| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
সংশ্লিষ্ট পোস্ট সমূহ ঃ
প্রথম পর্ব
ডি পপুলেশন
৩০০ কোটি মৃত্যু
---------------------------------
যারা উপরের তিনটি পোস্ট পড়ে এসে এই পোস্ট পড়বেন, তাঁদের হয়ত সামান্য খটকা লাগতে পারে যে পোস্ট তিনটি কি ভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত হয়?
প্রথম পর্বে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনকুবের পরিবার রথচাইল্ড বা রথশাইল্ড যাদের বর্তমান সম্পদের আনুমানিক পরিমাণ ৫০০ ট্রিলিওন ডলার । এইটা ঠিক কত পরিমাণ টাকা সেইটা বুঝতে হলে আপনাকে কল্পনা করতে হবে যে এই পরিবারটি একাই তাদের ব্যাংক, ভাইন ইয়ার্ড , লাক্সারি রিসোর্ট সহ নামে বেনামে যত সম্পত্তির মালিক তাদিয়ে ইচ্ছা করলেই তারা সম্পূর্ণ পৃথিবীর ৬০০ কোটি মানুষের খাদ্য, কাপড় ও বাসস্থানের ব্যবস্থা করতে পারে ।
ডিপপুলেশন পোস্টটি সম্পর্কযুক্ত এই কারণে যে রথচাইল্ড পরিবার এই মানুষ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তোলার যে নীল নক্সা হচ্ছে তার সাথে সরাসরি জড়িত এবং এই সম্পর্ক আজকের নয় । এই সম্পর্ক শত বছরের পুরনো ।
৩০০ কটি মানুষের মৃত্যু সেই পরিকল্পনার একটি অন্যতম পথ হিসেবে বিবেচিত হচ্ছে । অনেকেই হয়ত ভাবতে পারেন যে ৩০০ কোটি মানুষ ( মানে মোট জনসংখ্যার অর্ধেক ) মেরে ফেলবে ? তাও কি করে সম্ভব! এইটা অসম্ভব কিছু না । যারা মানুষকে একটি তেলাপোকার চেয়ে বড় কিছু মনে করে না তাদের জন্য এইটা কিছুই না । এরা নিজেদের দেশের মানুষের উপর হত্যা, লুন্ঠন , ধর্ষন ও শঠতা চালিয়েছে । এরা নিজেদের পরিবারের ভিতর পারস্পরিক বিয়ের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়েছে । হিরোশিমা, নাগাসাকি, দুইটা বিশ্বযুদ্ধ , ভিয়েতনাম , দুইটা ইরাকযুদ্ধ , সবই এদের সৃষ্টি । টুইন টাওয়ার ও তাই । সুতরাং, আর যাই হোক, এদের কাছে দয়া করে মানবতা আশা করবেন না ।
-------------------------------
রথচাইল্ডের ২য় পর্ব লিখতে গিয়ে আমাকে প্রচুর পড়তে হয়েছে । কারণ অর্থনীতি, রাজনীতি, যুদ্ধ , ইতিহাস , মানব সভ্যতার বিবর্তন , ধর্ম , প্রাকৃতিক দুর্ঘটনা - এইসব আমার পড়ালেখা বা পেশা সংক্রান্ত বিষয় নয় । আমি পড়ি তার একটাই কারন, আমার অনিয়ন্ত্রিত কৌতুহল। ১ম পর্ব লেখার পরে আমি আসলে পড়ছিলাম। উপরে যতগুলা বিষয় এর নাম উল্লেখ করলাম - একটা করে ঘটনা ঘটে আর আমি পড়তে লেগে যাই। আমার নেশা হইলো মানুষ । তাই মানুষের জীবনের সব কয়টা বিষয়ই আমার পড়ার বিষয় । এইভাবে সর্বভূকের মতন পড়তে গিয়ে আমার নজরে এলো দুনিয়ার তাবৎ দুর্ঘটনা এবং ভালো ঘটনা, যত বড় বড় টাকা পয়সা লেন দেন ও বিপর্যয় , পলিটিকাল ঝামেলা -- সব কয়টার সাথেই কিছু নাম , কিছু সংস্থার সংশ্লিষ্টতা বার বার চোখে পড়ছে । তাদের নাম সব সময় সরাসরি বুঝা যায় না । কিন্তু একটু পেছন ঘাটলেই আর একটু জানা শোনা থাকলেই কেমন যেন সব খাপে খাপে মিলে যেতে থাকে । ব্যাপারটা অনেকটা এই রকম যে , লীগ - বি এন পি- জাতীয় পার্টি- জামাত- গণ ফোরাম- সুশীল- সেক্টর কমান্ডারস- মিডিয়া ; এরা বাইরে বাইরে সবাই খুউউব শত্রু শত্রু কিংবা কেউ কারো না । কিন্তু একটু খুড়াখুড়ি শুরু করতেই দেখা গেলো এরা সকলেই ব্যাংক, ব্যবসা, বিয়ে, আত্মীয়তা , অস্ত্র লেন দেন , চোরাচালান , ক্ষমতা, সমাজ সেবা , পাবলিক প্রাইভেট সব মিলিয়ে একে অপরের সাথে যুক্ত । আমরা কেউ জানি না !
একবার শুনেছিলাম রাশেদ খান মেনন ও তার ভাইয়েরা নাকি এক এক জন এক এক দল করেন। তারমানে যেই দলই ক্ষমতায় যাক, মেননের পরিবার সুরক্ষিত । আমেরিকার নির্বাচন নিয়েও অনেকেই এই কথা বলেন এখন। এই সব লিবারেল- ডেমোক্রাট কিছু না । কে প্রেসিডেন্ট হবে তা ১০-২০ বছর আগে থেকেই ঠিক করা থাকে । কিন্তু তার চেয়েও ভয়ংকর সত্য হইলো , আমেরিকার প্রেসিডেন্ট একটা পুতুল মাত্র। আমেরিকা চালায় কয়েকটি নয়, একটি মাত্র কর্পোরেশন যার নাম " দা ক্রাউন কর্পোরেশন"। স্বাভাবিক ভাবেই প্রেসিডেন্টের কিস্যু করার ক্ষমতা নাই।
কিন্তু এই সব আজিব কাহানীর শানে নুযুল কি?
এর পিছন ঘাটতে গিয়েই বেরিয়ে এলো বিশাল সে ইতিহাস ।
হলিউডের মুভির মত মনে হবে । হতেই পারে । কারণ হলিউডের মালিকানা যে তাদের হাতে! লর্ড অফ দা রিংগস, ম্যাট্রিক্স, দা ভিঞ্চি কোড , ওয়ান ওয়ার্ল্ড অর্ডার , কিংবা উপরের পোস্ট গুলার মতন ছাড়া ছাড়া ভাবে দেখলে কোনদিনই আপনি বুঝবেন না ( যেমন আমিও বুঝিনি) কিভাবে এরা একই কাহিনীর ভিন্ন ভিন্ন পাতা , শাখা প্রশাখা । বুঝতে হলে কোন একটি গল্প নয়, আপনাকে মাল্টিস্টোরী শুনতে হবে আর শুরু করতে হবে ঠিক আব্রাহাম নামক এক ব্যক্তির সময় মিশর - ইজিপ্টের সময় থেকে ।
এই আব্রাহাম বর্তমান পৃথিবীর প্রধান তিনটি ধর্ম ইহুদি, খ্রিস্টান ও ইসলামের আদি পিতা । তাই এই কাহিনীতে ধর্ম আসবে । আসবে যুদ্ধ । আসবে ইতিহাস । আসবে আজকের ৬০০ কোটি মানুষ আদিতে যেখান থেকে তাদের যাত্রা শুরু করেছিলো , সেই সময় থেকে আজকের জামানা পর্যন্ত বিভিন্ন ঘটনার পিছনের কল কাঠি নাড়া একটি গোষ্ঠীর উত্থানের কথা ।
এই গল্পের সবটুকুই আছে দুইটা ভিডিওতে ।আমার জন্য সবচেয়ে সহজ হয় যদি আপনারা নিজেরা দেখে নেন। কিন্তু , গুগুল ভিডিওতে এইটার দুপর্বের সময়কাল হইলো প্রায় ৫ ঘন্টা ৩ মিনিট । ডকুমেন্টারির প্রডিউসার একজন সাংবাদিক যার বাবা একজন ফ্রিমেসন। শিশুকালে বাবার হাতে একটি সিম্বলিক আংটি দেখে এবং সিক্রেট মিটিং করার নিয়ে বাপ মার ঝগড়া থেকে তিনি আগ্রহী হয়ে উঠেন জানার জন্য। পরে ৪ বছর ধরে গবেষনা করে বের করেন এই ফ্রি মেসন, ইলুমিনাতি এবং মজার ব্যাপার আজকের ইসলাম, খ্রিস্টান, মধ্যপ্রাচ্য সমস্যা ইত্যাদি ইত্যাদির সম্পর্ক । আমি লিংক দিয়ে দেব এবং চেষ্টা করবো চুম্বক অংশ গুলো বর্ননা করতে ।
আপনারা কি জানেন ?
