![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
যাবে নাকি বায়োস্কপে?
যাবে না?
কেন প্রিয়তমেষু, লজ্জা পাচ্ছ??
লজ্জা কিআমার কাছে!
হায়!মরিমরি-
কত সাবধানে আমায় স্পর্শ কর
যেন পড়ে যাবে শুকনো পাতা
ভয়ে কুকড়ে যাও ঘামে ভেজা হাতে
আমায় স্পর্শ করতে-
পাছে মুখচিত্র নষ্ট হয়ে যায় বান্ধবীর।
কিন্তু এটা বোঝ না
ঘামে ভেজা ওই হাতের মায়ায়
লুকয়ে আছে তার সুখ
দেখ নাই তোমার স্পর্শে
আলতো করে চক্ষু মুদে আসা
বারবার -
ভয়ে সরে গেছ
দেখ নাই তার অভিমান
অভিমানে অভিমানে তার যে বড় অসুখ
বান্ধবী র হাতথেকে মুক্তি পাবার জন্য তো ছটফট করছ
অথচ কি আশ্চর্য! আমি কাউকে আটকাইনা.......
©উর্বি
রচনার সময়কালঃ January 31, 2015 at 2:53am
©somewhere in net ltd.