![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সন্ধ্যায় দ্বীপ জ্বেলে-
স্মৃতির পাতা গুলো মেলে,
মনে করো আমায়
কবিতার খাতায়।
তখন বুঝিবা আর
হবে না সময় ফেরার,
ডাকব না পিছু
কথা বাকি রইবে কিছু।
শুকনো ক্যানভাসে পাবে গল্প
অমুল্য শ্রুতিময়,তবে অল্প-
তুমি শুধু শুধিয়েই যাবে
আকা ছবিটা শুধু চেয়েই রবে।
দেখে নিয়ো তবে সেই নির্বাক নয়নে
রক্তাক্ত হৃদয় রয়েছে গোপনে-
খুজেছিলে যে প্রেম নিরবধি স্বপনে
ছিল সেই ভালবাসা বড় যতনে।
-
©চৌধুরি সাদিয়া ফাহমিদা (উর্বি )
সময়কালঃ
June 11, 2014
১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:২৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জুন, ২০১৫ সকাল ৯:৪১
এফ.কে আশিক বলেছেন: ব্লগে আজকের দিনের শুরুটা হলো আপনার আকা আর লেখা দেখে, সব গুলো পোষ্ট অসাধারন, ধন্যবাদ....... শুভ কামনা রইল আপু............।
১২ ই জুন, ২০১৫ রাত ১১:১০
উর্বি বলেছেন: ধন্য্যবাদ
৩| ১২ ই জুন, ২০১৫ রাত ১১:৩১
জেন রসি বলেছেন: তখন বুঝিবা আর
হবে না সময় ফেরার,
ডাকব না পিছু
কথা বাকি রইবে কিছু।
অভিমানের কবিতা ভালো লেগেছে।
১৩ ই জুন, ২০১৫ সকাল ১১:১১
উর্বি বলেছেন: ধন্যবাদ ...............
৪| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১:২৩
এহসান সাবির বলেছেন: কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৫১
উর্বি বলেছেন: Thnx
৫| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:২৭
নয়ন বিন বাহার বলেছেন: নির্ঝরের মত কবিতা।
অনেক ভাল লাগল। ভাল থাকবেন।
৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৮
আমি মিন্টু বলেছেন: বাহ বাহ দারুন কবিতা ।
যতই আপনার পোস্ট দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপু ।
প্রথম ভালো লাগা ।