আমেরিকা , বৃটেন ও ইতালিতে তিনটা স্বাধীন নগররাষ্ট্র আছে যারা তিনটা মিলে একটি কর্পোরেশন চালায় , যার নাম 'দা ক্রাউন কর্পোরেশন'। অবাক ব্যাপার না? একটা স্বাধীন দেশের মধ্যেখানে কি করে আরেকটা স্বাধীন নগর রাষ্ট্র থাকে? আবার তারা তিনটা ভিন্ন ভিন্ন দেশে ও দুইটা মহাদেশে থেকেও একই কর্পোরেশন হয় কি করে? আশ্চর্য হলেও এটাই সত্য।
'সিটি অফ ভ্যাটিকান' এর কথা সবাই জানেন। এইটা একটা স্বাধীন রাষ্ট্র। জনসংখ্যা ১০০০। প্রধান ক্ষমতা পোপের হাতে । সম্পত্তির পরিমাণ ? অকল্পনীয় রকমের বেশি।
কিন্তু খোদ আমেরিকানরাও জানে না তাদের স্বাধীন ও স্বার্বভৌম ( তথাকথিত) রাষ্ট্রের মধ্যেখানে একটি স্বাধীন নগর রাষ্ট্র আছে । এর নাম "সিটি অফ কলম্বিয়া" । সমগ্র আমেরিকার অর্থনীতি এবং টাকা ( এবং ক্ষমতা) নিয়ন্ত্রন করে এই "ভিন্ন রাষ্ট্র" এর ফেডারেল রিজার্ভ নামক একটি প্রাইভেট ব্যাংক । জ্বি হ্যাঁ , ফেডারেল রিজার্ভ আসলে পাবলিক নয়, একটি প্রাইভেট ব্যাংক যারা ইচ্ছা মত ডলার ছাপায় , আমেরিকান জনগণের ট্যাক্স কালেক্ট করে (!!!!) এবং চড়া সুদে সেই ট্যাক্সের টাকা আমেরিকাকে ধার দেয় দেশ চালানোর জন্য । আমেরিকার সরকার ও ২৩ কোটি নাগরিক এই রাষ্ট্রের ধারের টাকার উপর নির্ভরশীল এবং আমেরিকান সরকারের ক্ষমতা নেই এই কলম্বিয়ার স্বার্থবিরোধী এবং জনগণের কল্যাণমূখী কোন সিদ্ধান্ত গ্রহনের।
বৃটেনের রাজধানী লন্ডন এর ভিতরে আছে আরেকটি স্বাধীন নগর রাষ্ট্র। এইটারে বলে সিটি অফ লন্ডন , তবে লন্ডনের ভিতরে লন্ডন। এইটার নিজস্ব পতাকা, সিকিউরিটি ফোর্স । বৃটেনের রানী ও দেশের সমস্ত গোল্ড ( তার মানে পাউন্ডের নিয়ন্ত্রন) এবং সারা পৃথিবীর সকল ব্যাংকের অফিস এর ভিতরে । বৃটেনের লোক জানেও না , তাদের টাকা পয়সা ও রাষ্ট্রনীতিতে তাদের কথার কানা কড়ি মূল্য নাই । বৃটেনের রানীকে পুতুল রানী হিসেবে সাজিয়ে দেখানো হলেও সকল ক্ষমতার ও অর্থের মালিক হইলো রানী। যেই ক্ষমতা তিনি ব্যবহার করেন না , কিন্তু চাইলেই করতে পারেন।
[ কি চলবে আরো?]
২|
১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৪
মোসতাকিম রাহী বলেছেন:
অবশ্যই।
এই পর্বটা পড়লাম,আগের পর্বগুলো পড়া হয় নি..দ্বিমত কিংবা খটকা থাকলে পেশ করা হবে। চলতে থাকুক।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৫
রাগ ইমন বলেছেন: অনেক ধন্যবাদ । চলতে থাকুক পড়া ।
উইকিতে ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া লিখে সার্চ দিয়ে পড়ুন । হিস্ট্রটা খুব ইন্টারেস্টিং ।
৩|
১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৫
সাদা কালো এবং ধূসর বলেছেন: চলুক
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৫
রাগ ইমন বলেছেন: চলুক
৪|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:২২
সালমান সিদ্দিকী বলেছেন: রথ চাইল্ড নিয়ে রটা কিছু হয়তো সত্য আবার অনেক কাহিনীই ইউরোপের এন্টি সেমিটিজম মানসিকতা হতে উদ্ভূত হয়েছে রথ চাইল্ড নিয়ে একটা ক্লাসিক মুভি আছে এখানে শেয়ার করলাম
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৬
রাগ ইমন বলেছেন: মুভি একটা না , প্রচুর দেখেছি । পড়ছিও । বিভিন্ন তথ্য থেকে দেখছি । হুট করে কিছু বিশ্বাস করা আমার চরিত্র নয়।
৫|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩২
দুরের পাখি বলেছেন: আপনার যে মাঝে মাঝে কি হয় !, এখনো বুঝলাম না । এক্কেবারে স্বাভাবিক প্রাজ্ঞ মানুষের মত আচরণ করেন ।
অতিরিক্ত উদ্দীপনার সময়গুলাতে হাল্কা গরম প্লেন টি'র বোতল নিয়ে বারান্দায় বসতে পারেন, অথবা হাজার হাজার মানুষের ভিতরে উদ্দেশ্যবিহীন হাঁটতে পারেন কয়েকঘন্টা । কন্সপিরেসি থিওরির জান্কগুলা এত দ্রুত এবং এত গভীরভাবে তাইলে আর আক্রমণ করতে পারবে না ।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৩১
রাগ ইমন বলেছেন: হা হা । মজা পাইলাম আপনার উপদেশে । মাঝে অনেক অনেক দিন ভাবলাম , এত ক্ষমতা আর নিয়ন্ত্রন থাকার পরেও ইন্টারনেটে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার নিয়ে তেমন কোন নিয়ন্ত্রন নাই কেন?
উত্তর যা যা পাইলাম।
১। হয়ত সত্যি না
২। সত্যি হইলেও ক্ষমতা ও নিয়ন্ত্রন এমন ভাবেই কুক্ষিগত যে মানুষ জানলেও কিছু করার নাই।
৩। ধামাচাপা দিতে গেলে খুন করাটা আজকের যুগে একটু চোখে লাগে । ফলে চাপাচাপি না করে পাগল প্রমান করাটা বেটার।
৪। এইটার বিরুদ্ধে কাজ করার জন্য যখন দরকার হবে ( মানে সত্যিকারের থ্রেট হয়ে উঠতে শুরু করলে ) তখন ব্যবস্থা নেওয়া হবে । আপাতত চরে খাক।
------ বাই দা ওয়ে , আপনার চিন্তা ভাবনা করার জন্য একটা তথ্য দেই ।
ফ্রি মেসন, ইলুমিনাতি , ওয়ান ওয়ার্ল্ড অর্ডার ( যেইটা সিনিয়র বুশ নিজে ইউ এন এ ভাষন দিয়ে বলেছে এবং বিল্ডারবুর্গ গ্রুপ নিয়মিতই মিলিত হয় মিটিং এ) সংক্রান্ত ঃ
১। সকল মুসলিম বক্তব্য
২। সকল খ্রিস্টান বক্তব্য
৩। সকল নাস্তিক বক্তব্য
সব কিছু বাতিল করে দিয়েছি । ধর্মীয় দৃষ্টিকোন থেকে লেখা বা বানানো থিওরী আমার কাছে খুব একটা অবজেক্টিভ মনে হয় নাই । আমার ভূমিকা এইখানে লজিকাল ডিডাকশন । ঈশ্বর থাকুক আর না থাকুক , মানুষ এর অস্তিত্ব মিথ্যা না ।
আর অলৌকিকের চেয়ে পৃথিবীর ভাগ্য নির্ধারনে আমি মানুষের ক্ষমতাকে প্রচন্ড সমীহ করি ।
সো, বোতল হাতে নিয়ে আপনার যা কিছু মিথ্যা মনে হচ্ছে , আপনার কাছে শুধু একটাই প্রশ্ন , ইস ইট পসিবল? অথবা ঘুরিয়ে বললে , ইজ ইট ইম্পসিবল?
প্রমানের বিরুদ্ধে প্রমান দিয়ে কথা বলা ভালো । আবেগী উপদেশ অন্যকে হেয় করে , কখনো কখনো ।
আপনি পারলে প্রমান দিন কেন আপনার কাছে মিথ্যা মনে হচ্ছে ।
---------------------
জাপানে থাকেন, স্পিড আপনার সমস্যা না । অতএব, এই ভার্শনটা দেখুন ।
১ম পর্ব
২য় পর্ব
------------------------
৫ ঘন্টা পরে আবার কথা হবে । ঠিক আছে? ভদ্রমহিলা আর যাই করুক ধর্মের তুক তাক , গড - ইভিল নিয়ে ভ্যান ভ্যান করেন নাই । যেইটা আমার পছন্দ হয়েছে । দি এরাইভ্যালস এ আমি সেইটা পাই নাই।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৫৪
রাগ ইমন বলেছেন: বাই দা ওয়ে , ফ্রি মেসন আর ইলুমিনাতি শব্দ দুইটা দেখেই " লাফ দিয়ে কন্সপিরেসি থিওরী " বলে হেসে গড়ালেন কেন?
