নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই তুমি কেনো এতো অচেনা হলে

আজন্ম ছাগু ফাইটার। ছাগু দেখিলেই সাইজ করি।

মানস সেন

হায়রে মানুষ রংগিন ফানুস..........

মানস সেন › বিস্তারিত পোস্টঃ

এক ছাগুর সন্ধান পাইলাম, আসেন দলে দলে ল্যাদাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

এক মহান(!) ছাগু শাহবাগ নিয়া উল্টা-পাল্টা কতা কইতাসে ফেসবুকে। আমি যখন চ্যালেন্জ দিসি হালায় আমার সব মেসেজ ডিলিট মাইরা ব্লক কইরা দিসে। হালারে প্রজন্ম চত্বরে চা-পানির দাওয়াত দিসি। জন্মের ঠিক থাকলে আলতু-ফালতু কতা কইতো না। তয় ব্লক খাওয়ার আগে তার ওয়ালে একখান ফডুক লটকাইয়া দিসিলাম। ব্যাটা ডিলিট মারার আগে বহুত জনে দেইখ্যা ফালাইসে।



ছাগুটার ফেসবুক আইডি এইখানে





ভায়েরা আমার যে যেমনে পারেন ছাগুটারে ল্যাদান।



মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রিপোর্ট করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

মানস সেন বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

নিশ্চুপ শরিফ বলেছেন: রিপোর্ট করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

মানস সেন বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

সুখোই-৩৫ বলেছেন: ব্লগার ভাইয়েরা, এই মানস সেন নিজেই একটা ছাগু। ছাগুরা প্রায়ই হিন্দু ধর্মালম্বীদের ষ্টাইলে নাম নিয়ে নিক খুলে ল্যাদায়, বিশেষ করে রিভার্স পোষ্ট। এই ধারার সবচেয়ে বিখ্যাত ছিল "দেবজিত" নামের এক ছাগু।এই মানস সেনরে গদাম দিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

মানস সেন বলেছেন: সুখোই ভাইজান, কি বুঝে আমাকে ছাগু ট্যাগ দিলেন বুঝলাম না। রিভার্স খেলা কার কাম সেইটা পাবলিকে ভালা কইরা জানে। আপনি যে রিভার্স খেলছেন না সেইটা কে কইবো। আমারে গদাম দেয়ার আগে ভালা কইরা যাচাই কইরা লইয়েন। নইলে উল্টা পুটু মারা যাইবো।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

রাইসুল সাগর বলেছেন: রিপোর্ট করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

মানস সেন বলেছেন: ধন্যবাদ

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

স্মিথ হাসান বলেছেন: রিপোর্ট করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১

মানস সেন বলেছেন: ধন্যবাদ

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯

রিফাত হোসেন বলেছেন: :-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মানস সেন বলেছেন: :)

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: এইটারে রিপোর্ট মারেন আরো বেশি করে।আমও করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মানস সেন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.