![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
অপ্রত্যাশিত সুখ কান্না
কান্নাগুলো মেঘ হয়ে ঝরছে আমার চোখে
বুকের ভিতর এত জমা কান্না এলো কোথা থেকে।
কাঁদছি আমি গানের সুরে
জীবন থেকে নয়কো দুরে,
ভাবছি আমি যত কথা
কাঁন্না শুধু কান্না ভরা তথা।
কাঁদতে কাঁদতে এত আমি সুখ পাচ্ছি কেন
কান্নাতে চাওয়া পাওয়ার হিসাব মিলাই যেন,
জীবনে কি কি পাইনি আক্ষেপ কোন নাইকো
কোথা থেকে পেতাম এত কান্না, সুখের মজা হায়কো।
কান্নাও এত সুখের হয়, কেও কি তা জানে!
ধরিত্রী যে এত সুন্দর আমার মন তা মানে।
মনরে আমি কহি, অঞ্জলি মোর লহ
এবার থেকে সুদে মূলে সুখের ভার সব সহ,
উপহার যা দিবেন বিধাতা বুক ভরে নিবো
মনের মনি কোঠায় পারিজাত সুখ কান্নায় জমা দিবো।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১
সামাইশি বলেছেন: ?????????????????????????????????????????????????????????????????????????????????
২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: কান্নাও এত সুখের হয়, কেও কি তা জানে!
ধরিত্রী যে এত সুন্দর আমার মন তা মানে। -----------
ধরিত্রীর এত সৌন্দর্য্য সইতে কবির খুব কি কষ্ট হয়!!!
কবিতায় ভাললাগা রেখে গেলাম!!!
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
সামাইশি বলেছেন: কুড়ে পেলাম ভালো লাগা
মায়ায় মায়ায় মন জাগা,
কষ্ট গুলো সব দূরীভূত
পৃথ্বীর ফুলেল রূপ অনুভূত।
রেখে গেলে কোথায় মোরে
নন্দিনী নাওনা বাহুডোরে,
কষ্টের রঙে দেখবো জীবন
তোমার চোখে কষ্টের মরণ।
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: স্যালুট কবিকে, আপনার মত ক'রে একটা লাইন লিখেও জবাব দিতে পারব না!!!!
কষ্ট গুলো সব দূরীভূত
পৃথ্বীর ফুলেল রূপ অনুভূত -------- আমার মত পাঠকের এটুকুই সার্থকতা!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯
সামাইশি বলেছেন: এক লাইন লিখেও জবাব দিতে হবেনা
আত্বাটুকু মেলে দিলেই হবে
সেথায় লেখা মুছে ফেলা যাবেনা
অব্যক্ত অন্তরের টান যবে।
আপনাকেও অনেক অনেক শুভ কামনা আপা !!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।