![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এই বৃষ্টির রাতে
আমি আবার ভিজছি,
জানালার পাশে বসে আছি।
বেশ ঝাঁপটা আসছে-
আরো একটি বৃষ্টি নেমেছে দেয়ালের এপাশে,
দুই বৃষ্টি মিলে একাকার।
সবচেয়ে অদ্ভুত লাগছে
আমি বৃষ্টির মাঝে তোমাকেও দেখেছি।
জানি না, হয়তোবা হেলুসিনেশন।
আমার রুমের কালো চেয়ারটা
যত্ন করে রেখে দিয়েছি।
নিজেও আর তাতে বসি না-
কাউকে বসতেও দেই না।
সেই হাত ঘড়ি টা এখনো আমার কাছে
এখনো তা টিক্ টিক্ করে সময় বলে।
একবারের জন্য ও থেমে নাই
বিশ্বাস কর ........
একবার ও না।
(চৌধুরি সাদিয়া ফাহমিদা)
©somewhere in net ltd.