![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
শান্তির ধর্ম ইসলাম।
তোমাদের নিকট আকুল আবেদন
তোমরা নিরীহ মানুষকে হত্যা করোনা
যদি তা কর, জেনে রেখো
"তোমরা যেন সমগ্র মানবতাকে হত্যা করলে"
তোমরা কি জানোনা
নবীজী যুদ্ধের ময়দানে বন্দী বিধর্মীকে
সশস্র প্রহরায় নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন,
আর তোমরা আমার দেশের মেহমান
নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করলে।
তোমরা কি শোনোনি
নবীজী মক্কা বিজয়ের পর সকল অমুসলিমকে সঙ্গে নিয়ে
একত্রে শান্তিপূর্ণ ভাবে বসবাস করেছেন,
সকল ধর্মের মানুষের জানমাল ও অধিকার নিশ্চিত করেছেন
তোমরা সন্ধি কর, শান্তি স্থাপন কর
নবীজী সন্ধি, শান্তি বড় পছন্দ করতেন।
তোমরা কি জানোনা
হাশরের ময়দানে নবীজির উম্মতের
তিহাত্তুর কাতারের বাহাত্তুর কাতারই জাহান্নামে যাবে,
মহান আল্লাহর কসম করে বলছি
তোমাদের কার্যকলাপে জান্নাতের কাতারে
থাকার বিন্দুমাত্র নিশ্চয়তা নাই।
তোমাদের নিকট আকুল আবেদন
তোমাদের জ্ঞানচক্ষু উন্মোচন কর,
তোমরা কেবলি একদল বিপথগামী অজ্ঞানের
ক্রীড়নক বা হাতের পুতুল মাত্র।
তোমরা তাদের অনুসারী হবার আগে
ভালো করে ইসলামের জ্ঞানঅর্জন কর,
জানোতো ইসলামের অপর নাম শান্তি
তোমরা ইসলাম কায়েমের নামে যা করছো
তা আর যাই হউক ইসলাম নয়
তা কেবলি অশান্তি।
©somewhere in net ltd.