![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
আয়নাবাজি।
সমুখে যা দেখো কায়ার আয়না
চড়িয়ে বেড়াও গড়িয়ে বহুরূপী গয়না,
কিসের লাগি অনুখন করে চলো অভিনয়
বুকের ভিতরের আয়নায় স্থির রয় সময়।
কোন সে আতঙ্কে বিমূঢ়, কাটে না ছায়া
তথাপি সুনিপুন অভিনয়ে ভ্যার্য্যার মনে বাধো মায়া,
আয়নাবাজিতে থোড়াই ভ্রূক্ষেপ লোক লজ্জা হায়া
নটের অপকৌশলে নিখুঁত রূপায়ণ কায়া থেকে কায়া।
প্রকৃতি ওত পেতে থাকে খড়গহস্তয় চরম প্রতিশোধ
আহারে বৃথা যায় শুচিতায় ফেরা নিয়ে শপথ,
প্রকৃতি ছাপিয়ে আদিগন্ত বিস্তৃত নিয়তির হাসি
অলখে লেখা হোল পরিত্রান থেকে কায়ার ফাঁসি।
তবু কভুও মনের আয়না উপড়ানো না যায়
আয়নাবাজিতে যতই ধরায় দাপিয়ে বেড়াও হায়।
©somewhere in net ltd.