![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
বিদেশে গিয়ারে বন্ধু আমায় ভুইলোনা।
বাংলা ছায়াছবির গান গীতিকার: মোকাই
বিদেশে গিয়ারে বন্ধু
আমায় যাইওনা ভুইলা,
তুমি যদি ভুইলা যাওরে বন্ধু
আমি থাকবো কি নিয়া।
আমার দেহ মন যৌবন আমি
ধইরা রাখবো কি দিয়া,
তুমি যদি মনে রাখোরে বন্ধু
সোনার যৌবন রাখবো আমি বাইন্ধা।
বিদেশে গিয়ারে বন্ধু
আমায় যাইওনা ভুইলা।
সোনার হরিনের লাইগারে বন্ধু
তুমি বিদেশ গ্যালা গিয়া,
মনে লয় আমি বাইচা আছি
হাসিমুখে বিচ্ছেদের বিষ খাইয়া।
তোমারে মনে পুষছিরে বন্ধু
যেমন মনে বসে রোগ গাঁথিয়া,
শত জনমের সকল কষ্ট যেন
আমার মন যাইতাছে বাইয়া।
বিদেশে গিয়ারে বন্ধু
আমায় যাইওনা ভুইলা।
চইলা যাইতেছো রে বন্ধু
ফিরা কবে আইবা,
ততদিনে কি বন্ধু আমি
দুনিয়াতে থাকবো বাঁচিয়া।
বিদেশে গিয়ারে বন্ধু
আমায় যাইওনা ভুইলা।
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৭
সামাইশি বলেছেন: উন্মুক্ত প্লাটফর্মে যে কেও যে কোন মন্তব্য করতে পারে। ইটা পাঠকের অধিকার তবে সীমার মধ্যে থেকে। আমি খুশি যে
আপনি সীমা অতিক্রম করনেনি। মন্তব্যে আপনার অনুভূতি বুঝতে পারলাম। ভালো থাকেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০১
হাবিব বলেছেন:
উৎসর্গঃ সামাইশি, আপনার গানের অনুকরনে লিখা। ভুল হলে ক্ষমা করবেন।
বন্ধু আমায় ভুইলোনা গো
দূর বিদেশে গিয়া,
তোমায় ছাড়া একলা আমি
থাকবো কারে নিয়া ।
সোনার যৌবন এই দেহেতে
বাইধা রাখবো কি দিয়া,
তুমি যদি দাও কথা দাও
করবো নাকো বিয়া।
বন্ধু আমায় ভুইলোনা গো
দূর বিদেশে গিয়া।
সোনার হরিণ ধরতে তুমি
চইলা গেলা দূর বিদেশ,
বিচ্ছেদের ঐ বিষ খাইয়া
কেমনে আমি থাকি বেশ?
এই দেহেতে যেমনে কইরা
রোগ থাকে বাধিয়া,
তেমন করে আছো তুমি
এই মনে গাঁথিয়া।
বন্ধু আমায় ভুইলোনা গো
দূর বিদেশে গিয়া।
চইলা যাইতেছ রে বন্ধু
আবার কবে আইবা?
তত দিনে এই দুনিয়াই
আমারে কি পাইবা?
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২২
সামাইশি বলেছেন: পাঠক যে ভাবে খুশি তার অনুভূতি ব্যক্ত করতে পারে, তবে তার সাথে যে লেখক একমত হবে তা নয়।
আমি যাই লিখেছি তাই অবিকৃত আমার কাছে অবশ্যই প্রিয়। এজ জন্যই মানুষে মানুষে ভিন্নতা।
শুভ কামনা।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৪
সনেট কবি বলেছেন: বেশ
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২২
সামাইশি বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৩
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
নজসু বলেছেন: সুন্দর বিরহী গান।
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৪
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩
শায়মা বলেছেন: আসলেই বেশ ......
ভ্রমর কইও গিয়া গানটা মনে পড়ে ...
অনেক ভালো লাগা .....
০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৬
সামাইশি বলেছেন: বলেছেন: হৃদয় নিংড়ানো ধন্যবাদ আপনাকে।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৫
স্বচ্ছ দর্পন বলেছেন: পুরনো সেরা গান
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ
০৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৬
সামাইশি বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাধু, সাধু, সাধু!