![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
সবার জীবনে বৃষ্টি আসে-
কেউ এক পশলা বৃষ্টি হয়ে আসে,
বৃষ্টি থামলে রোদ উঠে। ঝকঝকে রোদ-
বহুদুরে বয়ে যাওয়া কোন নদীর বুকে
মিষ্টি রংধনুরা খেলা করে।
কি অপূর্ব সুন্দর পৃথিবী........
আমার জীবনে বৃষ্টি আসছে।
থেমেও গেছে-
রোদ উঠেনি।
মেঘে মেঘে জমে গেছে-
আমার আকাশ অন্ধকার।
এতটা অন্ধকার ,
কিচ্ছু দেখতে পাইনা-
নিজেকেও না।
আমার কিছু দেখতে ইচ্ছে করেনা ।
আমার আঁধার ভালো লাগে ।
চাঁদের আলো ভালো লাগে।
চাঁদের আলোর রং নেই-
দুক্ষেরও রং নেই ।
সুখের অনেক রং -
লাল নীল গোলাপী।
আমি রং সহ্য করতে পারিনা।
চাই ও না।
আমার পৃথিবী আঁধারই থাক।
আমি দিনে ঘুমাবো-
রাতে কষ্ট দেখবো ।
তোমার দেয়া কষ্ট...
(চলমান.......)
© উর্বি
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৫
উর্বি বলেছেন: চলমানতাই তো সফলতা
ধন্যবাদ
২| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৬
লেখোয়াড়. বলেছেন:
ভাল লাগল। পাওয়া না পাওয়ার কবিতা, সুখ-দুঃখের কবিতা।
প্রথম প্লাস।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭
উর্বি বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ
৩| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৯
টয়ম্যান বলেছেন: ++++
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৯
সুমন কর বলেছেন: চলুক.........
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কষ্টের কবিতা । কষ্টরা ঝরে পরুক ।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১৮
উর্বি বলেছেন: হয়তো বা! মনে হয় না এই কষ্টের জোক ছাড়বে
৬| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৮
জেন রসি বলেছেন: প্রচণ্ড বৃষ্টির পর কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যায়।মেঘলা থাকে না!!
কবিতা ভালো লেগেছে।
+++
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩০
উর্বি বলেছেন: কি আর করা! আমার আকাশের হার্ড ডিস্কে মেঘ আটকায়ে গেছে
হিহিহিহিহিহিইহিহিহিহি
অরে বাবা রে! প্লাস !!!!
ধন্যবাদ ধন্যবাদ
৭| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩১
উর্বি বলেছেন: স্বাগতম
৮| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৫
জেন রসি বলেছেন: হার্ডডিস্কে আটকে পড়া মেঘগুলোকে ফু দিয়ে উড়াইয়া দেন। মানুষের অসাধ্য কিছু নাই।
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০
উর্বি বলেছেন: আমি তো ভাবসিলাম কাটা চামুচ দিয়া গুতা দিয়া বাইর করব
হিহিহিহিহিইহিহি
৯| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭
জেন রসি বলেছেন: কাটা চামুচ দিয়া গুতা দিয়া বের করার মধ্যে একটা সাইকো সাইকো ভাব আছে!!
তবে মেঘ বের করার এই স্টাইলটাও খারাপ মনে হইতেছে না!!
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৮
উর্বি বলেছেন: মুহাহাহাহাহাহাহাহাহাহাহা
হানিবল টিভি সিরিজ দেখে আমার মাথাটাও গেছে বুঝলেন !!!
১০| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
জেন রসি বলেছেন: হানিবলের কাজই হচ্ছে মানুষের মাথার বারোটা বাজানো!!
আফসোস! সবাই যদি উইল গ্রাহামের মত বুদ্ধিমান হইত!!!
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২৯
উর্বি বলেছেন: ইয়েসসসসসসসসসসসসসসস! আপনার জন্য এত্তোওওওওওওওওও গুলা চকলেট
মিতা পাইসি পাইসিইইইইইইইইইইইইই হানিবল দেখার
ইয়ে এ এ এ এ এ এ এ এ এ এ এ
১১| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৬
জেন রসি বলেছেন: আমার আর কাজ কি!!!
তাই বইসা বইসা হানিবল, গেমস অফ থ্রোন, শারলক.......
তবে হানিবলের ডায়ালগ গুলো অনেক মজার.....
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭
উর্বি বলেছেন: ইয়ে এ এ এ এ এ এ এ এ এ
ডেয়ার ডেভিল???
১২| ১০ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭
জেন রসি বলেছেন: আরেকটা সিরিয়াল দেইখা আগে মজা পাইতাম। মেন্টালিস্ট!
১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০১
উর্বি বলেছেন: আমিও ......।।
:O
নিকিতা দেখতাম, কোল্ড কেস দেখতাম
১৩| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫
সোহাইল বিন জয়নুল বলেছেন: আমার জীবনে বৃষ্টি আসছে।
থেমেও গেছে-
রোদ উঠেনি।
চমকপ্রদ রূপায়ন।।।অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে,,,,,
১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৪| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:২০
শায়মা বলেছেন: উর্বিআপুনি স্যরি!!!!!!!!!!!!!
আমার পোস্ট এডিট করতে গিয়ে মুছে ফেলেছি তোমার কমেন্টগুলো সহ!!!!!
স্যরি আপুনি!! লাভ ইউ !!!!!!!!
উর্বিআপুনি স্যরি!!!!!!!!!!!!!
আমার পোস্ট এডিট করতে গিয়ে মুছে ফেলেছি তোমার কমেন্টগুলো সহ!!!!!
স্যরি আপুনি!! লাভ ইউ !!!!!!!!
১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১০
উর্বি বলেছেন: কিয়ের সরি??এত্তো গুলা খানা দানা পাইয়া ব্যাফক খুশি। সরি কউয়া লাগপে না
সব আমার তাই না! হিহিহিহিহিহিহিহিহি
১৫| ১০ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৮
এহসান সাবির বলেছেন: আমার জীবনে বৃষ্টি আসছে।
থেমেও গেছে-
রোদ উঠেনি।
মেঘে মেঘে জমে গেছে..............
চলুক.....
১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১১
উর্বি বলেছেন: ধন্যবাদ
১৬| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৯
এফ.কে আশিক বলেছেন: ভালো লাগল
উর্বি আপু এত কষ্ট কেন........
১১ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১২
উর্বি বলেছেন: বলদ মহিলা যে।বিশ্বাস করে ঠকে যাই তাই
১৭| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:২৪
ফুলফোটে বলেছেন: চালায়ে যান...।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:২৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ সকাল ৭:২৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমার পৃথিবী আঁধারই থাক।
আমি দিনে ঘুমাবো-
রাতে কষ্ট দেখবো ।
তোমার দেয়া কষ্ট..
অসাধারণ.......একি যন্ত্রনায় কাতর
চলমান প্রতিক্ষায় রইলাম কবি