আমি তো এইখানে থিওরী "সত্য" প্রমান করতে বসি নাই । স্রেফ ঘেটে দেখছি , ঘটনা সত্য হইতে পারে কিনা । এখনো হ্যাঁএর পাল্লা ভারি দেখা যাচ্ছে । যদিও প্রথমে আমিও থিওরীই ভেবেছিলাম।
যেমন ধরেন, হিউমেনিটরিয়ান এইডকে অনেকেই সাহায্য ভাবে । ক্ষুদ্রঋণকে ভাবে দারিদ্র দূরীকরণের হাতিয়ার । আসলে ফিল্ড থেকে না দেখলে অনেক কিছুই থিওরী মনে হয় ।
প্রলাপ বলে উড়িয়ে আমিও দিতে চেয়েছিলাম । প্রথমে । কিন্তু নিজের কাজ কর্মের মাধ্যমে যখন ফ্যাক্টস দেখতে শুরু করলাম , তখন উড়ানো গেল না ।
--------------------------
আরেকটা কথা , যারা বিশ্বাস কিংবা অবিশ্বাস করে বসে থাকে তারা কিছুই জানতে পারে না । তারাই জানে যারা প্রতিনিয়ত খোঁজে , যাচাই করে , কৌতুহল বজায় রাখে। এর বাইরে সবাই বাতিল মাল।
৬|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩৮
খারেজি বলেছেন:
লন্ডন স্বাধীন নগর!
মনে হয় না ইমন। এর ফ্লাগ আছে, সত্য। এইটা মধ্যযুগের অধিকাংশ নগরেরই আছে। কন্সটিটিউশন আছে বৈলা শুনি নাই, চার্টার থাকতে পারে। শিওর না।
বার্গারদের চার্টারড সিটি ছিল সেইগুলা, মধ্যযুগে যেগলা রাজাদের খপ্পর হৈতে মুক্ত হয়া, পয়সা বা অন্য খাজনার বিনিময়ে নিজেদের স্বাযত্বশাসিত শাসন প্রতিষ্ঠা করে। এইটারে পুরা স্বাধীনতা অবশ্য বলা হৈত না সর্বদা। সুবিধা ছিল ফ্যুডাল আইন কানুন থেইকা বাইচা আধুনিক পুজিবাদের য়ুপযুক্ত আইনকানুন বানানো। এইসব নগর তাই পুজিবাদের পূর্বসুরী। কিন্তু মধ্যযুগের শেষার্ধে সম্রাট আর রাজাদের ক্ষমতাবৃদ্দির সাথে সাথে ওই সব নগর একীভূত হয় মূল রাষ্ট্রের সাথে। আজও বহু নগর আছে চার্টারড, বাট ওইগুলা কেন্দ্রীয় সংবিধানের উপ্রে কার্যকর না, মানে এইগুলারে তাই সংবিধান বলা যাবে না।
তবে সবচে মজার হৈছে ফেডারেল রিজার্ভ ব্যাংক নিয়া। অর্থনীতির যে কোন ছাত্র জানে এইটা প্রাইভেট না কোন অর্থেই। এইটা ঠিক যে, প্রভাবশালী ব্যাংকারদের স্বার্থ দেখে এরা, আর সব কেন্দ্রীয় ব্যাংক বা পাবলিক প্রতিষ্ঠানের মতই। কিন্তু এর মুনাফার মালিক রাষ্ট্র। তাই এইটারে প্রাইভেট বলা যাবে না
ফ্রিম্যাসনদের ক্ষমতা নিয়া কিছু আজগুবি মিথ আছে। ব্যাপক। একদা তারা শক্তিশালী ছিল, এইটাতে সন্দ নাই। বর্তমানে বড়জোড় হয় কি, ঘটনপ্রবাহ যে দিকে আগায়, বহু সংঘ-সংগঠন ভাবে আম্রাই করছি। কিংবা অন্যরা ভাবে এরাই দায়ী। কিন্তু এই পুরা গতিপ্রবাহের উপ্রে ফ্রিম্যাসন কেন, কারোই কতৃত্ব সম্ভব না। জাপান বা চিনের উত্তানরে এরা কেমনে ব্যাখ্যা করব?
ফ্রি ম্যাসন নিয়া মজা করছিলেন তলস্তয় তার ওয়র এন্ড পিস এ। হা হা হা। সেই রকম হৈছিল। পিয়েরে বৈলা ক্যারেক্টাটা ফ্রিম্যাসন হৈল, তার্পর আজগুবি সব অনুষ্ঠান আর আইডিয়ায় বেচারা কাহিল। ওইখানেও ফ্রি ম্যাসন আর তাদের আজগুবি মহাপ্রকল্প নিয়া ফাজলামি আছে।
আর ইংল্যান্ডের সংসদের ক্ষমতা আজ যে জায়গায়,তার ইতিহাস পর্লেই দেখবেন, তা কারো চক্রান্ত না। এইটা ভুল হোক শুদ্ধ হোক একটা গণতন্ত্র, আর রক্ত দিয়া তা অর্জিত হৈছে। রক্ত মূলত গেছে রাজতন্ত্র বিরোধী অভিজাত, দেন চাষা, দেন শ্রমিকের। তার উপ্রে আজকের ওই গণতন্ত্র... লড়াই ওইখানে এখনও চলে, বড়ছোট। ফ্রিম্যাসন বা আর কারো ওইখানে বেল খুব নাই।
আর কি, আশা করি সামনের পর্বগুলাতেও নাক গলানোর মত কিছু উপাদান আর ফাকফোকর পাওয়া যাবে।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৩৮
রাগ ইমন বলেছেন: আপনার সমস্ত কথাই মেনে নিব যদি
১ম পর্ব
২য় পর্ব এই দুইটা ভিডিওতে বলা কথা গুলা কেন ভুল, কেমনে ভুল সেইটা আমারে বুঝাইতে পারেন।
আমি আন্তরিক ভাবেই বুঝতে চাইছি ।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৬:০৩
রাগ ইমন বলেছেন: The City of London is a small area within Greater London, England. It is the historic core of London around which the modern conurbation grew and has held city status since time immemorial।
-------------------
The City of London has a unique political status, a legacy of its uninterrupted integrity as a corporate city since the Anglo-Saxon period and its singular relationship with the Crown. Historically its system of government was not unusual, but it was not reformed by the Municipal Reform Act 1835 and little changed by later reforms.
It is administered by the City of London Corporation, headed by the Lord Mayor of London (not the same as the more recently created position of Mayor of London), which is responsible for a number of functions and owns a number of locations beyond the City's boundaries. The City is a ceremonial county, although it has a Commission, headed by the Lord Mayor, instead of a Lord-Lieutenant.
-------------------------
The City of London Corporation has long come in for criticism due to its unusual form of governance.
"The corporation is a group of hangers-on, who create what is known as the best dining club in the City ... a rotten borough." - John McDonnell, during the debates on the Ward Elections Act.[9]
"Nowadays, with its Lord Mayor, its Beadles, Sheriffs and Aldermen, its separate police force and its select electorate of freemen and liverymen, the City of London is an anachronism of the worst kind. The Corporation, which runs the City like a one-party mini-state, is an unreconstructed old boys' network whose medievalist pageantry camouflages the very real power and wealth which it holds." - pp110, Rough Guide to England, 2006
An attempt was made to amalgamate the corporation with the local government structures serving the rest of London at the end of the 19th century. A Royal Commission on the Amalgamation of the City and County of London reported a mechanism for this to be achieved in 1894. However, the amalgamation did not take place.
---------------------
এই গুলি তো কোন লুকানো তথ্য না । উইকির মত খোলা জানালাতেই আছে । একটু আধটু পড়লে সমস্যা কি খারেজি?
যে মানুষ পিরামিড বানাইতে পারে , চাঁন্দে রকেট পাঠাইতে পারে , সেই মানুষ একটু মিলে মিশে পৃথিবী শোষন করার বুদ্ধি রাখে না? এইটা একটা কথা কইলেন আপনি?
৭|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩৯
খারেজি বলেছেন:
পাখির অনুপ্রবেশ দেখি নাই, তাইলে আমার কমেন্টা কর্তাম না। ওর ছোট্ট বাক্য আমার ব্যাখ্যার চায়া স্ট্রঙগার।হাজার হৈলেও পাখি একজন কাগু।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪০
রাগ ইমন বলেছেন: আপনাকেও একটা ছোট্ট বাক্য বলি তাহলে,
" যে আলোচনা করতে চায় সে অপরকে অপমান করে না, হেয় করে না । ঐটা যুদ্ধের ময়দানে কাপুরুষের পথ।"
এখন আপনিই জানেন আপনে আলোচনা চান নাকি যুদ্ধ ।
দ্বিতীয়টা হইলে অন্য কোথাও দেখেন , আমি একটু ব্যস্ত আছি।
৮|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৩
রুদ্র তুফান বলেছেন: ভাই, আপনি খুব ভাল লিখেন, অনেক পড়াশুনা করে লিখছেন, এইটা খুব দারুন লাগ্লো। প্লাস
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪০
রাগ ইমন বলেছেন: এখনোত কিছুই লেখা হয় নাই! অবাক হইলাম ।
৯|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৬
সাজিদ বলেছেন: আমাদের এখানে রথচাইল্ড ফেলোশিপ আছে একটা। যাই হোক আমাদের দেশে এমন কেউ নাই। উন্নত দেশগুলোর উন্নতির জন্য কারণ হলো তাদের মানব সম্পদ। সেজন্য মধ্যপ্রাচ্যের এত টাকা থাকার পরেও তারা এখনও মধ্যযুগে রয়ে গেছে। আমার এক শিক্ষকের সাথে পরিচিয় হয়েছিল। উনাকে লিয়ে লোখব একদিন। আমাদের দেশে এমন কেউ নাই হবেও না কারণ আমরা তাদেরকে সম্মান করতে জানি না। আমরা শুধু বিতর্ক করতে পছন্দ করি।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪২
রাগ ইমন বলেছেন: আপনার ঐখানে ইন্টারনেট স্পীড কেমন?
