নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উননুর

সামাইশি

সময় বয়ে যায়, ক্ষয়ে যায় জীবন, মন, সৃষ্টি, ক্লেদের গ্লানি জমা হোল যত যথাপি ঝরে যায় বৃষ্টি।

সামাইশি › বিস্তারিত পোস্টঃ

যার নাই গুন্ তার আবার ফুটানি।

০১ লা জুন, ২০১৯ রাত ২:২১



যার নাই গুন্ তার আবার ফুটানি।

সময় মানুষকে করে তোলে সুনিপুন গুণী
আপনা আপনি বানানো শিখলাম বেগুনি,
আহারে পাশে নাই প্রিয় বঁধুয়ার হাসির রিনিঝিনি
প্রবোধ মানতে ইঞ্জিলের কাছে হইলাম ঋণী।

সংসার বিরাগী যীশু খ্রীষ্টের কিসে সুখের কালকিনি
বিবাহিতরাই লুচ্চা বেশি শতবার কৌমার্য্যরে করে বিকিকিনি,
বিশ্বসভায় মুখ উজ্জ্বল করেছিল আব্দুস সাত্তার নিনি
গলায় পড়িলো স্বর্ণ পদক কে খোঁজে তাহাতে গিনি।

বয়স কেবল সংখ্যা মাত্র বিমুগ্ধ্ব চলচ্চিত্রে কাম চিনি
বরফের দেশে তরুণীর শর্টস উঁরু:সন্ধি পর্যন্ত্য মিনি,
বাংলা কাঠ মোল্লা অবলীলায় বলিয়া দিলো .......মারানি
দুশ্চরিত্রা ওসোয়াসায় মত্ত লীলায় সুদর্শনে চামেলী মামানি।

মর্ত্যের সময় প্রায় শেষ বাঁধিতে নীড় তাদের টোনাটুনি
কবে আসিবে সোনার বাংলায় দেবদূত ঋষি মুনি,
হাটে মাঠে ঘাটে ফেসবুকে তাবত মানুষের ভাব নূরানী
সিংহভাগেরই নাই কোন গুন্ তাদের আবার স্বঘোষিত ফুটানি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৯ ভোর ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সামাইশি বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২| ০১ লা জুন, ২০১৯ সকাল ১০:১৬

shamny khan বলেছেন: চমৎকার ।

২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সামাইশি বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সামাইশি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.