![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
তুমি আমার আকাশ চেয়েছিলে,
তার ঘুড়ি হতে চেয়েছিলে,
হতে চেয়েছিলে ভালোবাসার মেঘ।
কিন্তু আমি তো তোমায়
আমার গোটা মহাকাল দিতে চেয়েছিলেম,
তোমায় বানাতে চাই
আমার সহশ্র সৌরজগতের একচ্ছত্র অধিপতি,
উজার করে দিতে চেয়েছিলেম
আমার কোটি কোটি নীহারিকার ভালোবাসা
এখানেই হয়ে গেল গড়মিল.....
তাই না, বলো!
তাই তো ভেবে নিব
তোমার থাকার কথা ছিল না
তাই তুমি নেই .........
প্রিয় পেগাসাস .........
যেমন তুমি ভেবে নিয়েছ আমি নেই,আমার জীবনে তুমি ছিলেই না ......
(চলমান......)
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৫
উর্বি বলেছেন: আমার মন রে কইসা একটা লাথি মারতে পারলে বেস্ট হইত :'(
২| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৭
জেন রসি বলেছেন: নদী ভাই ভালো পরামর্শ দিছে।বিবেচনা কইরা দেখতে পারেন!
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৬
উর্বি বলেছেন: জ্বী মহাকালবিদ
৩| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৫
দর্পণ বলেছেন: আহা বিরহ! বিরহ সুন্দর
চলে গেলে বা কেউ হারিয়ে গেলেও ভালোবাসা চিরঞ্জীব। তার মৃত্যু নেই উর্বি
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৬
উর্বি বলেছেন: ক্ষেত্রবিশেষ এ দাফন করে দিতে হয়
৪| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৫
আরাফাত হোসেন অপু বলেছেন: True love never dies..........................
২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৬
উর্বি বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৮
আরাফাত হোসেন অপু বলেছেন: http://m.youtube.com/watch?v=aPkg2XnEmCQ
৬| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৫
রিকি বলেছেন: জেন রসি বলেছেন: নদী ভাই ভালো পরামর্শ দিছে।বিবেচনা কইরা দেখতে পারেন!
জেন ভাই ভাল কথা বলেছে, দুইজনের বক্তব্যের সম্মিলিত রূপ ভেবে দেখতে পারেন।
যে আপনাকে সত্যি ভালবাসবে, একবার যাবে একবার আসবে না--- চিরকাল থাকবে আপনার সাথে--- বাকি সব~~~
হায়রে মানুষ, রঙ্গিন ফানুস, দম ফুরালেই ফুঁস (জেন ভাইয়ের মহাকাল তত্ত্বের প্রভাব পড়েছে )!!!!
২৩ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৬
উর্বি বলেছেন: সেটাই তো দেখছি
৭| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭
রুমেল আহমেদ বলেছেন: রিকি ভাইয়ের মন্তবের সাথে আমি সহমত.।
২৩ শে জুলাই, ২০১৫ রাত ২:৩৭
উর্বি বলেছেন: উনি আপু
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
শতদ্রু একটি নদী... বলেছেন: যে নাইই, তারে নিয়া এত লেখালেকি উড়োচিঠি, খোলাচিঠি কেন?
যে চিলা গেছে, তারে যাইতে দ্যান। ফিরা আসতে চাইলে আসুক, কিন্তু আবার লাত্থি দিয়া ভাগাইয়া দ্যান। যে একবার পল্টি নিছে, সে যে আবার পল্টি নিবেনা তার ভরসা কোথায়?