১ম পর্ব
২য় পর্ব
এই দুইটা দেখেন ।
ভুল প্রমান করতে পারলে আমিই খুশি হব , ঘটনা সত্যি হইলে রাতের ঘুম হারাম হয়ে যাবে।
১০|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৩৩
শূন্য আরণ্যক বলেছেন: পাখীর সাথে একমত ।
কন্সপেরিসি থিওরী গুলো চানাচুরের মতো । খাইতে অনেক মজা তবে ভাইটামিন নাই কোন আসলে ।{ আরেক চানাচুর http://www.zeitgeistmovie.com/ }
তবে আমার মনে হয় সবারই মাঝে মাঝে এমন হয় যে হাটুর ব্যাথা হলেও রথচাইল্ড বা রকাফেলাররে গালি দিতে ইচ্ছা করে -- শালারা আমার খাবারে ভেজাল মিশায় দিয়া হাটুর ব্যাথা বানাইসে ।
মনটা কিছুক্ষনের জন্য হলেও শান্ত থাকে ।
এটা সত্য কথা না যদিও ।
খারেজী চীন জাপানের কথা বলল -- আমি বলি মিত্তাল বা মুকেশ আম্বনী --
বিল গেটস ও ফ্রি ম্যাসন না --
রথচাইল্ড বাওয়ারা এদের উঠতে দিলো কেনো ?
আমার মতে এইসব কন্সপারিসি থিওরীর চানাচুর বাদ দিয়া যেটা আমরা কন্ট্রোল করতে পারি এমন কিছু নিয়া আলোচনা করি চলেন ।
যেমন আপনার মাংস আর মাংসের কারবারী , তারপর বিউটি কনটেষ্টের পোষ্ট গুলো খুবই ভালো ছিলো ।
পাখীর মতো আমরো মনে হয় আপনে বেশীর ভাগ সময় সুস্থ মাথায় চিন্তা করেন -- মাঝে মাঝে মাথা গ্ররমম হয়ে যায় ।
আর টপিক খুজে না পাইলে -- মানুষের পোষ্ট পড়ে কমেন্তাইলেও অনেক উপকার হয় ।
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৫:৪৭
রাগ ইমন বলেছেন: আবারো , আপনার মন্তব্যে আলোচনার ইচ্ছা নাই । কিছুটা এরোগেন্স আছে । বাকিটা আমাকে হেয় করার চেষ্টা ।
সুতরাং, কোন আলোচনা করা গেলো না । তবে আপনার সত্যি ইচ্ছা থাকলে একটা ছবি দেখতে বলবো। ডকুমেন্টারি । নো থিওরি । সব বাস্তব।
অস্কার নমিনেশন পাইসে , মনে হয় না ওদের সবার হাটুতে ব্যথা ।
আমেরিকার খাবার কোথা থেকে আসে
আপনার ইচ্ছা পূরণ হোক । আমি চাই যেই মায়ের কাহিনী এই ছবিতে আছে তাকে একদিন বলতে , আপনার ছেলেটা মরে গেছে সেইটা কোন কন্সপিরেসি না । এইগুলা যারা বিশ্বাস করে তারা সব বাতের রোগী ।
১১|
১৪ ই মার্চ, ২০১০ ভোর ৬:২০
খারেজি বলেছেন:
১. আমার প্রথম কমেন্টে লন্ডন নগরী, ফেডারেল রিজার্ভ এই সব নিয়ে আপনার পোস্টের উত্তরে যা লছিলাম, তা উত্তর কিন্তু দিলেন না। ফ্লাগ নিয়া বলতে ভুইলা গেসিলাম। আগিলা দিনে প্রায় সব শায়ার, সিটি ইত্যাদির ফ্লাগও ছিল। কারন রাজার সর্বদা সার্বভৌমত্ব ততটা গভীর ছিল না য়ুরোপে কামান আসার আগে। ফলে লর্ডরা প্রায়ই নিজেদের মাঝে এবঙ রাজার সাথেও যুদ্ধ করতেন, তাদের পতাকাও থাকত।
২. যুদ্ধ তো বটেই কর্তে চাই। সেইটা আমি শত্রু-মিত্র সকলের সাথে সর্বদা করে থাকি। কিন্তু অপমানের বিষয়টা বুঝলাম না, পাখি যে উপদেশ দিল, তার উত্তের পাখিরে যা বললেন, আমি পাখিরে স্রেফ সমর্থন করায় পাইলাম ভিন্ন বানী।
ভিডিওটা দেখা সম্ভব না। কিন্ত ফ্রিম্যাসন নিয়া আমার খুব আগ্রহও নাই। লন্ডন নগরী আর ফেডারেল রিজার্ভ নিয়া আছে, ওইটা নিয়া আমার ভুল ভাঙানোর মত কিছু থাকলে লিঙ্ক দিযেন।
৩. অস্কার নমিনেশন পাওয়াটা কিঙ্বা ডকুমেন্টারি হওয়াটা কঠিন বাস্তবের অকাট্য নিদর্শন নয়।
৪. এই ধরনের দলের অস্তিত্ব বা ক্ষমতা নিয়া আমার সন্দ নাই। বাট ... দুনিয়ার ঘটনাপ্রবাহ আরও শক্তিশালী। চিনের রফতানি কিঙ্বা জাপনের করারোপ ফেডারেল রিজার্ভরে প্রভাবিত করে, ......... না দেখা ভিডিও নিয়া তাই দুখ নাই, চিনের অর্থনীতির আশু সঙ্কট নিয়া বিরাট একটা বই পর্তেছি। কনভিন্সিঙ। ওই থিওরি বলে (হাসবেন না, চিন ফ্রিম্যাস হৈতে বাধ্য!) মার্কিন অর্থনীতি ভাইঙ্গা পড়লে চায়নাতে দুর্ভিক্ষ শুরু হৈব। দাঙ্গা ও।
৫. য়ুজেনিক্স বিদ্যার বহু সমর্থক ছিলেন ফ্রিম্যাসন না। য়ুজেনিক্স এখও একটা শৌখিন ষড়যন্ত্র প্রকলাম্প।
৬. শোষন করার মত যথেষ্ট মানুষ না থাকলে সম্পদ সম্পদ থাকবে না। রথচাইল্ডরা তাই দুনিয়ার লোক বৃদ্ধি আটকায়া রাখতে চাইতে পারে, বাট ডিপপুলেট কর্তে চাইবে না।
৭. শূন্যর সাথে পুরা একমত না। কন্সপিরেসি থাকে। কন্সপিরেসিরে উড়াযা দেবার কিছু নাই।
বাট কোনটা কন্সপিরেসি হিসাবে সত্য এবঙ সম্ভব, আর কোনটা শৌখিন খেলা, সেই জায়গাতে সে ঠিকই আছে।
আশা করি রাগ-বিরক্তি ইত্যাদির উদ্রেক না করে মতামত দিতে সক্শ হয়েছি।
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩৮
রাগ ইমন বলেছেন: ৬ নম্বরের উত্তরে -
সিটি অফ লন্ডন কিন্তু সম্পূর্ণ লন্ডন না । লন্ডন এর ভিতরে এক স্কোয়ার মাইল । আপনি আমাকে একটু এইটা বুঝান , মাত্র এক স্কোয়ার মাইলের কিংবা তার চেয়ে সামান্য বড় একটা জায়গার নিজস্ব ফ্ল্যাগ , চার্টার , সিল , শাসন ব্যবস্থা কেন লাগে? কি দরকার এইটা ? না থাকলে কি সমস্যা? বদলানোর সব রকমের চেষ্টা বিফল হয় কেন বার বার?
ব্যাংকিং সেক্টরে রথচাইল্ডের মালিকানা নিয়ে আপনার কোন দ্বিমত আছে? দা ফ্যামিলি হু ব্যাংকরোলড ইউরোপ খোদ বিবিসির খবর । এই ঐতিহাসিক ঘটনা গুলা কি মিথ্যা? ব্যাংক অফ লন্ডনের মালিক রথচাইল্ড, এইটা মিথ্যা ? রথচাইল্ড বৃটেনের সরকারকে টাকা দিয়ে বাঁচানোর ক্ষমতা রাখে , সুয়েজ খাল ঘটনা - এই সব থেকে তাদের প্রভাব বা ক্ষমতা বুঝা কি খুব কঠিন? তারা সিটি অফ লন্ডনে বসে কি করে , কি করতে পারে বলে আপনার ধারনা?
বৃটেনের আর কোন নগরী এই সুবিধা ভোগ করছে , তা একটু বলবেন ? একেবারে খুটিনাটি নিয়ম কানুনই তো জানতে চাইছি আমি ।
------------------
ফেডারেল রিজার্ভ ব্যাংক এর মুনাফার মালিক রাষ্ট্র , কি ভাবে আমাকে একটু জানাবেন? তাদের সাম্প্রতিক কোন ঘটনাই প্রমান দেয় না মুনাফা আমেরিকান জনগনের পকেটে গেছে । ঘুরে ফিরে ওয়াল স্ট্রীটের ব্যাংকারদের আর তাদের কর্পোরেট বন্ধুদের ছাড়া আর কার কি কাজে লেগেছে এই ব্যাংক? সবচাইতে বড় কথা ফেডারেল ব্যাংক এর টাকা পয়সা কিংবা গভার্নেন্স এর কোন হিসাব কনগ্রেস চাইতে পারে না ( ক্যাপিটালিজম এ লাভ স্টোরী দেখুন) কেন?
