নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

রাগ ইমন

রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।

রাগ ইমন › বিস্তারিত পোস্টঃ

আপনি কি আসলেই মুসলমান ? মদীনার সনদ পড়েছেন?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩

আসুন আমরা এই সাম্প্রদায়িক হাঙ্গামার নিন্দা জানাই। দাবি জানাই দায়ী ব্যক্তি যে দলেরেই হোক প্রকৃত অপরাধীদের ধরা হোক। শাস্তি দেয়া হোক-------



এইটা হয়ত আপনার লেখা । আপনার নিজের মনের কথা। কালকে জুম্মাবার।



জুম্মার নামায পড়তে যাবেন তো?



আপনি কি আপনার মসজিদের ঈমামকে বলবেন এই হিন্দু, বৌদ্ধ আক্রমণ , নির্যাতন যে আসলে ইসলাম বিরোধী কাজ, এইটা বলতে?



আপনি কি বলবেন মসজিদ থেকে মসজিদে এর আক্রমণের বিরুদ্ধে নিন্দা জানাতে?



আপনি কি উদ্যোগ নেবেন বাংলাদেশের ৩ লক্ষ মসজিদের মাইক থেকে ঘোষণা দিতে যাতে প্রকৃত মুসলমানেরা হিন্দু, বৌদ্ধ ভাই বোনদের নিরাপত্তা দিতে পাশে দাঁড়ায়?



আপনি কি উদ্যোগ নেবেন আক্রমণকারীরা মানে এই জালিমদের যেন পুলিশে ধরিয়ে দেয়, সেই জন্য ৩ লক্ষ মসজিদ থেকে ঘোষণা দিতে?



জানেন তো, জুলুম যারা করে আর জুলুম যারা সহ্য করে , তারা সমান দোষী?



হিন্দু, বৌদ্ধ আক্রমণের বিরুদ্ধে প্রকৃত মুসলমানদের আন্দোলনটা মসজিদ থেকেই কেন শুরু করছেন না?



মদীনার সনদ ঃ



Click This Link





৪) মুসলিম, খ্রীস্টান, ইহুদী, পৌত্তলিক ও অন্যান্য সম্প্রদায় ধর্মীয় ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মীয় কাজে কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না।



১০) মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ করবে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা কাফিরুনে - বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ‘তোমাদের ধর্ম তোমাদের পালনের জন্য, আমার ধর্ম আমার পালনের জন্য।'


কথা হলো আলোচ্য আয়াতে সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার ব্যাপারে স্বাধিনতা প্রদান করা হয়েছে।


এখন প্রশ্ন হলো , কেন তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে???

তথা কথিত মুসলমান নামধারী জামাত-শিবিরেরা কি ইসলাম ধর্ম মানেন না?

আপনারা তাদেরকে ইসলামের দাওয়াত দেন , তাদের ইচ্চা হলে তারা ইসলাম গ্রহন করবে, না হলে না করবে। তাদের সেই স্বাধিনতা ইষলামই প্রদান করেছেন

কিন্তু চোরে শুনেনা ধর্মের কাহিনী, আপনারা ত ইসলামের অপব্যহার করছেন?? আপনারা নামে মাত্র ইসলামি দল। ইসলাম থেকে বহু দূরে সরে আছেন আপনারা।


কিন্তু তারপরও কিছুকথা না বললেই নয়



যারা মনে করছেন একটি বিশেষ রাজনৈতিক দল "সংখ্যালঘু" দের পক্ষে কাজ করে, তাদের জন্য বলি সেই বিশেষ দলটি সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কারণ ধর্মীয় সংখ্যালঘু যারা তারা অন্ধ বিশ্বাসের দরুন একদল অসুস্থ মস্তিস্ক রাজনীতিবিদদের খেলার পুতুলে রুপান্তর হয়েছেন।

একটু চিন্তা করলেই বুঝা যায় কারা সংখ্যালঘু নির্যাতনে সবচেয়ে বেশি লাভবান হন।

যারা সত্যিকারের গণমানুষের রাজনীতি করেন তাদের আজকে দায়িত্ব নেওয়ার সময় এসেছে নিজ পাড়া-মহল্লা-জেলায় সংখ্যালঘুদের জান-মাল রক্ষার।

