![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
এমন কাউকে দরকার
যে কিনা পুরা পৃথিবীর সাথে লড়াই করে
আমাকে বলতে পারে
'গোল্লায় যাক এই পৃথিবী , তুমি শুধুই আমার';
এমন কাউকে দরকার
যে কিনা এক মুহুতের জন্য ও
আমাকে ভুল বুঝবে না ,
আমাদের মাঝে থাকবে
পারস্পরিক সমঝোতা ;
এমন কাউকে দরকার
যে কিনা কখনোই আমাকে
বা আমি তাকে,
বিপদে কেউ কাউকে একা ফেলে
পালিয়ে যাবো না.....
হাজার বিপদেও
আমরা পরস্পরকে আঁকড়ে ধরে বাঁচবো...!
এমন কাউকে বড় দরকার
যার কাছে পরস্পরের
বর্তমান এবং ভবিষ্যৎ টাই মুখ্য... ;
এমন কাউকে দরকার
যার কাছে বাহ্যিক সুন্দরতা নয়,
মনের সুন্দরতার মূল্য আছে;
এমন কাউকেই দরকার
যার কাঁধে আমি পরম নির্বিঘ্নে মাথা রেখে
জীবনের শেষ নিশ্বাস টুকু ত্যাগ করার আগেও
তাকে বলতে পারি 'আমি তোমাকে ভীষণ ভালোবাসি';
সত্যি এমন কাউকেই এখন ভীষণ ভাবে প্রয়োজন....
এমন কাউকেই মাঝে মাঝে মন পেতে চায়...!
আমার এই অপেক্ষা
শুধু তোমারই জন্য
(চলমান....)
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই অলীক অপেক্ষাই প্রেমিককূলের সর্বনাশ করলো
উত্তম কুমার কিংবা দেবদাশের যুগ আর নাই,সেলফি যুগে প্রথম দর্শনেই পুলাপানের কাঠি-লজেন্স প্রেমের ব্রেকআপ
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
৩| ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১
নীলপরি বলেছেন: হুম । একমত ।ইশস আপনার কবিতাটা যদি সত্যি হত ! ভালো লাগলো পড়তে ।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫
জেন রসি বলেছেন: অপার্থিব জগতের রাজকুমারের জন্য অপেক্ষা মনে হইতেছে!!!
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৬
উর্বি বলেছেন: অপেক্ষা আর অপেক্ষা
৫| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: https://youtu.be/9Sou6E5_h-A
এই গান তা শুনেন । মজা পাবেন
১৩ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৯
উর্বি বলেছেন: গ্রররররররররররররররররররররররররররররর
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ ভোর ৪:১১
নব ভাস্কর বলেছেন: সেই তুমি আসেব কি.............