![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বাংলাদেশের গৌরব কন্যা পৃথুলা।
বিশ্ব সভায় তুমি মোদের করিয়াছ মহান
নিজেরে বিলায়ে দিয়েছো বীরের সন্মান,
চেয়েছিলে পাখি হয়ে নীলিমায় উড়ে বেড়াতে
মাতুলের আঁচলে পৃথিবীর পথে যেতে যেতে।
মাতুলের বড় আদরের ধন প্রেমের রতন
সোহাগের কাজল মেখে অঙ্গে নেয়া দেয়া মন,
দুনিয়ার তাবত মায়ায় আদরে করে উজাড়
মাতুলের আলয়ে ভ্রূণ থেকে প্রানের বাহার।
তন্ন তন্ন করে খুঁজে জগতের ভান্ডার হাতড়ে
অংকিত করে নামায়ন সব ভালবাসা নিংড়ে,
চর্বিত চারণে খুব সাধারণ বদান্যতা নির্ভরতা
হৃদয়ের পুরো উঠোন জুড়ে মিউ পুষির সখ্যতা।
বিধাতা পুরিলো মনের আশা ভেসে মেঘের বন্যা
মাতুল থেকে কেড়ে রূপ দিলো বাংলাদেশের কন্যা,
মায়ের দাবি নাছোড় কভু যায় নাকো মন গলা
তুমি মহীয়ান বাংলাদেশের গৌরব কন্যা পৃথুলা।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭
সামাইশি বলেছেন: একমাত্র আল্লাহ ই সব জানেন। আল্লাহ আমাদের সকলের মঙ্গোল করুন।
২| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯
কানিজ রিনা বলেছেন: বুকের পাঁজর মুচড়িয়ে উঠছে চোখের ঝাপসা
বেশী অনুভব করছি, আজ কয়দিন ভাসা
পাইনা মন্তব্য করার। নিজের মেয়েটা থাকে
বাইড়ের দেশে এইত পনের দিন আগে উড়াল
বিমানে চরে চলে গেল, ভয় পাই কাল বললাম
পড়াশুনা শেষ করে একবারে চলে এসো
আর তোমাকে বাইড়ের দেশে থাকতে হবেনা।
মেয়েটা বললো মা কপালে দূর্গতি থাকলে
দেশেই তা ঘটবে। আজ পাঁচ বছর পড়াশুনা
করতে গেছে সরকারী স্কলার নিয়ে। ছুটিতে
দেশে আশে। এভাবে কেউ যেন সন্তান না
হাড়ায় সেই বুঝে যার যায়। এইত বছর দুইএক
আগে বোনের ছেলেটা ঢাকা মেডিকেলের
সবচে মেধাবী ছাত্র হাড়িয়েছি বোনের
আর্তনাদ আকাশ বাতাশ ভারী হয়। সে বেদনা
হৃদয় মোচরায়। খুব বেদনার্থক কবিতা বলার
কিছু পাইনা। আন্তরিক ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯
সামাইশি বলেছেন: একমাত্র আল্লাহ ই সব জানেন। আল্লাহ আমাদের সকলের মঙ্গোল করুন। আপনার প্রতি সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেছি। আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
৩| ১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: অপমৃত্যু দিও না প্রভু।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০
আবু তালেব শেখ বলেছেন: কিভাবে বাচালো তার ব্যাখ্যা চাই
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০
সামাইশি বলেছেন: একমাত্র আল্লাহ ই সব জানেন। আল্লাহ আমাদের সকলের মঙ্গোল করুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৬
বারিধারা ৩ বলেছেন: হোলি আর্টিসানের ঘটনার পর লতিফুরের নাতিকে নিয়ে প্রথম আলো দিনের পর দিন যে মিথ্যাচার করে গেল, তাতে এ ধরণের ঘটনা আর বিশ্বাস করতে ইচ্ছে করেনা।
পৃথুলাকে নিয়ে ভাইরাল হওয়া সংবাদের সত্যতা কতটুকু?