![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
সোনালী নিশ্চয়তা।
বেদনার নীলে মলিন হয়ে আছে যে নিশ্চয়তা
ক্রমশই ফিকে হচ্ছে সোনালী হলুদের চ্ছটা,
আস্টেপৃষ্ঠে পেচিয়ে ধরেছে ইমিটেসনের লতা
প্রায় সাবাড় করে এনেছে বিকশিত ভ্রুণ টাকে।
জঠরের অবস্থাও তথৈবৈচ নিশ্চিত নিয়তি
পরিহার কেবলি অলৌকিকতায় যদি না সদয় যীশু,
কোনো এক পূর্বপুরুষের পৌরুষতায় মিলেছিলো দুই মেরু
লক্ষ কোটিতে এক. মিনিট, ঘন্টা, মাস পেরিয়ে স্ফীতকায়।
হায় আসলেই মিলন ঘটেছিল নাকি পাশাপাশি লেপ্টে থাকা
সুএডোমনাস স্বরূপ প্রোত্থিত সূচনার অনিশ্চয়তার,
ক্রসিং ওভার না হয়, সুচারু আসক্তি যে টলমলে
গোলমেলে রসায়নে ভিত্তি নড়বড়ে চতুর্দিক।
অথচ মরিয়ম ধরিত্রীতে জীবন আনলো ফুলের সুবাসে
ফুত্কারে তারে উড়ায়ে দিলে অথচ এখান দেখা মেলে ক্লোনে,
একাগ্র চিত্তে নিবিড় মমতায় চল ওম দিই লালসবুজ রেনুর
যীশুর উপমায়, উষ্ণতায়, নিষিক্ত রসায়নে নিশ্চিত রূপান্তর
দ্যখো মহিরুহু রূপে সোনালী আবিরের এই বদ্বীপে।
©somewhere in net ltd.