| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর ফোন দেই না...
ফোন দিলে বিরক্ত হত, কেটে দিত-
তবে প্রতিদিন নাম্বারটা বের করে দেখি
পরম মমতায় হাত বুলিয়ে যাই ফোনের স্ক্রীনে-
বোবা নাম্বারটা চেয়ে থাকে অবাক চোখে।
একবার দু বার বার বার,
চোখে চোখ রেখে হাতছানি দেয়।
এখন আর ফোন দেই না।
কি দরকার বিরক্ত করে?
কি দরকার চোরাকাটা হবার।
তবে প্রতিদিন ফোনের স্ক্রীনে তাকিয়ে থাকি,
একটা নাম্বারের কলের আশায়।
অপেক্ষায় থাকি-
রাত পেরিয়ে দিন, দিন পেরিয়ে দুপুর আবার রাত
প্রতিবেলা, প্রতিদিন, প্রতিক্ষন।
এখন আর ফোন দেই না...
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭
উর্বি বলেছেন: কন কি! ও মাবুদ! এইডা করার চেয়ে যদি বলতেন গলায় দড়ি দিয়া ঝুইলা পড় তাতেও রাজি ![]()
২|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৪
শায়মা বলেছেন: Click This Link
এই লেখাটা মনে পড়ে গেলো তোমার কবিতা পড়ে উর্বিমনি!!!!!!![]()
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৬
উর্বি বলেছেন: অস্থির ভাল লেখা
৩|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০০
আবু শাকিল বলেছেন: সহজ কথায় ,সুন্দর লেখা।
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৭
উর্বি বলেছেন: ধন্যবাদ
৪|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৩
উধাও ভাবুক বলেছেন: নষ্টালজিয়া !!!
আসলে ইমোশন বেশী হলে কষ্টই পেতে হয়।
ভাল থাকুন, শুভকামনা সর্বদা।
২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫
উর্বি বলেছেন: হ্যা! আর আমার মত গবেট হইলে ধাক্কা খাইতেই হয়।
ধন্যবাদ
৫|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: ভাবুকভাইয়ু!!!!!!!!! কেমন আছো???
২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬
উর্বি বলেছেন: ![]()
৬|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬
উধাও ভাবুক বলেছেন: @ ভাল শায়মাপুনি...
২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬
উর্বি বলেছেন: ![]()
৭|
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৫
আরাফাত হোসেন অপু বলেছেন: আমি নাম্বার ডিলিট করতে পারছিনা সাহস নাই........হোয়াটসঅ্যাপ এ ঢুকিনা ছবি দেখার সাহস নাই...ফেবু তো জিবনে ও না.....আমিতো ভেবেছিলাম আমি ই একমাএ আবুল.........এখন তো দেখছি আমার গোএসম লোকের অভাব নাই......।
![]()
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৮
উর্বি বলেছেন: আবার জিগায়
৮|
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯
জেন রসি বলেছেন: ঘুষি মাইরা মহাকালে ফেলে দেন!!!
দেখবেন সেইখান থেকে চিল্লাইয়া বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও!!! ![]()
২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৫
উর্বি বলেছেন: হিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহিহি
৯|
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩১
লামাজ বলেছেন: ভাল লাগলো, সুন্দর লেখা, কিন্তু লেখার সাথে ছবির সম্পর্কটা বুঝলাম না।
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৩:৫৮
উর্বি বলেছেন: আছে! মিল আছে একটা বিষয় এ।
ধন্যবাদ
১০|
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৩১
প্রীতি পারমিতা বলেছেন: এই অপেক্ষা কি শেষ হয়েছে? ![]()
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৬
উর্বি বলেছেন: নাহ!
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২
শায়মা বলেছেন: খবরদার ফোন দিবানা। নাম্বার ডিলিট করে দাও। ব্লক করে দিলে আরও ভালো। এহ রে এত আল্লাদ না!!! বিরক্ত হওয়া না!!!!!!!!