![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মহা মান্য রানী সমীপে
খালেদারে খালেদা
দেখে এসো হানেদা,
তথায় প্রথম সুর্য হাসে
শান্তি.র জোয়ারে মানুষ ভাসে।
সে দেশেতে আছেন রাজা
ভীষন বিনয়ী সিধা সাধা,
বঙ্গ দেশে অঙ্গে আপনার
রংএর পুরু রঙিন বাহার,
সেই রঙেতে দেখেন সবই
সকলে আপনার প্রজা ভাবি।
ছিলেন আপনি রানী মাতা
গদ গদ অরুণ তরুণ হাতা,
এখন বুঝি আর থাকেনা
রঙের প্রলেপ আর টেকেনা।
রং খসার সাথে সাথে
দুয়ো রানী কুত্সিত হাসে,
প্রজা সকল নচ্ছার ভারী
গোপালি দালাল সারি সারি।
গোপালগঞ্জে জন্ম তার
বাংলার অপর নাম যার,
ধিক আপনার মেকাপ যত
গলে কাদায় ঠোটে ক্ষত।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮
সামাইশি বলেছেন: আপনার ধিক্কার আমি খেয়াল করলাম। আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি সন্মান করি। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
এম এ কাশেম বলেছেন: কবিতা লেখার ও রুচি এবং শিক্ষা দীক্ষা থাকা চাই।
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
সামাইশি বলেছেন: সুপ্রিয় পাঠক আপনি ও হয়তবা আপনার রুচি
ও শিক্ষা অনুযায়ী যথার্থ মন্তব্য করেছেন।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
মুহসিন বলেছেন: গোপালগঞ্জ, বগুড়া, ফেনী, পীরগঞ্জ, সবই মহান নেতাদের জন্মভূমি। ভালো খারাপ সব জায়গাতেই আছে।
তবে কেউ হঠাৎ ক্ষেপে গেলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা উচিৎ। যদিনা সেই ক্ষেপাটা মারাত্মক না হয়।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
সামাইশি বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। তবে পুরোপুরি একমত হওয়া যায়না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ধিক্কার আপনাকে এত জঘন্য কবিতার জন্য।