![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক প্রজাতির মানুষ আছে যারা সত্যই সেলুকাস গোষ্টি; এদের নাম দেয়া যায় গোয়ার গোবিন্দ ভুল বুঝা গোষ্টি।
আপনি যতই করেন,নিজেরে বদলান,তার জন্য দিন রাত এক করে দেন, অন্তরের পুরোটা দিয়ে ভালবাসেন লাভ নাই রে মোমেন!! তারা ভুল বুঝবেই।
এমনকি নিজের কলিজাটা কাইটা তার হাতে ধরায়ে দিলেও কইব -
"হাতে দিলা কেন? পিরিচে করে দিলা না কেন? ও আচ্ছা! ওমুক হইলে তারে তো পিরিচেই দিতা। হ্যহ,তারে এখনো ভালবাস তাই না? বুঝি বুঝি..... তার জন্য অপেক্ষা.... ব্লা...ব্লা...ব্লা.....।"
সবশেষে পরিণতি ব্রেকাপ। একদিন সে এসে বলবে "তুমি আমার জন্য মরে গেছ" এবং সে মা বাপের চয়েস করা পাত্রী/পাত্র বিবাহ করিবে আর আপনি গাছে ঝোলা দোল দোল দুলুনি হয়ে ঝুলতে থাকবেন।
উফফফ!চারপাশে এত সব দেখে দেখে শুনে শুনে ত্যক্তভূষণ হয়ে গেছি। প্রায় সাড়ে তিন বছরের একটা যুদ্ধ শেষ করে রীতিমতো ক্লান্ত,প্রচন্ড ক্লান্ত। হ্যা অনেক বেশি মানসিক,শারীরিক,নৈতিকতা সব মিলিয়ে যুদ্ধটা ছিল ভয়াবহ চ্যালেঞ্জিং।
তবে কষ্ট টা এখানেই শেষে এসে যার জন্য যুদ্ধটা শেষ করলাম,সেই দোষী স্যবস্ত করে চলে গেছে। যাক,কিছু বলার নাই তাকে। কারন সে বুঝবে না , কখনোই বুঝবে না।কারন আজ যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি তার অবস্থা যুদ্ধ পরিশেষে রক্তাক্ত লাশের স্তুপের ভিতরে দাড়িয়ে থাকা এক হতবিহ্বল এক সৈণিক। সময়ই তাকে জবাব দিবে, একজন তো আছেন যিনি সব দেখেন সব জানেন;এমনকি অন্তরের লুকানো কথা বা মানুষ সব কিছুর ব্যাপারে তিনি ওয়াকেবহাল। শুধু তার কাছে একটাই প্রার্থনা উনি যেন এর সঠিক বিচার করেন,যেটা ভাল সেটা করেন। সেই প্রার্থনা র উপরেই তাকে ছেড়ে দিয়েছি উনার বিচারের দরবারের।
তবে ভালবাসি, ভীষন ভালবাসি...
কোনদিন আর তোমায় বলা হবে না হয়তো।
এখন আসলেই একটা লম্বা ছুটি বা লম্বা ঘুমের প্রয়োজন। তিন চার মাস চোখ না খুলে টানা ঘুমাইতে পারলে ভালো হত। কিংবা সারাজীবনের মত ঘুমিয়ে পড়লে খুব ভাল হত। সেই ফটিকের মত বলতে ইচ্ছা করে-
"আমার ছুটি হয়েছে-
আমি বাড়ি যাচ্ছি।"
৩০ শে জুন, ২০১৫ রাত ১:৫০
উর্বি বলেছেন: আসলেই তাই
২| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:১১
রোদেলা বলেছেন: "আমার ছুটি হয়েছে-
আমি বাড়ি যাচ্ছি।
মন খারাপ করা ভালও লাগা।
৩০ শে জুন, ২০১৫ রাত ১:৫০
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:১১
ভ্রমরের ডানা বলেছেন: সৈনিক, তোমার ব্যারাকে ফিরে যাও। আবার অস্ত্র ধর। আবার যুদ্ধ কর।
৩০ শে জুন, ২০১৫ রাত ২:১৩
উর্বি বলেছেন: পারলাম না। এখন ঘুমামু -
৪| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:১৫
ভ্রমরের ডানা বলেছেন: বুঝাই যাচ্ছে ঘুম ধরেছে যে.।.।.।.।.।
৩০ শে জুন, ২০১৫ রাত ২:১৬
উর্বি বলেছেন: আপনার একটা কথাও মেনে চলব না
আমার কথা না শোনার ফলাফল
আমাকে কষ্ট দেয়ার ফলাফল
হুহ
৫| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:২৪
ভ্রমরের ডানা বলেছেন: ইয়া খুদা!!!! এখনো .।.।.।.।.।.।।।
৩০ শে জুন, ২০১৫ রাত ২:২৫
উর্বি বলেছেন: অভিমান কি জিনিস তা সংগা সহ টের পাইবেন
৬| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: https://youtu.be/_NddDEBrw5M
অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ
তুমি ই তো জাগালে.।.।.।.।।।
ও ও ও
৩০ শে জুন, ২০১৫ রাত ২:৩৪
উর্বি বলেছেন: হুহ। ঢং :/
৭| ৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৪০
এফ.কে আশিক বলেছেন: ভালবাসা মানে লুকোচুরি লুকোচুরি খেলা, ভালবাসা মানে আমার প্রতি তোমার অবহেলা.............
৩০ শে জুন, ২০১৫ সকাল ৯:৪১
উর্বি বলেছেন: হয়তো
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ রাত ১১:০৮
এহসান সাবির বলেছেন: অনেক দিন পর ফটিকের কথা মনে পড়ে গেল.......!!