![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
অনেক দিন ধরে একটা ইচ্ছা লালন করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে প্রতিবছর একটা রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করবো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাই বোনেরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এবং সাধারণ ব্লগারেরা রচনা লিখবে। কিছু নির্দিষ্ট বই তাদের পড়তেই হবে। যেমন- মুক্তিযুদ্ধের দলিল পত্র ১৬ খন্ড ইত্যাদি।
স্কুলের ক্লাস ১-৫, ৬-৮, ৯-১২, ভার্সিটি , সাধারণ ব্লগার - এই কয়টা গ্রুপ হতে পারে। প্রতি গ্রুপে আলাদা পুরস্কার। তবে, লজিস্টিক কারণে শুরুতে শুধু ব্লগারদের দিয়েই প্রতিযোগিতা হতে পারে।
প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে কিছু ফি দিয়ে। ফি এর পরিমাণ কত হওয়া উচিত? একাধিক নিক অংশ নিলে একাধিক বারই ফি দিতে হবে। (মাল্টি ঠেকানোর উপায়)
প্রাথমিক ভাবে রচনা প্রকাশিত হবে অনলাইনে। ব্লগেই হতে পারে। কার লেখা কেমন হলো এই ব্যাপারে পাঠকেরা মত এবং ভোট দিয়ে ফাইনালিস্ট নির্বাচিত করবে। ( মাল্টি নিক এবং হঠাৎ গজানো নিকদের কিভাবে ঠেকানো হবে, এই ব্যাপারে পরামর্শ চাই)
গণভোট পেরিয়ে যারা ফাইনালিস্ট হবে, তারা তাদের রচনা প্রেজেন্ট করবে লাইভ অডিয়েন্সের সামনে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন করবে অডিয়েন্স। নিজের রচনা এবং বাধ্যতামূলক ভাবে যে বই গুলো পড়তে হবে, প্রশ্ন হবে সেইখান থেকে। উত্তর এবং প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে শেষে আবার ভোট এবং পুরস্কার প্রদান।
ইমন জুবায়ের ভাই এর নামে করতে ইচ্ছা করছে। ইমন ভাই মনে করিয়ে দিলেন আবার, সময় নেই, বড্ড দ্রুত বুড়িয়ে যাচ্ছি। চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস - সহব্লগাররা কি সাহায্যের হাত বাড়াবেন?
আপনাদের পরামর্শ এবং সমর্থন প্রার্থনা করছি।
[ কেন করতে চাই?
মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল পত্র যেন মানুষ পড়ে। এবং পড়ে, জেনে, বুঝে নিজের মতামত লেখার চর্চা করে।]
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
লিন্কিন পার্ক বলেছেন:
দারুন ভাই !!
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
মুনসী১৬১২ বলেছেন: শুভ উদ্যোগ
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "ইমন ভাই মনে করিয়ে দিলেন আবার, সময় নেই, বড্ড দ্রুত বুড়িয়ে যাচ্ছি।"
কঠিনভাবে সহমত।
খুবই ভাল উদ্দ্যোগ।
তবে ফি এর বিনিময়ে অংশ অনেকেই নিতে চাইবে না।
মাল্টিনিক বিষয়টা নিয়ে ভাবতে হবে। তানাহলে একটি ভালউদ্দ্যোগ ভেস্তে যেতে পারে........
তবে এক কাজ করলে ক্যামন হয় - নিকের বয়স মিনিমাম ৬ মাস না হলে সেই নিক দিয়ে ভোট দেয়া যাবে না, বা দিলেও তা কাউন্ট হবে না। এর পরও কিছু মাল্টি থাকবেই, তা বিচ্যুতি ধরে নেওয়া ছাড়া উপায় নেই......
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২১
মুক্ত মানব বলেছেন: খুবই ভালো উদ্যোগ। আন্তরিক সমর্থন রইলো। ইমন যুবায়ের ভাই এর সৃতির প্রতি গভীর শ্রদ্ধা!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
ইউনুস খান বলেছেন: প্রথম ভালো লাগা।
খুবই ভালো হবে। সাথে আছি সবসময়।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪
নিশাত শাহরিয়ার বলেছেন: ওয়েলকাম ব্যাক আপু।
সাথে আছি, দরকার হইলে একটা ডাক দিয়েন শুধু
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
পরিবেশ বন্ধু বলেছেন:
যিনি আজ দূর আকাশের তারা
তিনি ইমন যুবায়ের যিনি আজ দূর আকাশের তারা
তার অবদান বাংলা ব্লগার জগতে দিয়ে যায় নাড়া
তারি চলে যাওয়া শুন্য খা খা এই মাঠ
আজি ঘুচিয়ে দিয়ে কোথায় তবে জমাবে রসের হাট
যদি মনখানি ফিরায়ে একবার দেখ নজর ভরে
ঘুমিয়ে রইল ভাষার যাদু এই না মাটির তরে
তারে জাগাতে আজি চল ভাই প্রতিজ্ঞা কিছু রাখি
তারি সম্পদ যতনে আগলে তায় ছবি আখি ।
আর ছিলেন সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।
তার স্মরণে মুক্ত বাংলা ব্লগ সংঘটন স্মরণ সভার আয়োজন
করা হবে ।
ঢাকার সব বন্ধুরা সম্মিলিত ভাবে এ আয়োজন এবং স্মরণ সভায়
একাত্মতা ঘোষণা এবং পরিবেশ সৃষ্টির লক্ষ্য মুক্ত মতামত আশা রাখি । ব্লগার ভাই প্লিজ সারি করে ইমন ভাইয়ের স্মৃতি সংরক্ষণে
সহযোগিতা আশা রাখি
ইমন যুবায়ের স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য তারাই যারা
এ পোষ্টে যোগ দিবেন ।
সময় পরে ঘোষণা করা হবে ।