ফেডারেল রিজার্ভ নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট উইড্র উইলসন কি করেছিলেন এবং তার ফল কি হয়েছে , একটু পড়েন । বিপক্ষে কিছু পেলে আমাকে জানায়েন। বাঙ্গালের পোস্ট ছিলো এই ব্যাংক নিয়ে । বাঙ্গাল কি অর্থনীতির ছাত্র? উনি হয়ত আরেকটু ভালো বুঝাইতে পারবেন ।
------------------
ভিডিওটা দেখা সম্ভব না। কিন্ত ফ্রিম্যাসন নিয়া আমার খুব আগ্রহও নাই। লন্ডন নগরী আর ফেডারেল রিজার্ভ নিয়া আছে, ওইটা নিয়া আমার ভুল ভাঙানোর মত কিছু থাকলে লিঙ্ক দিযেন।
আপনি ভিডিও না দেখলে আপনার আর আমার চিন্তাভাবনার জগতে বিশাল ফারাক রয়ে যায় । এইটুকু কষ্ট না করলে আর কোন উত্তর দেওয়া সম্ভব না । কারন আমি কি বলেছি , কেন বলেছি , আপনি বুঝবেন না ।
-----------------
অস্কার নমিনেশন পাওয়াটা কিঙ্বা ডকুমেন্টারি হওয়াটা কঠিন বাস্তবের অকাট্য নিদর্শন নয়।
আমি বুঝি নাই যে অস্কার পাওয়া কোন ছবিতে কোন তথ্য পেলে ঐটা নিয়ে আপনি আর কোন পড়ালেখা করবেন না । ছবিটা দেখে নিজে নিজে তথ্য খুঁজে বের করতে পারবেন , এইটুক আশা ছিলো ।
তো সমস্যাটা আসলে কোথায় ?
আপনি কি কষ্ট করতে চান না ?
দুঃখিত , এত অলস কারো সাথে আলাপ চালানো আসলেই সম্ভব না।
উপরে দেখেন আমি দুরের পাখিকে বলেছি , কোন একটা সোর্সকে আমি বিনা যাচাই এ বিশ্বাস করি না । সুতরাং , ভিডিও দুইটার দেওয়া তথ্য গুলা অন্যান্য সোর্স থেকে নিশ্চিত হওয়ার পরেই বিশ্বাস করেছি ।
আমি যেহেতু আপনার পীর না , সুতরাং নিজে একটু কষ্ট করেন। আমি যা বলেছি সেইটা কেন ভুল বা কেন ঠিক সেইটা নিজেই একটু পড়ালেখা করেন।
এই পোস্ট শুরু মাত্র । এইটা বুঝা উচিত ছিলো । বুঝা উচিত ছিলো পরে আরো পর্ব আসবে। আপাতত এইটুকুই
১২|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৭:৫৯
অলস ছেলে বলেছেন: সকল লিঙ্ক এর জন্য ধন্যবাদ। আজকে ছুটির দিন, শুরুতেই একটা কমেডি (ওল্ড বয়) দেখে শেষ করলাম। এখন কিছু ডকুমেন্টারী দেখে জ্ঞানবৃদ্ধির চেষ্টা করি।
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:২৮
রাগ ইমন বলেছেন: ডকুমেন্টারী দেখে সব সময় জ্ঞান বৃদ্ধি হয় না । তবে প্রশ্ন বৃদ্ধি হয় । উত্তর খুঁজলে জ্ঞান বৃদ্ধি হইতে পারে।
১৩|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:০০
খারেজি বলেছেন:
সিটি অব লন্ডন বা আর লন্ডন নগর নিয়া পার্থক্যটা ভিন্ন কারণে আপা। এইটা জানতে হৈলে আপনাকে মধ্যযুগের রাষ্ট্র আর নগর গুলার স্মপর্ক জানতে হবে। লন্ডনের ফ্লাগটা বানানো যখন হৈছে, রথচাইল্ডরা তখন কি করতো? আর আগেই তো ব্যাখ্যা করছি, পতাকা চার্টার থাকার সাথে স্বাধীনতার সম্পর্ক নাই।
ফ্লাগ আরও বহু নগরের ছিল, আছে। কেন তা উপরে ব্যাখ্যা করেছি। কন্সটিটিউশন না, চার্টারড ওইগুলা। পুজিবাদের বিকাশের প্রথম পর্যায়ে এই নগরগুলা বিশেষ সুবিধা ভোগ করত। এর সাথে ফ্রিম্যাসনের কোন সম্পর্ক নাই। এই বিষয়ে লিও হুবারম্যানের ম্যান'স ওযার্ল্ল্ডি প্রপার্টি পড়তে পারেন। কাজের বই। মধ্যযুগের নগর, চার্টার, ক্ষমতার টানাটানি ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। অনেক ভাল বই ওইটা।
আর দুনিয়ার সব টাকাই শেষ পর্যন্ত বড়লাকদের পকেটে যায়। মার্কিন সব টাকাই ওয়াল স্ট্রিট ঘুইরা আসে। তাই বৈলা পাবলিক আর প্রাইভেট প্রপার্টির মাঝে ফারাক থাকবে না? ফেডারেল রিজার্ভ পাবলিক, এই অর্থে যে বেতনের পর সব মুনাফা সরকার পায়। কিন্তু সে নিজেই এমন ভাবে মুদ্রানীতি ঠিক করে, যাতে ওয়ল স্ট্রিট লাভবান হয। কিন্তু তাই বৈলা এরে প্রাইভেট বলা যায় না। আর আপনার কথাটা এমনকি রূপকার্থেও বলা হয় নাই, বলা হৈছে স্ট্রেটকাট... এইটা পাবলিক না, প্রাইভেট।
বাঙ্গাল প্রকৌশল বিদ্যার ছাত্র। বাঙ্গাল ওদের মাঝে সেরা অর্থনীতির জ্ঞান রাখে। উইড্রা উইলসনের প্রকল্পের সাথে ফ্রিম্যাসেনর সম্পর্ক আসলে নাই, ওইটা ওয়াল স্ট্রিটের স্বার্থবিরোধী ছিল।
লন্ডনের স্বাধীনতা আর ফেডারেল রিজার্ভের মত দুইটা গুরুতর বিষে তাই আপনার তথ্য যাচাই করার প্রক্রিয়াটা বুঝতে পারি নাই।
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:৩২
রাগ ইমন বলেছেন: ফেডারেল রিজার্ভ ব্যাংক নিয়ে ঘটনা পরিষ্কার হইলো না । যা কিছু পাবলিকের কোন কাজেই আসে না , সেইটা কেমনে পাবলিক প্রতিষ্ঠান হয় , অর্থনীতির লোক না বলেই মনে হয় বুঝি নাই । ফেডারেল রিজার্ভ ব্যাংকের নিয়ম নীতি , আইন কানুন নিয়ে কোন তথ্য থাকলে দিয়েন । আমি এখনো পড়ে যাচ্ছি । যারা আমার চেয়ে বেশি জানে এবং বুঝে তারাই দাবী করেছে ব্যাংকটা পাবলিক না । রাগ ইমন দাবী করে নাই । রাগ ইমন বুঝার চেষ্টা করছে ।
১৪|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:০৬
রাগিব বলেছেন: আপনি যা যা বলছেন, সবই বহু পুরানো কন্সপিরেসি থিওরি। পড়তে খুব মজা লাগে, অনেকটা এক্স ফাইলসের মতো।
শহরের ব্যাপারে যা বলছেন, সেরকম ক্ষুদ্রাকার প্রাচীন ঐতিহ্যবাহী এলাকা এখনো আলাদা পরিচয়ে আছে - এমন অনেক উদাহরণই আছে। কাজেই লন্ডনের ঐ অংশের বিশেষ তাৎপর্য আছে, এমনটি ভাবার কারণ নেই।
বাকি গুলোর ক্ষেত্রেও একই কথা। বহু পুরানো কন্সপিরেসি থিওরি। আপনি বিগ সিক্রেট, বিগার সিক্রেট, বিগেস্ট সিক্রেট এই বইগুলো পড়লে এরকম আরো কয়েক ডজন থিওরি পাবেন। সবগুলোই একই রকম মাকাল ফল।
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৫
রাগ ইমন বলেছেন: রাগিব,
পৃথিবীর প্রায় সবটুকু খাবারের নিয়ন্ত্রন ৪ /৫টা কর্পোরেটের নিয়ন্ত্রনে চলে গেছে , যাচ্ছে - এইটা কি থিওরী ? না বাস্তব?
বিশ্বের রাজনীতি এখন মাল্টিন্যাশনাল কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত হয়, থিওরী না বাস্তব?
বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া মোঘলের মালিকানায় তাবৎ বড় বড় ইলেক্ট্রনিক মিডিয়া - থিওরী না বাস্তব?
কোন ধর্মীয় দৃষ্টিকোন থেকে নয় , সোজা সাপটা পুঁজিবাদীয় মুনাফার দৃষ্টিকোন থেকে আমার কাছে ওয়ান স্টেট এর ধারণা " লাভ জনক" মনে হয়েছে । তাই ফ্যাক্টস এর সাথে মিলিয়ে দেখছি যা বলা হচ্ছে তা সত্যি কি না ।
মিথ্যা বা স্রেফ ভিত্তিহীন থিওরী হলেই তো ভালো ।
-------------------
একটা জিনিস আমি বুঝলাম না । আধিপত্য বিস্তারের ইতিহাস রোমান, অটোমান , বৃটিশ ইত্যাদি ' এরাকে' সত্যি মানেন ।
আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি, একবিংশ শতাব্দীর আধিপত্য বিস্তারের কোন নকশা যদি আপনাকে করতে দেওয়া হয় , সেইটার রুপরেখা কি হবে?
