![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মহা বিশ্ব ফুঁড়ে
চন্দ্র সুর্য গ্রহ তারা জুড়ে,
ভূমিষ্ঠ মানব মহা বিশ্বের গৌরব অংশীধারিক!
সভ্যতার যাঁতাকলে অক্ষাংশ দ্রাঘিমাংশের ফেরে
উর্বরা পলি সেচা সবুজ শ্যামলিমায় প্রোথিত,
জননী জন্মভূমি মায়ের মিষ্টি বোল
অসুরের চেপে ধরা পেশী, রুদ্ধ কন্ঠনালী
সুনীল আকাশে চেয়ে
মন তোমাকে পেতে চায়।
ভায়ের হৃদয় অলিন্দ কাটা ছেড়া করে
উষ্ণ তাজা রক্ত কালিকায় রচিত গান
মায়ের অশ্রুর ধারায় নামায়নে বাংলা
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি!
ছড়িয়ে পরে নদী মাতৃকায় সবুজ জমিনে লাল আঁচলে
লক্ষ থেকে লক্ষান্তরে উপেক্ষা হায়েনার ভ্রুকুটি
নিশ্চিহ্নে গোলামী, আরোপিত প্রভু সেবাদাস,
বাংলা মানব চোট্টি মুন্ডা সুদূরের কিন্টা কুন্টে
বাংলার কুন্টার হুঙ্কার প্রতিধ্বনিত, প্রতিস্থাপিত
সালাম আসাদ মতিউর মহাকবির বজ্র নিনাদে
"এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"
ঈশ্বরের নির্ধারণ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে
বিশ্ব ব্রমান্ন্ডের কোলে এক টুকরো গর্বিত অধিকার
তিরিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মা বোনের সভ্রমের বিনিময়ে
বর্গীদের তাড়িয়ে পাওয়া গ্যালো,
রূপায়নের চূড়ান্ত সময়কাল কাল জয়ী একাত্তরের নয় মাস
বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ।
০৮ ই মে, ২০১৪ দুপুর ১:০২
সামাইশি বলেছেন: আপানকে সশ্রদ্ধ সালাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪
অন্ধবিন্দু বলেছেন:
বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ।