নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

রাগ ইমন

রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।

রাগ ইমন › বিস্তারিত পোস্টঃ

হিন্দু , বৌদ্ধ ধর্মের বাংলাদেশী ভাই বোনদের জন্য আপনি কি কিছু করতে চান?

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

আসেন আমরা সবাই মিলে ইসলামিক ফাউন্ডেশনকে ফোন, মেইল, চিঠি, লেখার মাধ্যমে মসজিদ থেকে প্রতিবাদের দাবী জানাই।



মূলত ৩টা দাবী জানাবেন।

১, বাংলাদেশের ৩ লক্ষ মসজিদ থেকে যে কোন অমুসলিম সম্প্রদায়ের মানুষকে আক্রমণের প্রতিবাদ, নিন্দা করা হোক।



২, মুসলমানদেরকে আমাদের অমুসলিম ভাই বোনদের নিরাপত্তা দেওয়ার আহবান জানানো হোক ।



৩, মদীনার সনদ যে রাসূল (সাঃ) এর নেতৃত্বে লেখা দুনিয়ার প্রথম ধর্ম নিরপেক্ষ সংবিধান, এই জ্ঞানটা প্রতিটা ঈমাম যেন নামাযীদের দেয়, সেইটার অফিশিয়াল নির্দেশ। মদীনার সনদে অমুসলিমদের অধিকার, ধর্ম পালন এবং তাদের অধিকার রক্ষায় প্রতিটা মুসলমানের কি দায়িত্ব রয়েছে, সেইটা যেন প্রতি জুম্মা বারে প্রত্যেক ঈমাম আলোচনা করেন, এইটা বাধ্যতামূলক করা।



এই দাবী তিনটা ইসলামিক ফাউন্ডেশন বরাবর লিখুন, ফোন করে জানান। যত অনলাইন নিউজ মিডিয়া আছে তাদের ওয়েব সাইটে জানান। যত অনলাইন পত্রিকা আছে, তাদের মতামত মন্তব্য সেকশনে মন্তব্য করুন। এবং ফেসবুক, টুইটার, সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিন। প্লিজ প্লিজ প্লিজ, এই অমানবিক পৈশাচিক অত্যাচার বন্ধ করতে এইটুকু কষ্ট করুন। প্লিজ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

পাঠক১৯৭১ বলেছেন: ভালো আইডিয়া

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৯

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ । অনুগ্রহ করে এইটা ছড়িয়ে দিন।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। এই কাজটি যদি করা যেত, তাহলে বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ । অনুগ্রহ করে ছড়িয়ে দিন। ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বরাবর দাবী জানান প্লিজ

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

রাফা বলেছেন: খুব ভালো কথা বলেছেন।মসজিদ , মাদ্রাসাকে অন্তরভুক্ত করতে হবে সচেতনতা তৈরি করতে।


ধন্যবাদ, রাগ ইমন।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

রাগ ইমন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রাফা। আশা করি নিজ নিজ অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

রাফা বলেছেন: খুব ভালো কথা বলেছেন।মসজিদ , মাদ্রাসাকে অন্তরভুক্ত করতে হবে সচেতনতা তৈরি করতে।


ধন্যবাদ, রাগ ইমন।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: সহযোগীতা সবসময় বাই ডাইরেক্টশনাল হয়। প্রতিদিন দাড়িওয়ালা এই মাদ্রাসায় পড়া ইমাম মোলভিদের গালি দেবেন মধ্যযুগীয় ধর্ম ব্যবসায়ী জংগী বলে, দিনে রাতে কুকুরের মত গুলি করে মারবেন, আর বাটে পড়লে শুশিল গিরি দেখাবেন, পারেনও বটে।
এর আগেতো দেখিনাই কোনো শুশিলরে, ইমাম মোলভিদের কুকুরের মত পিটানো, নির্যাতনের কোনো প্রতিবাদ করতে, নাকি এসময় শুশিল দন্ডখান ঠিক মত খাড়া হয় না।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

রাগ ইমন বলেছেন: গালি, গুলি কখন দিলাম বা করলাম, প্রমাণ দেন তো দেখি।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: সহযোগীতা সবসময় বাই ডাইরেক্টশনাল হয়। প্রতিদিন দাড়িওয়ালা এই মাদ্রাসায় পড়া ইমাম মোলভিদের গালি দেবেন মধ্যযুগীয় ধর্ম ব্যবসায়ী জংগী বলে, দিনে রাতে কুকুরের মত গুলি করে মারবেন, আর বাটে পড়লে শুশিল গিরি দেখাবেন, পারেনও বটে।
এর আগেতো দেখিনাই কোনো শুশিলরে, ইমাম মোলভিদের কুকুরের মত পিটানো, নির্যাতনের কোনো প্রতিবাদ করতে, নাকি এসময় শুশিল দন্ডখান ঠিক মত খাড়া হয় না।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

তন্ময় ফেরদৌস বলেছেন: প্রস্তাবে সমর্থন জানালাম। আমি আমার বাড়ির মসজিদে বলে দিবো।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

HHH বলেছেন: সনাতনিরা সংখ্যালঘু?!! গত ৫ বছর তো জানতাম মুসলিমরাই বাংলাদেশে সংখ্যালঘু। মুসলিমরা দাড়ি টুপি পড়তে ভয় পায় এখন। মিছিল করলে গুলি চলে, কোন বিচারও নাই। বাড়ি থেকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হয় তারপরে আর লাশও পাওয়া যায় না।

আজকে যারা সংখ্যালঘুদের উপর হামলার জন্য মানবতার নাটক মঞ্চস্থ করছেন তারা তখন ওইসব মুসলিমদের জামাত-শিবির বলে চালিয়ে দিয়েছিলেন। যদিও সবাই জামাত শিবির ছিল না। অথবা এমন ভাব করেছেন যেন জামাত মরলে কিছু হয় না, ওদের মারাটাই চেতনার বহিঃপ্রকাশ।

সকল মৃত্যু আর নিরপরাধ মানুষের উপর হামলার আমি নিন্দা জানাই।

কিন্তু সেটা যেন সত্যিকার বিবেক থেকে আসে। ন্যায়ের জন্য আন্দোলনরত মানুষের বুকে গুলি চলার সময় যেন সেই বিবেকের মুখে শিকল না পড়িয়ে রাখি।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: আপনার দাবীর সাথে সহমত পোষণ করছি।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২

গান পাগলা বলেছেন: ভাই একমত, কিন্তু আমার তো মনে হয় এদেশে সংখ্যালঘু মুসলমারাই।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

সাজেদ বলেছেন: ছাগুময় এই ব্লগে আপনি এখনও আছেন দেখে অবাক হলাম :|

১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

ভাস্কর চৌধুরী বলেছেন:

পুরাতন গ্লানি
যত জরা ব্যাধি
নিঃশেষ হউক তারা
নববর্ষে আসি।
-/////শুভ নববর্ষ/////-

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

নিষ্‌কর্মা বলেছেন: বৈলা লাভ হপে না! আমাদের পরধানমনতরি অনেক আগেই বুইলেছেন, দেশ মদিনা সনদের আঙ্গিকেই পরিচালিত হচ্চেসো হোয়াই টেল ইসলামিক ফাউন্ডেশন টু টেইক একশন?? যেহেতু মদীনা সনদের আদলেই দেশ পরিচালিত হচ্চে, তারমানে যে ভাবে দশ চলচে সেইটাই মদীনা সনদের প্রায়োগিত রূপ

সো উই আর হেপি হেপি বেঙলা ডেশি, উই আর লিভিং ভেরি হেপিলি আন্ডার মদিনা একরড (সনদ)!

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

চোরাবালি বলেছেন: এই-ই ধর্ম। পোশাকের কারুকাজ নয়, মনের ভেতরে..।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

স্বপ্নবাজ জুয়েল বলেছেন: সহমত। তবে আমাদেরকেও এগুলো প্রচার করতে হবে আমাদের পক্ষে যতটুকু সম্ভব।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

চাঙ্কু বলেছেন: ইমানাপু কুঁথায় হারালেন? :(

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৭

নাঈম বলেছেন: ডিং

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭

নাঈম বলেছেন: ডিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.