![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই সিলিঙ্গের মাকড়শার জালের মতোই
অবিরাম বুনে চলেছ আমার মনে প্রেমাতুর কাব্য ।
উফ। কি নস্টালজিক তোমার এই নিরলজ্জতা ।
কি অদ্ভুত ভাবেই না করে চলেছ-
রোমান্টিসিজম এর চাটুকারিতা।
বাহ বাহ! বেশ আছ-
শরীর বিদ্যায় চালাচ্ছ
অনন্ত মন ব্যবচ্ছেদের কারবার।
রক্তে রক্তে যেখানে তোমার
মিশে গেছে মনের নেশা।
স্নায়ুর স্কোপ খুলে বেড়াজাল ডিঙ্গাও ,
মনের অতল হাতরে বেড়াও
রকমারী দেহের সন্ধিতে ।
এক নারীর ভুলের মাশুল তুলে নাও
হাজার রকম গন্ডীতে।
কি! বড় অসভ্য আমি-
কেন বলি হেন কথা ?
এই তো ভাবছ,
ভাবো, ভাবতে থাকো-
তাও তো আমায় নিয়ে ভাবতে শিখ ,
যে আমি শুধু একটি মানবিক শরীর নই ।
যার সন্ধিতে সন্ধিতে খুজবে না তুমি -
কোন কামাতুর মনের অসীম চাওয়া কে।
যার মাঝে তুমি পাবে কেবলি
তোমার ফিরে পাওয়াকে।
আদি উন্মাদনায় শুধু নিজেকে ভাসাবে না
বরং তোমার ক্রোধের ইতি টানবে ।
একটা কালো চাদরের মতই পরে থাকবে অতীত -
একটি নতুন ফিনিক্সের জন্ম হবে।
রচনার সময়কাল : July 10, 2013 at 1:45am
১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩১
উর্বি বলেছেন: হিহিহিহিহিহিইহি...।অনেক আগেই সেই ভর ছেড়ে গেসে
২| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: কাহিনি তো ভয়াবহ। সামু না নিজেই জ্বইলা যায়। সামুরে ফিনিক্স শব্দের ব্যান চাই।
১৬ ই জুন, ২০১৫ বিকাল ৪:৩২
উর্বি বলেছেন: আহেম আহেম...... এটা আগের কবিতা :3
৩| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪১
কাবিল বলেছেন: ভাল লাগলো আপুনি।
১৬ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৫১
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
১৭ ই জুন, ২০১৫ রাত ১০:২৫
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৫ দুপুর ২:০৩
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
সবার কবিতায় দেখি ফিনিক্স পাখি ভর করেছে।