এখন দেখেন তো ডিজাইনটা সো কলড " কন্সপিরেসি" থিওরীর সাথে মেলে কিনা?
আধিপত্য বিস্তার মানুষ আমাদের জানা মানব ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত করে এসেছে । তাইলে এই একবিংশ শতাব্দীতে এসে মানুষের জ্বিনে কি পরিবর্তন ঘটলো যে সে একই ভাবে দুনিয়া দখলের চেষ্টা করবে না?
বিশেষ করে যাদের হাতে পুরা পৃথিবীর টাকা পয়সা ও রাজনৈতিক ক্ষমতা পুঞ্জিভূত হয়েছে বা হচ্ছে , তারা?
যাই হোক, আমার চাওয়া খুব কম। ভিডিও দুইটার ক্লেইম কেন মিথ্যা এই তথ্য দেন । আমি মতামত চাইছি না । তথ্য চাইছি ।
ইন ফ্যাক্ট , মিথ্যা প্রমান হইলেই আমি বেশি খুশি হব। ট্রুথ ইজ স্ট্রেনজ়ার দ্যান ফিকশন - এইটা ধাক্কা খেয়ে শিখেছি বলেই যাচাই না করে বাতিল করতে চাই না, বিশ্বাস ও করতে চাই না।
১৫|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫১
শূন্য আরণ্যক বলেছেন: আপনাকে হেয় করার কোন প্রকার উদ্দেশ্য সচেতনে অচেতনে ছিলো না ।
আমার একটা শিক্ষা হৈসে ব্লগে এসে -- অনেক পুরোনো পোষ্ট পড়লে মনে হয় এই কমেন্তটা এমনভাবে করলাম কেন ? এটা তো অনেক ভাবে করা যেতো ।
শুভাকাংখীরা বলার চেষ্টা করসে তখন বুঝি নাই হয়ত -- এখন বুঝি ।
আপনার বেলাও সেম কেস দেখতে পাই ।
---
ভিডিওটা দেখে আলোচনায় যোগ দিবো ।
কন্সপারেসি থিওরী নিয়া আলোচনা মজার ব্যাপার -- অনেকটা পরচর্চার আনন্দ পাওয়া যায় ।
১৪ ই মার্চ, ২০১০ সকাল ৯:১০
রাগ ইমন বলেছেন: পাখীর মতো আমরো মনে হয় আপনে বেশীর ভাগ সময় সুস্থ মাথায় চিন্তা করেন -- মাঝে মাঝে মাথা গ্ররমম হয়ে যায় ।
আর টপিক খুজে না পাইলে -- মানুষের পোষ্ট পড়ে কমেন্তাইলেও অনেক উপকার হয়
------------ অসুস্থ মাথা , টপিক খুজে পাইনা তাই লেখা -- এই সব ইঙ্গিত আপনার বন্ধু বা পরিবারে হয়ত অভদ্র বিবেচিত না । কিন্তু বাংলাদেশে এই গুলা এখনো অশোভন ইঙ্গিত , হেয় করার ইচ্ছা ছিলো না , এই বানীটা তাই সত্য হওয়ার চেয়ে মিথ্যা হওয়ার সম্ভাবনাই বেশি।
১৬|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩০
রাগিব বলেছেন: ভিডিওগুলো সময় পেলে হয়তো দেখবো। এক সময় এরকম জিনিষ মজা করে পড়তাম, কিন্তু বিস্তর কন্সপিরেসি থিওরি পড়ার পরে আর এগুলো পড়তে ইচ্ছে করে না, কারণ সবগুলো ফরমুলাতে বানানো বলে মনে হয়।
যাহোক, আপনার পড়ার জন্য আরো কিছু কন্সপিরেসি থিওরির লিংক দিচ্ছি। ওগুলোও দেখবেন পড়লে মনে হবে সবই সত্যি ... ![]()
টপ টেন কন্সপিরেসি থিওরি
টেন মোর কন্সপিরেসি থিওরি
আরো অনেকগুলা।
আর উইকি থেকে কন্সপিরেসি থিওরির তালিকাটাও দেখুন। New World Order , ফেডারেল রিজার্ভ ইত্যাদি ইত্যাদি এগুলো সবার আগে আছে, কারণ অনেকগুলো কন্সপিরেসি থিওরির কমন অংশ এগুলোই। একটু চেষ্টা করলেই এই ফরমুলার কন্সপিরেসি থিওরি আরেকটা বানাতে পারবেন।
আর ইন্টারনেটের বিভিন্ন ভিডিও দেখলে ওটাও নিশ্চয়ই দেখেছেন যে চাঁদে মানুষ যায়নি ... ইত্যাদি ইত্যাদি।
(ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রাইভেট নয়। এটা প্রথাগত অর্থে সরকারীও নয়। আপনি উইকিতে এই বিষয়ের ভুক্তিটি দেখে নিতে পারেন।)
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:২৯
রাগ ইমন বলেছেন: আপনি দেখুন, আমিও পড়ি ।
যা বলেছি , অন্ধভাবে কোন কিছু বিশ্বাস করাটা ধাতে নেই । অবিশ্বাস করাটাও ধাতে নাই। ডকুমেন্টারির সবটা সত্যি হওয়ারও দরকার নাই । বিন্দু হলেও সত্যি আছে কি না , কিংবা কোন অল্টারনেটিভ ব্যাখ্যা কি হতে পারে , তাও পড়ছি ।
১৭|
১৪ ই মার্চ, ২০১০ সকাল ১১:১২
জাতিষ্মর বলেছেন: আমিও অনেকদিন অবসেসড ছিলাম এইসব কন্সপিরেসি থিওরি গুলাতে। ডকু গুলাতে যা দেখায় বেশীরভাগিই সত্য । কিন্তু এই সত্য গুলা নিয়া যে একটা থিওরি বানায় সেটাই সমস্যা। থিওরি প্রুফের জন্য যেইসব ঘটনা দেখানো দরকার, সেইগুলাই দেখায়।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৪
রাগ ইমন বলেছেন: সাধারণত ধর্ম ভিত্তিক যেই সব থিওরী দেয়, সেইটা নিয়ে আমি নিজেও বিরক্ত । গড কিংবা এন্টি গড নিয়ে চিন্তা ভাবনা করে আসলে লাভ নাই , কারণ কোনটাই প্রমান করা যাবে না ।
আমি বরং এই ধর্ম নামক জিনিসটাকে মানুষের ইতিহাসে " কেন প্রয়োজন হলো , কিভাবেই উৎপত্তি হলো , কেনই বা এত মিল সারা দুনিয়ায় " এই সব খুঁটিয়ে দেখতে আগ্রহী । আমার আগ্রহ মানুষ । অলৌকিক বিষয়াদি আমার কাছে বিবেচ্য মানুষের চিন্তা ভাবনা বুঝার জন্য । কিন্তু এইটারে আমি দলিল মানি না ।
আমার মনে হয় আজগুবি থিওরীকে বাতিল করাটাই যথেষ্ট না , অলটারনেটিভ ব্যাখায় কি হইতে পারে, সেইটাও খুঁজে দেখা উচিত ।
-------------------
কনস্পিরেসি থিওরী মিথ্যা হলেই তো ভালো । সত্যি হলে সেইটার অর্থ ভয়াবহ না?
১৮|
১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২০
বাবুনি সুপ্তি বলেছেন: আমি চাই চলুক। কিছু বলার মত কথা নেই আমার। কিন্তু আমি জানতে চাই।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৬
রাগ ইমন বলেছেন: সেইটাই হলো আসল কথা । বিশ্বাস - অবিশ্বাস করার তো দরকার নাই ।
জানার চেষ্টা করে যাওয়াটাই আসল ।
আল্লাহ , গড , ইবলিশ , শয়তান আছে কি নাই । থাকলে কি করতে পারে , এইসব নিয়ে আমি কোন প্রমান দিতে পারবো না । কিন্তু মানুষ কি করেছে , কেন করেছে , কি ভাবে করেছে - এইটাই আমি জানতে চাইছি ।
১৯|
১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
গোলন্দাজ বলেছেন: প্রথম পর্ব দিছেন সেই ডাইনোসর আমলে, দ্বীতিয় পর্ব দিলেন কেয়ামতের ঠিক আগে। কেয়ামতের আগেই সব গুলা পর্ব চাই, নাইলে রোজ হাশরে দাবী থাকব।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৮
রাগ ইমন বলেছেন: ভাই , চাইলেও সব সময় সব কিছু করতে পারি না । এইটুকু তো মাফ করবেন, করবেন না?
তার উপর সবচেয়ে বাজে ব্যাপার হইলো এইগুলার কোনটাই আমার প্রাথমিক শিক্ষা বা পেশার বিষয় না । তাই ধীরে ধীরে আগাচ্ছে । সাথে থাকার জন্য ধন্যবাদ , অনেক ধন্যবাদ ।
২০|
১৪ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: রথ চাইল্ড পরিবার নিয়ে আপনার একটা পোষ্ট পড়েছি আগে। অন্যগুলো পড়া হয় নি। পড়তে হবে। অবশ্য, উইকিপিডিয়া হতে কিছু কিছু জেনেছি। আপনি যেহেতু এই নিয়ে প্রচুর পড়েছেন সেহেতু, আপ[অনার জানাটা সবার সাথে শেয়ার করার পরামর্শ রইল।
মুসলমানদের বিজ্ঞানে অবদান নিয়ে আমি একটি ধারাবাহিক লেখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছি। পরামর্শের আশায় থাকলাম।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৯
রাগ ইমন বলেছেন: চালিয়ে যান । জানার চেষ্টা চালু রাখা সবচেয়ে জরুরী। আমি চেষ্টা করবো পড়তে ।
২১|
১৪ ই মার্চ, ২০১০ রাত ১১:১৪
আমি এবং আঁধার বলেছেন: এই সব বিষয় নিয়ে আমার দৌড় ড্যান ব্রাউন পর্যন্ত!!
