![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
মুক্তি চাই।
উদ্ভট উটের পিছনে ছুটে চলেছে প্রিয় স্বদেশ
কি জানি কি জাল পেতে রেখেছে বিধাতা বেশ।
কত কাল এই বাংলা বয়ে বেড়াবে তার রেশ
ছোট মোর দেশে মানুষের চাপে দুক্ষের নাইকো শেষ।
কোথায় কেউ কভু দেখেছ কি এমন দেশ!
ক অক্ষর গো মাংসের বচনে জ্ঞানী বলে বেশ বেশ।
দুর্ভাগা মোর দেশ দুর্ভাগা ততধিক জনগণ
স্বাধীনতার চার দশকেও সুদুর পরাহত তাদের সুদিন।
কাকে দুষব মোরা জনগণ নেতা কিম্বা ভাগ্য
মাথার উপরে চেপে বসেছে সুবেশ ধারী কপট জ্ঞানী চক্র।
আর কেও কি আসবে না মোদের এ দেশে বীরের বেশে
ছুড়ে ফেলে পিছু টান নারীর মন, উন্নতির শিখরে জনগণ ভালোবেসে।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১০
সামাইশি বলেছেন: আপনার সাথে আমিও একমত একদিন সুদিন আসবে। সেই সুধীন দেখার অপেক্ষায় রইলাম। আপনাকে অন্তরের অন্ত:স্থল হইতে ধন্যবাদ।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬
আকিব হাসান জাভেদ বলেছেন: ফিরে তাকাবার সময় এসেছে। অন্যায়ের প্রতিবাদে একজন একজন করে দাড়ালে হাজার জন । আর হাজার হাজার থেকে লাখো কোটি। জ্ঞানী যাদের ভাবছেন । তারা জ্ঞানী নন। ভবিষৎ জ্ঞানীদের অযোগ্য করে তোলার কারিগর।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১১
সামাইশি বলেছেন: আপনার সাথে আমি সহমত। আপনাকে আন্তরিক ধণ্যবাদ।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: সব সমস্যা কেটে যাক। দিনের আলোর মতো সব আলোকিত হোক।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১২
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধণ্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৫
সৈয়দ তাজুল বলেছেন: আসবে ভাই আসবে, প্রত্যেক অন্ধকারের পর আলো আসে।
লা এমন কবিতা শুনানোর কারণে আপনার জন্য এক কাপ চা...
নারীরা জাগ্রত হচ্ছেন সাথে উন্নত হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। হ্যা, কাঙ্ক্ষিত চাওয়া আমাদের কাছে আসতে দেরি হবে হয়ত, তবে আমরা মুক্তি পাব এসকল অন্ধকার থেকে,ইনশাআল্লাহ।
কবিতা ভাল হয়েছে। সাথে ছবিটাও অসাধারণ মিলিয়েছে।
সকাল বেলা এমন কবিতার কারণে আপনার জন্য এক কাপ চা...