নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের আধার

কম্পমান

আমি কেউ নই, নেই কোন পরিচয়। পরিচয় একটাই আ্মি মানুষ।।

কম্পমান › বিস্তারিত পোস্টঃ

Plz any one help me

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

We want to go Bandarban. Plz any one give me the suggestion for the trip.

১. কোথায় গিয়ে থাকব??
২. নীলগিরি তে থাকা যাবে কি না? আর থাকতে হলে Army থেকে কি permission নিতে হয়?
৩. কি কি দেখার আছে?
৪. ৪ দিনের সফরে কি সব দেখা যাবে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৪

কম্পমান বলেছেন: Thanks ভুরের ফুল

২| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:২৩

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: দেখেন সব পাবেন

৩| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৫৯

কম্পমান বলেছেন: Lot of Thanks to u আব্দুল্লাহ আল নোমান ভাই।

৪| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যদি ফ্যামিলি ট্রিপে যান, তবে প্রথমদিন সকালে বান্দরবান পৌঁছে হোটেলে চেকইন করুন, দুপুর পর্যন্ত রেস্ট নিয়ে বিকেলে মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখুন। সাঙ্গু নদীতে বোট রাইড করতে পারেন। চাইলে নীলাচলে সূর্যাস্ত দেখতে পারেন।

দ্বিতীয় দিন চলে যান রিজুক ঝর্ণা দেখতে, চান্দের গাড়িতে রুমা বাজার, সেখান থেকে ইঞ্জিন নৌকায় রিজুক।

তৃতীয় দিন চলে যান নীলগিরি, পথে দেখবেন শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, পিক সিক্সটি নাইন।

চতুর্থ দিন বান্দরবান শহরে ঘুরে বেড়ান, চলে যান মেঘলা, স্বর্ণমন্দির, নীলাচল। আসলে ফ্যামিলি নিয়ে এই ট্রিপ তিনদিনেও করা সম্ভব।

যাওয়ার আগে নেটে ঘুরে হোটেল এর নাম্বার যোগাড় করে বুকিং করে গেলে ভালো হবে।

৫| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নীলগিরিতে থাকার জন্য আর্মি পারসন কারো রেফারেন্স সহ অনেক আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয়, ফাঁকা পাওয়া যায় না। এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন nilgiri booking। তবে শহরে মেঘলা পর্যটন কেন্দ্রের কাছে পর্যটন কর্পোরেশনের মোটেল আছে, সাঙ্গু নদীর তীরে রিভার ভিউ হোটেল আছে, আরও অনেক হোটেল মোটেল পাবেন। এই লিঙ্কে গিয়ে একটু ঢুঁ মারুন Bandarban Tours

৬| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যেহেতু চারদিনের ট্যুর, চাইলে বগালেক থেকে ঘুরে আসতে পারেন, এমনকি নাফাখুম ঝর্ণাও দেখে আসতে পারেন। সেক্ষেত্রে ফ্যামিলি হলে একটু সমস্যা হয়ে যাবে। নেটে একটু ঘাটাঘাটি করলেই বগালেক, নাফাখুম যাওয়ার চমৎকার প্ল্যানিং সহ ডিটেইল লেখা পাবেন। সবচেয়ে ভাল হয় Travelers of Bangladesh এর ফেসবুক পেইজে গিয়ে সেখানে নোট আকারে বিভিন্ন লেখা হতে তথ্য পেতে পারেন অথবা ওখানে পোস্ট আকারে সাহায্য চাইলেও অনেক ইনফরমেশন পাবেন। তবে কিছু ফাজিল টাইপের উত্তরও পাবেন, সেগুলো জাস্ট এভয়ড করেন। এছাড়া নক করতে পারেন ব্লগার তুষার কাব্য, তাহসিন মামা, রাতুলবিডি৪ ইকো ট্রাভেলার্স, ভ্রমণ বাংলাদেশ এদেরকে।

আসন্ন ভ্রমণ শুভ হোক। ভালো থাকুন সবসময়।

৭| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

কম্পমান বলেছেন: Lots of Thanks................ I can't tell u that how u help me........ We go to Bandarban with frnds not family. Again Thanks বোকা মানুষ

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এলাম , আপনার কোন কাজে লাগলাম না , আমার ধারনা এত দিনে আপনার ট্র্যাভেল শেষ হয়ে গেছে ।

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

কম্পমান বলেছেন: আমাদের ভ্রমন শেষ হয়েছে সুন্দর ভাবে। সমস্যা নাই সামনের কোন ভ্রমন এ Help করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.