![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মন।
মনটা ভালো নেই. ভালো থাকতে চাই।
মন কি জিনিস
ধরা যায় না ছোয়া যায় না,
কেও বলে বোঝাও যায়না।
দেহের ভিতর মন থাকে
না মনের ভিতর দেহ থাকে,
দেহ মনকে নিয়ন্ত্রণ করে
না মন দেহ কে।
আমার মনের বাইরে যাওয়ার সাধ্যি নাই।
দেহ বলে এখন নামাজ পড়
মন বলে ওরে গান ধর,
কলম বলে ওরে লিখতে আয়
মন বলে গোলাপ পদ্ব জল চায়।
দেহ মরে গ্যালে মনের কি হবে
হার্ট এটাকে মরে গেলেই ভালো হোত
মন কে বুজতে পারতাম।
মনের কারণে হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে
তাই এক মাসের শিশুর তিন বারে?
ওই শিশুর মনে কি দুক্ষ ছিলো!
২১ শে জুন, ২০১৭ সকাল ৮:০২
সামাইশি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২| ২০ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৪
স্বতু সাঁই বলেছেন: চলুক মনের উপর গবেষণা।
মন চেনে যেজন,
সে আপনার আপনজন!!
২১ শে জুন, ২০১৭ সকাল ৮:০৩
সামাইশি বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৭ সকাল ৭:০৭
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: খুব সুন্দর কবিতা। +++++