![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
মাঝে মাঝে ইচ্ছা করে,
নিজের নীতির বেড়াজাল ভেংগে ফেলি,
মাঝে মাঝেই ইচ্ছা করে
অজানা অচেনা কোন নাম্বার থেকে কল দিয়ে জিজ্ঞেস করি "কেমন আছো?" বা শুধু চুপচাপ শুনে যেতাম তোমার গলা,তুমি বলতে "হ্যালো!,হ্যালো! কে বলছেন?"
মাঝে মাঝে খুব ইচ্ছা করে
তোমার কন্ঠ স্বর শুনি।
কিন্তু পর মুহূর্ততেই নিজেকে সামলে নেই, জানো! পাছে আমাকেও একইভাবে কোন ললনার সামনে যদি ঝাড়ি খেতে হয়,গালি খেতে হয়, যেভাবে সে সময় আমার সামনে...যাক! সে কথা বাদ দাও! আত্মসম্মানবোধ টা বিধিনিষেধ এর বেড়াজাল ডিঙোতে দেয় না। তাই তোমাকেও আর বিরক্ত করি না। আগে তো what's app এ বসে বসে দেখতাম সারাদিন তোমার অনলাইন অফলাইন এর খেলা। তুমি তো তা জানতেই না,হয়তো রাতের পর রাত হয়তো অনলাইন দেখে মনে মনে ভাবছ.....
এখন তো আর তা ও নাই,ডিলিট করেছি বহু আগে,সেই সাথে টেক্সট গুলাও। নিজেকে প্রতি ক্ষনে ক্ষনে মেরে ফেলার চেয়ে মনে হয়েছে একবারে নিজেরে দাফন করে দেয়া উত্তম।
ওহো তোমার সেই নীল নয়নার চোখ একে ফেলেছি আমার খাতায়। তুমি হয়তো জানোও না।তুমি তো তোমার সব কিছুর ব্লক লিস্টের খাতায় রেখেছ আমার নামটা....
ভালো থেকো তুমি...
ভালো থাকুক আমাদের অসমাপ্ত ভালোবাসার গল্পটা...
আর আমি এই ঝিরি ঝিরি বৃৃষ্টি তে ভিজতে থাকি চুপচাপ.......
(চলমান.....)
©উর্বি
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:০১
উর্বি বলেছেন: ধন্যবাদ আপুমনি
২| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫
এম সহিদুজ্জামান বলেছেন: আমার মনের মধ্যে যেটা হতোআগে ভাবতাম সেটা শুধু আমি একায় বুঝি ভাবি কিন্তু এখন দেখি আমার ভাবনাগুলো শুধু আমার মধ্যেই থাকে না সেটা অন্যের মধ্যেও হয় ।আর এখানেই বোধহয় কবি -সাহিত্যিকরা ভাবনায় সবার থেকে আলাদা । ধন্যবাদ মনের ভাবনাগুলো এভাবে তুলে ধরার জন্য । চিঠিটা পড়ে নিজের অতিতে ফিরে গিয়েছিলাম ।শুভকামনা আপনার জন্য ।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৫
উর্বি বলেছেন: ধন্যবাদ! দোয়া করবেন
৩| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৬
জেন রসি বলেছেন: বৃষ্টিতে ভিজলে আনন্দ নিয়ে ভিজাই ভালো।
খোলা চিঠিতে বিষণ্ণ আবেগের স্পর্শ পেলাম।
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৩
উর্বি বলেছেন: আসলেই ইদানিং মনটা বিষন্ন হয়ে আছে খুব
কোন বছরেরই জুন জুলাই ভালো করে কাটে না আমার
৪| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৭
জেন রসি বলেছেন: জুন জুলাই মাসের রহস্য কি??
বিষণ্ণতাকে গুল্লি মাইরা হত্যা করে ফেলেন!
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩১
উর্বি বলেছেন: জানি না! কাকতালীয় ভাবে এই দুই মাস এত্ত ঘটনা ঘটে এত্ত কুফা লাগে বলার মতো না! আমার নিজের জন্মদিন ৮ই জুন ...... ওইদিনটা যে কত অঘটনের স্বাক্ষী
৫| ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬
জেন রসি বলেছেন: দুর্ঘটনা ঘটতেই পারে। তাই বলে সবসময় তা মনে রেখে দুঃখ পেতে হবে, এমন কিন্তু না!!
ঘটনার মধ্যেই মাঝেমাঝে কিছু অঘটন ঘটে। কিন্তু তাতে কি??
সুতরাং মন খুলে আনন্দ করুন।
১০ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫১
উর্বি বলেছেন: তাই বলে জন্মদিনেও?? :'(
৬| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭
এহসান সাবির বলেছেন: সিরিজ ভালো লাগছে.....
১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১২
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৫
প্রীতি পারমিতা বলেছেন: খুব ভালো লাগলো আপু..