ত ভালোবেসেছি তোমায় ......
(চলমান................)
© উর্বি
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
উর্বি বলেছেন: দাদা ! আপনাকে দেখে খুব ভালো লাগল
২| ২৮ শে মে, ২০১৫ রাত ৯:১০
ভ্রমরের ডানা বলেছেন: চিত্রকর এতো অস্থির মন নিয়ে এতো সুন্দর শান্ত স্বপ্নালু ছবি ক্যামনে আঁকেন? বাপরে!!
২৯ শে মে, ২০১৫ রাত ১২:০৯
উর্বি বলেছেন: এটা আকা ছবি নহে। ক্যামেরা য় তোলা ছবি লেখিকার চোখ
৩| ২৯ শে মে, ২০১৫ রাত ২:৪০
ভ্রমরের ডানা বলেছেন: চোখ টাও দেখি আঁকতে ছাড়েন নাই।
২৯ শে মে, ২০১৫ রাত ৩:২৫
উর্বি বলেছেন: বুঝিয়ে হইপে
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: হুম...