![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
একটা গান লিখতে চাই
কলমে কথা লিখেনা,
একটা গান গাইতে চাই
গলাতে সুর আসেনা।
গানের কথা ধোয়ায় উড়ে গেছে
রুপালি খলনায়কের বেশে,
গানের গলা পুড়ে গেছে
মগের মুলুক লাল সবুজ দেশ।
গান ছিল প্রাণ ছিল তান ছিল
বাংলার সে সুর কে কেটে দিল,
মিতালি পূজা বিউটির গানের টান
জঙ্গি সন্ত্রাস আগুনে গণত্রন্তের মান।
তাল লয় সুর কেটে গেল
ধনে ধান্যে পুস্প বাংলা সাঙ্গ হলো,
লিখতে পারব কি আর সে গান
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান মানুষেতে সমান।
©somewhere in net ltd.