![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
কথার লাগাম।
হুম দেখোনিকো সুঁচের ফাঁল
একটু বোধ হয় বেসামাল,
নইলে কি দাও গালাগাল
সুরা সাকির নয় বুঝি আকাল।
সাধু সাধু, তোরাতো নয় কাঙ্গাল
ক অক্ষর গো মাংসের যত বাঙাল,
বক বক কেন করিস সারা দিনকাল
মজা বুঝো এবার বৃদ্ধ বনিতা আবাল।
বিনা ট্যাক্সয় তুলে নিবো গায়ের ছাল
বুজায়ে দিবো কথার কত ঝাল,
দেখো নাকো সংসারের একি হাল
কি করে যোগাই সারা বছরের মাল!
চার পাঁচ হাজার কোটিতে কেন তোল তাল
কেবল হাজার লক্ষে আমি বেসামাল,
"আমি, আমিই আবুল মাল
আমিই বুঝি কত প্যাডি কত চাল"
©somewhere in net ltd.