![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
চার ছক্কা মারতে চাও
আফিম খায়া ব্যাট চালাও,
ফেনসিডিল আর ইয়াবাতে
জোশ পাবেনা অত তাতে।
তালপাতার নাসির মিয়া
গায়ের জোরে চালায় গিয়া,
বলে আমায় কর আউট
করছি শুরু ক্যাচের বাউট।
পৌরুষেরই জোর জাগেনা
দেশের কথা মনে ভাসেনা,
কখন ক্যামনে খেলতে হবে
শিখো ক্লাসে ক্রিকেট তবে।
দায়িত্ব নিয়ে খেলতে যবে
সবুরে মেওয়া ফলবে সবে,
দেশের মান রাখতে হলে
পরো মুশফিকুরের গলে।
খাও, পড়, প্রেম কর ক্রিকেট
ক্রিকেটঅজ্ঞদের পাঠাও ফুকেট।
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪০
সামাইশি বলেছেন: হুম বুজতে পেরেছেন। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২০
নগর বালক বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!