ফ্রি ম্যাসন প্রথম পড়ে খুব নেট ঘেঁটেছিলাম, ৯/১১ নিয়েও! সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলো ৯/১১ তত্ত্বগুলো। স্বীকার করছি এখনো ঠিক পূর্ণ সমাধানে পৌঁছাতে পারি নাই। কাজেই নতুন চিন্তার খোরাক জোগানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৪১
রাগ ইমন বলেছেন: সমাধান হয়ে যায় নাই মানে আপনি আরো পড়বেন আর জানার চেষ্টা করবেন । সেই অর্থে খুবই ভালো হয়েছে ।
গড , এন্টি গড জানি না ভাই , মানুষের উপ কর্ম এবং অপকর্ম করার বিশাল ক্ষমতার প্রতি আমি বিশ্বাস রাখি।
২২|
১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪০
পি মুন্সী বলেছেন: আপনি এমন এক লেখার খবর দিলেন, আমার কাছে এটা গুরুত্ত্বপূর্ণ "global economic New order" বুঝার দিক থেকে। ওখান থেকেই রথ চাইল্ডের খবর পাই আমি। আমার World bank & IMF সিরিজ লেখার অনেক লেখাতেই সেসব তথ্য আছে।
এখন আপনার তথ্যগুলো ঘেটে দেখতে পারলে ভাল লাগত, ভাল হত।
কিন্তু আমার দশা এখন সেই প্রবাদের মত: আমিও বিধবা হলাম বাজারে নতুন নতুন ডিজাইনের রংবেরংয়ের শাড়িও এলো।
আমার নেটের সাথে আমার সম্পর্ক খুব খারাপ যাচ্ছে; বসতে সময় পাই না আবার বসলেও স্পিড পাই না।
দেখি কী ভাবে আপনার প্রসঙ্গে নিজেকে ঢুকাতে পারি। তবে ইকোনমিক পারস্পেকটিভ ছাড়া অন্য কোন দিক থেকে ঢুকতে পারব না আগেই আমি নিশ্চিত। আমার সীমাবদ্ধতার জন্য ক্ষমাপ্রার্থী।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৪৬
রাগ ইমন বলেছেন: খুবই ভালো একটা মন্তব্য করেছেন ।
উপরে যারা " কন্সপিরেসি থিওরী " বলে উড়িয়ে দিতে চাইছেন , আমি তাদেরকে এইটাই বলতে চেয়েছি । " মানুষের ক্ষমতা" , " কর্পোরেটদের পৃথিবী নিয়ন্ত্রনের চেষ্টা" , কর্পোরেট পুঁজিবাদের বেঁচে থাকার জন্য ক্রমাগত গিলে খাওয়া ও নিজে বড় হওয়ার প্রয়োজন -- এইটাই আমার পারস্পেক্টিভ।
আমার ধারণা বেশির ভাগ মানুষই গড , এন্টি গড জাতীয় থিওরীটিকাল বেস এর কারণে বিরক্ত হয়ে এর ভিতর " মানবিক" সম্ভাবনা গুলা দেখতে পায় না ।
এখন দেখুন, আমি যদি বলে বসি , শেষ পর্যন্ত ধর্মও ইকোনমিক্স । পাবলিক তো না বুঝেই আমাকে মুরতাদ ঘোষনা করে দিবে। কিন্তু বুঝার চেষ্টা করবে না । আমি আশা করছি আপনি এইদিকে আলোকপাত করবেন ।
২৩|
১৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৫
শূন্য আরণ্যক বলেছেন: কি জানি ... মানুষের ভালো করতে নাই কোন সময় !
--
টপিক খুজে না পাওয়াটা ব্লগার মাত্র জানেন -- অনেক সময়ই লিখতে ইচ্ছা করে টপিক খুজে পাওয়া যায় না -- সবই তো ক্লিশে হয়ে গেছে তাই না ?
আর মাথা গরমের ব্যাপারটা -- একেক সময় একেক টপিকে মন্তব্য সময় বিশেষে তারতম্য ঘটে -- এটা কি আপনি কখনো টের পান নাই ?
আপনে যদি নিজেরে দোষ গুণের উর্দ্ধে কোন মহামহিম কিছু ভেবে থাকেন -- তাহলে দোষ আমারই হৈসে স্বীকার করি ।
ভুল জায়গা ভুল কমেন্ত করেছি ।
--
ফুড ইনকর্পোরেটেড দেখলাম। আমাদের চাহিদার কারণেই ফুড ইন্ডাষ্ট্রিয়ালাইজেশনের সৃষ্টি হয়েছে ।
আমি মনে করি না গভ: পলেসি চেন্জ হলে এর কোন সুরাহা হবে।
মাস লেভেলে ফুড হ্যাবিট চেন্জ করা ছাড়া কোন উপায় নাই ।
আর বীজ প্যাটেন্ট করার ব্যাপারটা অনেক আগে থাকেই জানি --
এটা খুবই ইষ্টুপিড একটা আইডিয়া ।
যে যেভাবে পারে সবই প্যাটেন্ট করে ফেলসে ।
এখন মাষ্টাররা যদি তাদের জ্ঞান সব হঠাৎ প্যাটেন্ট করে ফেলে তখন কেমন হবে ?
মানুষও প্যাটেন্ট করে ফেলতে পারে এই বজ্জাত গুলা।
--
কন্সপেরিসি থিওরী কার মুখ থেকে শুনছি এটাও কিন্তু একটা ব্যাপার।
যারা এর বিরুদ্ধে বলছে -- তাদের কোন স্বার্থ কি নাই ?
আগে মোটা দাগের ভিলেন খুজে পাওয়া যেতো ।
এখন সেভাবে কাউকেই লেবেল দেয়া যায় না ।
--
কন্সপেরিসি থিওরী আপনার কাছ থেকে শোনা একটু বিপদজনকই বটে ।
কারন আপনার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে আবেগের মিশেলটা বেশী তীব্র হয়ে যায়। অনেক সময় আবেগের ঝাজ এতো বেশী হয় ধারে কাছে ঘেসা যায় না ।
আর বন্ধু -পরিবারে কথা আসবে কেন ? আপনি ব্লগ লিখেন । ব্লগ দেখেই আপনাকে যাচাই করা যায়।
সমালোচনা মেনে নিয়ে আপনার ভুল স্বীকার করাটা আমার চোখে পড়েনি ।
{অবশ্য ব্লগে ভুল হয়েছে এটা মানুষ স্বীকার করে কম}
আবার এটাও ভেবে বসেন না -- আপনার সাথে কোন পূর্বশত্রুতার জের ধরে এসব বলছি ।
আমার কাছে আপনার লেখা ভালোই লাগে । এই কারনে একটু গঠনমূলক সমালোচনা করতে গিয়ে এতো কথার উৎপত্তি ।
যদি সেটা করতে গিয়ে লাইন ক্রস করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:০০
রাগ ইমন বলেছেন: হ্যাঁ , লাইন ক্রস করেছেন ।
এখন আপনার এই অপরাধ উল্লেখ করার কোন পূর্ব শর্ত হিসেবে যদি আপনি মনে করে থাকেন , " সামুর ব্লগাররা শূণ্য আরণ্যকের অপরাধ ধরার আগে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য থাকিবেন" সেইটা আপনি দাবী করতেই পারেন। আমি যখন আপনার ব্লগে যাব , আমাকে সে নিয়ম মেনেই মন্তব্য করতে হবে।
আবার আমার ব্লগে আলোচনার পূর্ব শর্ত হিসেবে " লাইন ক্রস করা" ব্যক্তি আক্রমণ নিষিদ্ধ করা আছে । সুতরাং , আমার ব্লগে যদি সত্যিকারের আলোচনা করার ইচ্ছা থাকে তাহলে কার মাথা গরম, কে কি খুঁজে পাইলো -পাইলো না ধরনের ফালতু, অসভ্য ও অশোভন ইঙ্গিত দিয়ে কথা শুরু করা যাবে না । এইটা মেনে নিয়েই আমার ব্লগে কথা বলতে হবে ।
ভুল করলে স্বীকার করি কিনা সেইটার প্রমান এই ব্লগে প্রচুর ছড়িয়ে আছে । তবে অন্য মানুষকে খুঁচিয়ে ক্ষত করে মজা পাই না , এইটার প্রমানও আছে । যেইটা আপনি ও আপনার বন্ধুরা পান।
তবে মাথায় বুদ্ধি থাকলে ও ম্যাচুরিটি থাকলে এইটা বুঝতে পারার কথা এই পোস্টের বিষয়বস্তু আমার চরিত্র না , ওয়ান ওয়ার্ল্ড অর্ডার নিয়ে বলা কথা গুলা সত্য হতে পারে কিনা , তার বিশ্লেষণ ।
বিষয় বস্তুর বাইরে গিয়ে কাউকে ব্যক্তি আক্রমণ করাটা হয় আহাম্মক নয়ত অসভ্যের লক্ষণ । এইটা আমার ব্যক্তিগত বিশ্বাস ।
--------------------------
উপরের মন্তব্য প্রমান করে আপনি চাইলেই অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমন না করে পোস্টের বিষয় নিয়ে কথা বলতে পারতেন ।
পারতেন কিন্তু করেন নাই , এইটা আপনার সম্পর্কে ধারণা দেয়, আপনি কেমন ব্লগার ।
২৪|
১৬ ই মার্চ, ২০১০ রাত ৩:২২
