![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সামুতে আমি একজন নবীন ব্লগার প্রদত্ত পোস্টের নিরিখে। নবীন বিধায় স্বভাবতই আমার লেখা সকল লেখার পিছনেই ছাপা হবে তা মানতেই হবে। তবে কয়েকটি লেখা পোস্ট করার পর কিছুটা দ্বিধায় আছি। তা হলো ব্লগের নির্দেশনা অনুযায়ী সকল পাতায় আমার পোস্ট খুঁজে পায়না। নির্বাচিত পাতায় তো প্রশ্নই আসেনা। তাহলে পোস্ট কোথায় থাকে এবং কতক্ষণ থাকে জানতে খুবই উত্সুক। কোন ভাই বোন বেরাদরের জানা থাকলে যদি দরদ লাগিয়ে একটু জানাতেন। কিংবা আমার মত ভুক্তভুগী কেও আছেন কিনা, জানতে ইচ্ছে করে। থাকলে আওয়াজ দিয়েন। যেহেতু পোস্ট দিচ্ছি তাই খালি খালি এতটুক তে মন ভরছেনা তাই মনার বচন সেটে দিলাম। আমারে কেও মনা নাম দিছিল তো তাই
" এত ভালবাসা আমি কোথায় রাখি
জলে ভরে গেল মোর দুই আখি
তোমার ভালবাসায় দেহ মন মাখামাখি "
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
সামাইশি বলেছেন: স্বর্ণা ধন্যবাদ আমাকে আশ্বস্ত করলেন। কিন্তু কিছুটা খটকা এখনো আছে আমার এর আগের দুইটি পোস্ট আমি খুঁজে পাইনি। যাই হউক আবার আপনাকে ধন্যবাদ। আপনিতো সামুতে খুবই পরিচিত মুখ। আপনার জন্য সকল সময়ই শুভ কামনা।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
স্বপনচারিণী বলেছেন: মনে হয় পোস্ট করায় সমস্যা ছিল না হলে নেটওয়ার্ক প্রবলেম। এই পোস্ট যেহেতু এসেছে তাই সব পোস্ট আসবে। তবে একটা ব্যাপার বুঝলামনা আপনি কি মোবাইল থেকে চেক করেন তা না হলে স্বর্ণা আপুর মন্তব্যের জবাব যেভাবে দিয়েছেন সেটা তো তার চোখে পড়বেনা। শুভ কামনা।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
সামাইশি বলেছেন: স্বপনচারিণী আপনার সাড়ার ধন্যবাদ। আমি কিন্তু মোবাইল থেকে স্বর্ণা অপুর উত্তর দিইনি। আপনার জন্য ও নিরন্তর শুভকামনা।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১
সাগর রহমান বলেছেন: এত ভালবাসা আমি কোথায় রাখি
জলে ভরে গেল মোর দুই আখি
তোমার ভালবাসায় দেহ মন মাখামাখি....
যদিও আপনার প্রায় এক বছর প্রায় হয়ে গেলো, তবু যেহেতু নিজেকে নতুন বলছেন, তবে বলি, নতুনেরে করি আহ্বান... লিখুন.. লিখুন.... (যদিও নিজেই এখন অনিয়মিত, হা হা হা)
১৬ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৫
সামাইশি বলেছেন: সাগর ভাই আমি লেখার সংখ্যার নিরিখে বলেছিলাম। হ্যা নিয়মিত লেখার চেষ্টা করব। শুভেচ্ছা সকল সময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সকল পোষ্ট পাতায় আপনার পোষ্ট আছে।