![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিহবল ঐ শ্রাবনের পুর্নিমা-
জোস্নার আলোয় ধুয়ে যায়
সকল পাপ আমার অনামিকার প্রেমের|
তিরি তিরি ভালবাসায়
প্রস্ফুটিত হয় ঐ তিল,
যেন আবার ছুয়েছ আলত করে
তোমার ঐ ঠোটের বাহুডোরে!
অজান্তেই চোখের পাপড়িরা -
ক্যানভাসে রং ঢালে|
অবাধ্য প্রেমের ফিলসফি
লিখে বেরায় রক্তকরবি,
আর আমি!?
তোমার প্রতিটা গোরায় গোরায়-
দিয়ে যাই
অস্থির এক মেঘ মল্লা রাগিনি|
এ যেন প্রেম নয়
অদ্ভুত এক জল কাব্য|
রচনাকাল: ২৩শে জুলাই ২০১৩
২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৩
উর্বি বলেছেন: দুরে গিয়া মরতে চাই :p
ধন্যবাদ
২| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৬
জেন রসি বলেছেন: আপনি মরবেন কেন??
২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৮
উর্বি বলেছেন: মরা উচিত না!
এখন কয়েকদিনের ঘটনা শুনাইলে আপনিও বলবেন আমার সত্যিই পানিত ডুইবা মরা উচিত
৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:২১
ফুলফোটে বলেছেন: এ যেন প্রেম নয়
অদ্ভুত এক জল কাব্য|
কবি: শেষ লাইন টা মনের মতো...বার বার পড়তেছিলাম...।
২৫ শে জুলাই, ২০১৫ রাত ৩:২৪
উর্বি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:০০
জেন রসি বলেছেন: জ্যোৎস্নার সাথে প্রেমের সম্পর্ক নিয়া একটা গবেষণা করা যাইতে পারে!

যদিও অনেকেই আবার সকল মায়া কাটানোর জন্য এই জ্যোৎস্না রাতেই গৃহত্যাগ করে!!!!
জ্যোৎস্না এক দিকে যেমন হাত ইশারায় ডাকে, আবার অন্য দিকে বলে দূরে গিয়া মর!!!!
কবিতা ভালো হয়েছে!!!