![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
ভালোর সাথে।
ইমরান খানের সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন ,
"হর চিজপে বাংলাদেশ পাকিস্তানছে আগে হ্যায়"
পাকিস্তানকা উজিরে আজম রোতে হ্যায়।
নূহ: নবীর কথা যদি জানেন
নৌকায় মানব জাতি ও প্রাণিকুল রক্ষা মানেন,
লাল সবুজ বাংলায় নির্বাচনের বন্যা
আল্লাহ চাহেতো পার করবে নৌকায় বঙ্গবন্ধু কন্যা।
পাকিস্তানীরাই বলছে "আল্লার ওয়াস্তে হামকো বাংলাদেশ বানা দো"
অথচ বাংলার "নব্য মদিনার ইহুদিরা" বলছে হামলোগ পাকিস্তানকা পো,
যে নিজেকে সাহায্য না করে
আল্লাহ কি সাহায্যের হাত বাড়ায় তার ঘরে।
জায়নামাজে বসে চক্ষু মুডে আল্লাহর শুকরিয়া আদায় কর
তোমার অতীত তোমার ঘর এখন বাংলায় কত বড়,
বিশ্বসভা, বিশ্ববাসী স্বীকার করছে বিস্ময়ে সবাই
নির্বাচনে পাশ করতে সব সূচকেই অর্জন, লিপিতে খোদাই।
সংবাদপত্র, টিভি, কবি, লেখক, শিল্পী, খেলোয়াড়, বুদ্ধিজীবী
নিরপেক্ষতার খোলস ছাড়ো
ভালোর সাথে ন্যায়ের সাথে, উপরে আল্লাহ, নীচে জয় বাংলা বলে আগে বাড়ো।
১৮/১২/২০১৮ইং
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
রাফা বলেছেন: রাজাকাররা"তো পেয়ারে পাকিস্তানকো ভুলা নেহি আভি তক। ওহি লোগ ইসিকোভি বাংলাস্থানবানানা চাহতা হ্যায়।
রাজাকারের দালালরা আর কবে বাংলাদেশি হবে সেটাই বুঝতে পারছিনা।
ভালো হইছে,কোবতে ,ধন্যবাদ-সামাইশি।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
সামাইশি বলেছেন: শুভ কামনা। বাংলাদেশের জয় হউক। সোনার বাংলা কায়েম হউক।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
ফেনা বলেছেন: হা হা হা হা ............ ভাল বলেছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
সামাইশি বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।