সাজিদ বলেছেন: আসলে বিশ্বাস অবিশ্বাস এমন একটা ব্যাপার যেখানে যুক্তি দিয়ে কোনো ফল বয়ে আনে না। আমার স্পীড ভালোই। তবে ৫ ঘন্টা দেখার ধৈর্য নাই। তবে মেসনদের নিয়ে হিস্ট্রি চ্যানেলে দেখেছি কিছু একটা। গোপন কিছু আছে কিনা জানি না তবে সব দেশেই আসল ক্ষমতা থাকে একটা গ্রুপের হাতে। এখন এই গোপন গ্রুপটাকে আপনি যেই নামেই ডাকেন না কেন। আর পৃথিবীতে আজকে যদি সব যুদ্ধ বন্ধ হয়ে যেত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হতো তারাই যারা নিরাপত্তা পরিযদে বসে বিশ্বের নিরাপত্তা দিতে ব্যাস্ত। আজকে কেন মধ্যপ্রাচ্যে অসন্তোষ? তারা ইজরাইলে আধুনিকতম অস্ত্র দিচ্ছে আবার মুসলিমদের কাছেও বিক্রি করছে একটু কম ব্যাকডেটেড প্রযুক্তি। কিন্তু এই বিরোধ কি খুবই দরকার? কাদের মধ্যে এই বিরোধ। বোকা জনতা গোলাগুলি করে মরছে আর বোয়িং, লকহীড মার্টীন এরা ব্যাবসা করছে। এখানেতো গোপন কিছু নাই।
সেদিন একজনের কাছে শুনলাম ২০০১ এর দিকে এরিজোনায় গ্যাস বিক্রি হয়েছে ারৌনড ৬০ সেন্ট/গ্যালন। সেই গ্যাস ২০০৮ এ ৪ ডলারের উপরে বিক্রি হয়েছে। কাদের পকেটে গেছে এত টাকা।
'ক্যাপিটালিসম এ লাভ স্টোরী' এটা হয়ত দেখেছেন। কিভাবে কর্পোরেট ওয়ার্ল্ডে লুটপাট হয়েছে বা হচ্ছে সেসব দেখলে অবিশ্বাস্যই মনে হয়। ক্ষমতাশালীরা নিজেদের একটা বলয় তৈরী করে সব জায়গাতেই। তারা হলো তথাকথিত এলিট। মাঝে মাঝে নিজেদের মধ্যে গন্ডগোল লাগে আর তার খেসারত দেয় আমজনতা। যাই হোক এসবে কিছু যায় আসে না ভাবছি নিজেও যদি একটার আশে পাশে থাকা যায়। ![]()
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:০৫
রাগ ইমন বলেছেন: এই তো আপনি ধরতে পেরেছেন ।
৫ ঘন্টার এই ডকুমেন্টারিতে আমার জন্য গুরুত্বপূর্ণ থিওরিটা নয় । বরং থিওরির পক্ষে যে সব তথ্য উত্থাপিত হয়েছে সে গুলো সত্যি কি না ।
কারণ , গডের কিংবা এন্টি গডের ধারণা সত্যি না মিথ্যা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মানুষ কিভাবে নিজের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে এবং করে চলেছে ।
ওয়ান ওয়ার্ল্ড অর্ডার আমার কাছে ধর্মীয় কোন ব্যাপার না । পুরাটাই অর্থনীতি । বৈশ্বিক অর্থনীতি এবং মানুষের কাজ কারবার । পারলে ডকুটা দেইখেন । ইন্টারেস্টিং অনেক এঙ্গেল পাবেন ।
বিশ্বাস অবিশ্বাস ব্যাপার না । যেইটুকু ইনফরমেশন অথেন্টিক মনে হয় বা অথেন্টিক বলে প্রমান হয় , সেইটুকুর অর্থ বুঝার চেষ্টা করেন।
২৫|
১৬ ই মার্চ, ২০১০ রাত ৯:১৮
ডঃ হাইডস বলেছেন: হে হে রাগু ধরা!
আগাগোড়া পুরাটাই একটা কনসপাইরেসি থিওরি নিয়া বেচারী কি নাস্তানাবুদই না হইল!
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:০৬
রাগ ইমন বলেছেন: এই খানে তো কাঁটাল পাতা নাই। তুমি আইলা কি মনে কইরা?
২৬|
১৬ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৫
ডঃ হাইডস বলেছেন:
@রাগিব, কনসপাইরেসি থিওরি গুলা আসলেই খুব মজার এবং বিশ্বাসযোগ্য টপ টেনের ভেতর আমি নিজেই তো ৩ টা বিশ্বাস করতাম। ১, ৪ আর ৭। এখন প্রশ্ন হইলো, এইগুলা কনসপাইরেসি থিওরি হওনের কারনটা কি? এইসব ইস্যুতে কনসপাইর বানাইয়া কার কি লাভ?
২৭|
১৯ শে মার্চ, ২০১০ ভোর ৫:৫৪
হাম্বা বলেছেন: আপু ভাল লাগল
অনেক গুরু গম্ভির আলোচনার মাঝে একটা হাম্বা কথা
আচ্ছা সবাই আজব না লিখে আজিব লিখছে কেন ?
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:০৬
রাগ ইমন বলেছেন: জানি না
২৮|
১৯ শে মার্চ, ২০১০ রাত ৮:৩৭
জিন্দা লাশ বলেছেন: বিল্ডারবার্গ গ্রুপের কথা বলছেন আপনি....
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:০৭
রাগ ইমন বলেছেন: অন্যতম । তবে সবটাই বিল্ডারবার্গ নয় । অন্যান্য পুঁজিপতিরা , কর্পোরেটরা কি ভাবে জড়িত তারও একটা ওভার ভিউ আছে । এখন কথা হইলো এর কতটা সত্যি ?
২৯|
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:২৯
একাত্তরের রক্ত বলেছেন: বৃটেনের লোক জানেও না , তাদের টাকা পয়সা ও রাষ্ট্রনীতিতে তাদের কথার কানা কড়ি মূল্য নাই ।
হা হা হা
তাহলে , আপনি কেমনে জানেন ?
..............লিখাটা পড়ে মজা পাইছি । ভাল থাকেন ।
১৯ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৭
রাগ ইমন বলেছেন: ভিডিওটা না দেখলে বুঝবেন না ত। এইটা ভিডিওটার বক্তব্য । এর পর দেখি এইটা সত্যি না মিথ্যা । পরের পর্বে ।
৩০|
২২ শে মার্চ, ২০১০ রাত ১০:৪০
বোহেমিয়ান কথকতা বলেছেন: আবারো ব্যস্ত সময়ে গভীর পোস্ট!!
তবু খুশি এই সিরিজ চলছে দেখে ।
চলুক । পরে পড়ে চিন্তা করে মন্তব্য করব । প্রমিজ
৩১|
২০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৭
অগ্নি বলেছেন: পরের পর্ব গুলো কোথায়!!???
৩২|
৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২২
সমাধানদাতা বলেছেন:
৩৩|
২৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১২
জেবাল বলেছেন: পরের পর্ব - অপেক্ষায়...
৩৪|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪১
হনলুলু বলেছেন: পড়লাম ... কিছু কিছু জিনিস মাথার উপ্রে দিয়া গেল
আরো প্রচুর পড়তে হৈব .... আপ্নের লিংকগুলা দেখি ...
আবারো থ্যাঙ্কস আপু ..
৩৫|
০৯ ই জুন, ২০১২ সকাল ১০:৪৪
সুখী পাগলা বলেছেন: ওই মিয়া আর লেখেন না কেন >>>>>>>>>>>>>> ??????????????/
৩৬|
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩০
বায়স বলেছেন: ক্ষুধা পেটে দুই গ্রাস ভাত আদর করে মুখে তুলে সেই যে ভাত রাঁধতে গেলেন - তারপর আপনি আর নাই !
৩৭|
১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
েশখসাদী বলেছেন: লেখার জন্য ধন্যবাদ ।
৩৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
জেনারেশন সুপারস্টার বলেছেন: অবশ্যই।চলুক।পুরো সিরিজটাই একটানে পড়ে রেখেছিলাম আর এখন কমেন্টাইতে আসলাম।আপনার পুরো ব্লগটিই অসাধারণ ![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১০ রাত ৩:২৭
রাগ ইমন বলেছেন: কৃতজ্ঞতা স্বীকার ঃ
যাদের আগ্রহে আমার পড়ালেখা হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ । আপনাদের প্রশ্ন, উৎসাহ, সমালোচনা ও আগ্রহ আমাকে বাধ্য করেছে আরো জানতে ।
দিগন্ত
রবোট
অনাহূত
নাজনীন১
মৃত ৬৬৬
দূরন্ত
শুভ রহমান
আমি এবং আঁধার
বোহেমিয়ান কথকথা
সামছা আকিদা জাহান
দিনযাপন
সায়েম হক
কাকশালিখচড়াইগাঙচিল
ইমন জুবায়ের
প্রচ্ছদ
রাজর্ষী
সিদ্ধার্থ আনন্দ
আমিন আসিফ
নওশাদ
জুমানজি১১
রথে চেপে এলাম
বাঙ্গাল
আবুল বাসার
তায়েফ আহমাদ
ফারহান দাউদ
পি মুন্সী
সাপিয়েন্স
গোলন্দাজ
বাবুনি সুপ্তি
পাপী
জসীম দ্য গ্রেট
আনহা