![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
শুনো নাকো দিকে দিকে ওই জয়গান
সারা বাংলায় আসিতেছে তালেবান
জশনে জুলুসে ভরা মোদের জ্বান পরান
কায়েম করিতে পাকেবাংলা বা বাফগান।
শোন আওরাত বেগানা নারী, তালেবান বাণী
ঘরের কোণে বসিয়া কেবল টানিবে ঘানি
সারা বাংলায় চাষিবো পপি বাদ দিয়ে চাষ ধান
আফিমের নেশায় বুঁদে রাখিবো ইসলামের মান।
ঘরের বাহিরে আওরাত শরীর ঢাকিবে আগা গোড়া
চিকন জানালা খানিক রাখিতে পারো মুখে মোড়া
ঘরের অন্দরে স্বামী বিনা সমুখ হবেনা কারো
অসুখ বিসুখে মরে গেলেও নারী ডাক্তার দেখাতে পারো।
মনে যদি স্বাদ জাগে করিতে অর্জন শিক্ষার
স্বরণ করিবে দিলে ইউসুফ জাই মালালার
সনদ ব্যাতীত পুরুষ মহিলা যদি এক সাথে ঘোর
প্রস্তর নিক্ষেপ আর দোররার কথা স্বরণ করিবে বড়।
জ্ঞানের আলোয় মোরা ভরিয়া দিব বাংলার আকাশ বাতাস
সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হবে এবতাদিয়া'র আবাস।
©somewhere in net ltd.