![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মান এবং হুশ এই দুই নিয়ে মানুষ. কিন্তু দিন দিন মানুষ এর মান আর হুশ কোথায় যাচ্ছে তা বলা বাহুল্য. মানুষ কি করে পারে মানুষ কে কষ্ট দিতে মানুষ কি অমানুষ এ পরিনত হচ্ছে. আমরা সৃষ্টির সেরা জীব কিন্তু এখন এই কথা বলতে লজ্জা করে আমরা কি সত্যি মানুষ এর পর্যায় এ পড়ি. নাকি আমরা পশুর চেয়ে ও অধম. আমাদের বিবেক বুধ্হী কি লোপ পেয়ে যাচ্ছে. মানুষ কি ভুলে যাচ্ছে যে তাকে রোজ হাসরের ময়দান এ জবাব দিতে হবে. মানুষ কি ভুলে যাচ্ছে তার কৃত কর্মের জন্য তার পাপ পুন্যের খাতা ভর্তি হচ্ছে....................
হে মানব সম্প্রদায় এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
কম্পমান বলেছেন: নিজেকে শুধরে না...........
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬
নীল আতঙ্ক বলেছেন: আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই......... কিন্তু মানুষ হতে পারিনি।
১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২
কম্পমান বলেছেন: ঠিক বলেছেন নীল আতঙ্ক ভাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: হে মানব সম্প্রদায় এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও
হুম........................