![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ভ্রষ্ট পৃথিবী! নয় আমি।
এ পৃথিবীটা আমাকে গিলে খাচ্ছে
ক্রমশ:নেই থেকে নি:শেষ হয়ে যাচ্ছি,
প্রতিভাত নষ্ট পৃথিবী তিরোহিত সুকুমার
গরল ভিত্তি দ্বিহেলিক্স নষ্ট মননের পর।
শহরে শিকের আগায় ঝলসানো মাংসে দেহের ক্ষরণ
চাপাতির খোঁচায় কোটি কোটি মুন্ডুর উল্লম্ফন,
পার্কের নিভৃতে ঝোপের আড়ালে মোহিনী প্রেমিকা
ভ্রু কাটা কাজল নয়না উগড়ে দেয়া স্তনের সবই বেশ্যা।
ঘরে ঘরে কাগজে কলমে সঙ্গমের বৈধায়ন
রিপুর তাড়নায় অহরহ পদস্ক্ষলন কাগজ অটুট সর্বক্ষণ,
নিজের কোঠরের বীজের টুটি চেপে বধ ভূভাগের পর
অবলীলায় নারী পা বাড়িয়ে মত্ত ডাকিনী রিপুর।
নষ্ট দেহ নষ্ট মন নষ্ট নীড় নষ্ট কাঁচের পৃথিবী
ভ্রষ্ট আমি সাধু তুমি তোমরা বিকল রসায়ন নিরবধি,
ছোট এ দেহে সহেনা আর কোটি ক্ষতের ভার
কষ্টের এ তীব্রতার চাই উল্কা গতির মন্দন তার।
©somewhere in net ltd.