![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
শুভ নব বর্ষ ২০১৬ ইং.
বন্ধু তোমাকে জানাই শুভ নব বর্ষ
যুদ্ধ নাশে বিশ্বে ভরে উঠুক হর্ষ,
বিশ্ব জুড়ে ক্ষুধা নিপাত যাক
সকল শিশু সুস্থ, সুন্দর জীবন পাক।
বন্ধু একটা শান্তিপূর্ণ পৃথিবী যেন পাই
আমার ভাগ্নি ভাতিজির বাসযোগ্য স্থান চাই,
যাতে তারা গান,পড়াশুনা, নৃত্য ও বাচতে পারে
দৃষ্টান্ত স্বরূপ সকল শিশুরই প্রযোজ্য যারে।
আমরা কোন আয়্লান আর দেখতে চাইনা
প্রতিজ্ঞা করি কোন শিশু যেন সে অবস্থা পায়না,
প্রতিজ্ঞা করি আমরা সবুজ পৃথিবী গড়বো
কার্বন নি:সরণ কমিয়ে আমরা তা করবো।
এ আমার তোমার লক্ষ কোটির স্বপ্ন
গানে কবিতায় লিখে যায় কবি রত্ন,
নতুন বছর নতুন একটি গান হয়ে আমাদের কাছে যেনো
তার সুর ও রাগ সারা বছর আন্দোলিত করবে মেনো।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
সামাইশি বলেছেন: জুন আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ নব বর্ষ। নতুন বছর আপনার জন্য সুখ ও সমৃদ্ধিময় হউক এই কামনা করি।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: সামাইশি ,
বিশ্ব জুড়ে ক্ষুধা নিপাত যাক
সকল শিশু সুস্থ, সুন্দর জীবন পাক।
নতুন বছরে এ কামনা সার্থক হয়ে উঠুক আপনার ।
শুভেচ্ছা নববর্ষের ।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
সামাইশি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভ নব বর্ষ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
জুন বলেছেন: বন্ধু একটা শান্তিপূর্ণ পৃথিবী যেন পাই
আমার ভাগ্নি ভাতিজির বাসযোগ্য স্থান চাই,
এই হোক আমাদের সবার কামনা নতুন বছরে সামাইশি ।