নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

amader sports

উৎসব১২১

i am a good boy

উৎসব১২১ › বিস্তারিত পোস্টঃ

এতো ভালবাসার পরেও আমার কম কি ছিলো রে...

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০

রিলেশনে থাকার পরও অধিকাংশ মেয়েই বেটার অপশনের খোঁজে থাকে। ব্যাটে বলে মিলে গেলেই আপনি সাবেক। ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বড় লোকের লালটুস মার্কা টাকযুক্ত ভূড়িওয়ালা কোনো ছেলেকে বিয়ে করে। ব্যস! তার আর চিন্তে নেই। দামী গাড়ি, বড় বাড়ি, গা ভর্তি গহনা, ভালো ভালো খাবার, সুখী হতে আর কীইবা লাগে?

আপনি তখন দেবদাস। একদা বাবার পকেট থেকে টাকা চুরি করে সাবেক প্রেমিকাকে বাদাম খাইয়েছেন, নোট জোগাড় করে দিছেন, তার প্রয়োজনে ২৪ ঘন্টার যে কোনো সময় হাজিরা দিয়েছেন, নিজের পড়াশুনার সময়টা তার পেছনে ব্যয় করেছেন অথচ সে এখন আপনার সাবেক!

বালিশে মুখ গুঁজে কাঁদছেন আছ বলছেন, এতো ভালবাসার পরেও আমার কম কি ছিলো রে...

সত্যটা এই যে, মেয়েটা বাস্তবতায় বিশ্বাসী। আপনাকে বিয়ে করলে ভবিষ্যতে কি পেত জানে না তবে বর্তমানে তাকে এক বেলা খেয়ে, দুবেলা না খেয়ে দিন পার করতে হতো! কেননা, আপনি বেকার।

তাই বলে কি কাউকে ভালবাসবেন না? অবশ্যই। তবে ভালবাসার মানুষকে জীবনসঙ্গিনী হিসেবে যাতে পাওয়া যায় সে চেষ্টাও আপনাকে করতে হবে। কীভাবে? অবশ্যই, পড়াশুনা। শুধু ভালো চাকরি পাওয়ার জন্যই নয়, নিজের জানার জন্য হলেও আপনাকে প্রচুর পড়তে হবে।

মনে রাখবেন, বন্ধু আপনার শত্রু হতে পারে কিন্তু বই কখনো আপনার শত্রু হবে না। সে আপনাকে নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণ করে যাবে।

আজকাল ভালো ছেলের সাথে কোনো পরিবার তার মেয়ের বিয়ে দেয় না। আগে জানতে চাই, ছেলে কি করে? কত টাকা বেতন পায়?

আপনি ভালো জব করেন, দেখবেন মেয়ের বাবা মা লাইন দেবে আপনার পেছনে তাদের জামাই করার জন্য। আপনি যেমন মেয়ে পছন্দ করেন তেমনই পাবেন বউ হিসেবে।

আপনি বৈধ পথে টাকা উপার্জনের পথে ছুটুন৷ দেখবেন, টাকা আপনাকে সামাজিক মর্যাদা এনে দেবে। একদা যারা আপনাকে পাত্তা দিত না, তারাই আপনাকে সমাদৃত করবে!

শেষ কথা, আপনি টাকার পেছনে ছোটেন, সুন্দরী মেয়েরা আপনা আপনিই আপনার পেছনে দৌড়াবে...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

শাহারিয়ার ইমন বলেছেন: সবগুলো কথাই ঠিক যদিও

২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

ঢাকার লোক বলেছেন: সুভাষ দত্ত কোনো একটা সিনেমায় গেয়েছিল , টাকা তুমি সময় মতো আইলা না..! 'সময়মত' টাও গুরুত্বপূর্ণ !!

৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

প্রশ্নবোধক (?) বলেছেন: টাকার পেছনে ছোটেন। বই কিনবেন আপনি পড়বে অন্যজন।

৪| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

আলআমিন১২৩ বলেছেন: This is the reality. So face it. Don't run after. First, deserve then desire.

৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫১

চাঙ্কু বলেছেন: সবই টেকার খেলা!

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: টাকা নাই তাই আফসোস।
টাকার চেয়ে বড় সত্য মৃত্যু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.