নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

মনার বচন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৭


মনার বচন (খনার বচন নহে)

"এ যুগের ডিজি--টাল মহা মহিম ঋষি গোপাল ভাড়
নাম তার পাকে কামেল রকেটি রিজভী স্যার (ষাঁড় )
কাম ভাবে স্বপ্ন দেখেন স্বপ্নে করেন বিচরণ
চোখ মেলে দিনে করেন জ্যোতিষের আচরণ। "

"কবি গুরু শত বছর পূর্বেই লিখেছেন নৌকা ডুবি
তিনি ছিলেন আওয়ামী বিরোধী বুজতে অসুবিধা কি খুবই,
আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল লিখেছেন নজরুল
অকাট সত্য তিনিও আওয়ামী বিরোধী লিখেন নিকো ভুল"

"অন্তৰে মোহর সেঁটে যাওয়া জামানত খোয়ানো নেতা কামেল
পিতার (বঙ্গবন্ধু) হত্যাকারীদের মদদে মস্তিষ্কের শিরায় জমেছে তেল,
হত্যাকারীদের দলে যোগ দিয়ে করবে পিতার স্বপ্ন পূরণ
খামোশ চুপ কর চার পয়সা দিয়ে করতে চান বঙ্গবন্ধুর স্থান হরণ।"

"পিতার হত্যার প্রতিশোধে অস্র তুলে নিয়ে দেশান্তরী কাদের বাঘা
ঝাড়বাতি থেকে কমোডে রূপান্তর হত্যাকারীদের উল্লাস যাবে ইংলিশে হাগা,
স্বাধীন দেশের পতাকা সদর্পে উত্তোলন ইশারায় সেই সে রব
ঈগল থেকে বাঁদুড়ে পাছার গু মুখে নিয়ে খান, গুনাহ রব তোমারই সব।"

এহেন নানাবিধ মস্তিস্ক বেসামাল নিজ গৃহে অশ্ব:ডিম্ব প্রসবে ক্লান্ত
অসুরের দল লুফিয়া নিয়াছে ক্রীড়নক সকল মরণ কামড়ে শ্রান্ত,
পরিশেষে মহা ঋষি রিজভী "ষাঁড়ের" নৌকা বিরোধিতার সালতামামি
মুসলমানিত্ব "খারিজ" তোমার, কেন অস্বীকার কোরানে লেখা নূহের
নৌকায় পৃথিবীর সকল মানব ও প্রাণী রক্ষা বলেছেন অন্তর্যামী। "

বি: দ্র: কোরান কিন্তু রবীন্দ্র নজরুলের লেখা নয় স্বয়ং আল্লাহর লেখা।

১৭/১২/২০১৮ইং

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

সামাইশি বলেছেন: ভালোবাসা ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

হাবিব বলেছেন: অসাধারন লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৯

সামাইশি বলেছেন: ভালোবাসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.