আর আমার মুসলিম ভাইদের বলবো, চলেন আমরা নিজ নিজ এলাকার সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব নিই। কারণ তারা নির্যাতিত হলে আমাদের বদনাম হয় বেশি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

রাগ ইমন বলেছেন: মসজিদে মসজিদে মদীনার সনদ নিয়ে আলোচনা করুন। হিন্দু, বৌদ্ধ , অমুসলিম মানুষের উপর আক্রমণ যে আসলে আল্লাহ রাসূলের বিরোধী কাজ, এইটা বুঝিয়ে এর বিরুদ্ধে নিন্দা জানান।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬

খেয়া ঘাট বলেছেন: মেলা দিন পর রাই'র পোস্ট।
++++++++++++++++++++

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

রাগ ইমন বলেছেন: মসজিদ গুলোতে কথা বলুন প্লিজ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

শায়মা বলেছেন: গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-


কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!


মানুষেরে ঘৃণা করি’
ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!


প্রায়ই এই কবিতাটা মনে পড়ে আপুনি।
কেমন আছো? কতদিন পর আসলে।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

রাগ ইমন বলেছেন: আমাদের মনে পড়ে কিন্তু অনেকেরই পড়ে না হয়ত। আউল বাউল সুফীদের দেশ বাংলাদেশ, কথাটা ভুলে যাচ্ছি।

ভালো নাইরে আপু। দেশটা ভালো নাই, আমি ভালো থাকি কি করে?

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

শায়মা বলেছেন: কপি পেস্ট কবিতায় অনেকগুলি বানান ভুল হয়ে গেলো।:(

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৮

রাগ ইমন বলেছেন: সমস্যা নেই, কবিতাটা তো আমরা জানি।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

বিষের বাঁশী বলেছেন: ভাবছি একটা স্বাধীন, সার্বভৌম দেশে কেন এখনো মানুষকে আগুনে পুড়িয়ে মারতে হয়, গুলি করে মারতে হয়, গলা কেটে ফেলতে হয়, ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে হয়? কোথায় আমাদের সীমাবদ্ধতা, কেন আমরা এখনো বর্বরতা ছেড়ে সভ্য হতে পারছি না? শিক্ষার কোন জায়গায়টায় আমাদের শূণ্যতা রয়ে গেল?

মসজিদে এগুলো বলাই হয় জুম্মাবারে, কিন্তু যারা আক্রমণ করে তারা আদৌ যায় কিনা মসজিদে সেটাই প্রশ্ন। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

রাগ ইমন বলেছেন: না নেই, ওদের কোন ধর্ম নেই। কিন্তু মসজিদে মসজিদে প্রতিবাদ হলে, অমুসলিমদের নিরাপত্তা দেওয়া যে প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব এই নির্দেশ দেওয়া হলে, মানুষ আরেকটু তৎপর হবে হয়ত নিরাপত্তা দিতে।

এত বড় বড় অপরাধ যখন হয়, তখন একলা সরকার নিরাপত্তা দিতে পারে না। সুতরাং, জনতাকে জাগতেই হবে। সাহায্য করতে হবে।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

আজনবী বলেছেন: ইসলাম ধর্ম অপব্যবহারকারী জামাত-শিবির ধ্বংস না হওয়া পর্যন্ত এদেশে শান্তি আসবে না।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

রাগ ইমন বলেছেন: জামাতের শক্তি কোথায়? জনতা যদি জেগে উঠে, জামাত শিবির তো এমনিতেই ভেসে যাবে। ইসলামের সাথে জামাতি ইসলামের যে কোন বিন্দুমাত্র সম্পর্ক নাই, এইটা বুঝানোর জন্যই হিন্দু, বৌদ্ধ , অমুসলিমদের আক্রমণ করা যে সরাসরি আল্লাহ রাসূলের বিরোধিতা করা, এইটা তুলে ধরতে হবে।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

নতুন বলেছেন: যারা মানুষ হত্যা করা বা আহত করা...বাড়ীঘড় পুরিয়ে দিতে পারে... তারা কি কখনোই কোন ধমে`র অনুসরন করে..????

এরা নামে ধামি`ক.... আসলে সন্ত্রাসী... তাদের কোন ধম` নাই...

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

রাগ ইমন বলেছেন: আপনি ঠিক বলেছেন। যারা আক্রমণ করেছে তাদের ধরে ধরে শাস্তি দিলেই একমাত্র এই আক্রমণ বন্ধ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.