![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।
গুগল যুগের যৌবনের ভোটার।
আয় ছেলেরা আয় মেয়েরা
ভোট দিতে যাই,
ভোটার মালা গলায় দিয়ে
দেশটাকে সাজাই।
দেশ আমাদের ভরা সবুজ
আমরা তো আর নইকো অবুঝ,
পৃথিবী এখন গ্রামীণ বিশ্ব
পাকিস্তানে ছিলাম মোরা নি:স্ব।
বাড়ছে মোদের সুখের দিন
পাকিস্তানে দু:খ দুর্দশা গণহত্যার ঋণ,
বুঝে দেখা খুবই সোজা
গুগল করে সহজ বোঝা।
বুঝে নিয়ে ভোট অস্ত্র প্রয়োগ কর
দেশকে বানাও সারা বিশ্বে বড়,
দেশ গড়বো মোরা জনগণ ও সরকার
জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের রূপকার।
যেমন দেশ স্বাধীন হয়েছে নৌকায় একাত্তরে
দেশের ক্রান্তিলগ্নে নৌকায় পার বারে বারে,
তথ্য সমৃদ্ধ অন্তর্জাল যৌবন এখন তোমার
ভালোবেসে প্রয়োগ কর ভোটাধিকার।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অস্ত্র বানান ঠিক করুন...