নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই তুমি কেনো এতো অচেনা হলে

আজন্ম ছাগু ফাইটার। ছাগু দেখিলেই সাইজ করি।

মানস সেন

হায়রে মানুষ রংগিন ফানুস..........

মানস সেন › বিস্তারিত পোস্টঃ

মাহদু'রে নাকি আইজকা রাতেই ধরবো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

শালা ইন্দুর বহুদিন হইলো হইলো গর্তে ঢুঁকে বসে আছে। আজকে নাকি কান ধরে ডান্ডা মারতে মারতে নিয়ে যাবে। ভয়ে নাকি উনার হাগুমুতু বন্ধ হয়ে গেছে। তাই জরুরি সংবাদ সন্মেলন ডেকেছে। এখনও কি ধরে নাই? খবর পেলাম এইখান থেকে



বহুত জুলিয়ান অ্যাসান্জ সাজঁছে এইবার বুঝবে ডিম্ব থেরাপী কত প্রকার ও কি কি।



মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

মনির১০ বলেছেন: মাহমুদুর রহমানের সাহসিকতাকে সাধুবাদ জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

মানস সেন বলেছেন: সাহসী ঠিকই বলতাম যদি এককাপ চা খেতে শাহবাগ আসতেন। পত্রিকা অফিসের ভিতরে বসে সাহসিকতা দেখায়, সে আবার কেমন সাহসী?

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

২০১৩ বলেছেন: সাহসী ঠিকই বলতাম যদি এককাপ চা খেতে শাহবাগ আসতেন। পত্রিকা অফিসের ভিতরে বসে সাহসিকতা দেখায়, সে আবার কেমন সাহসী?

সাহসি ঠিকই বলতাম যদি পুলিশ পাহারায়, ঠান্ডা পানি, বিরিয়ানি না খেয়ে রাযাকারের বিচারের পাশাপাশি, শেয়ার বাজার লুট, হলমার্ক লুট, সাগর রুনি সহ হাজারো খুন ইত্যাদি নিয়ে কিছু কথা হতো সাহাবাগে।

আর মাহমুদুর রহমান তো দেশেই আছে , দেশে ক্ষমতা পরিবর্তন হতে দেন, তখন দেখেন সাহসি পুড়ুশ গণ কোথায় থাকে, জামাতের নেতারা জানত তাদের জেলে ভরা হবে বিচার করা হবে তবুও তারা পালায় নি কিন্তু দেশের অনেক মুক্তিযোদ্ধা নেতা দেখবেন কোথায় পালায়। শুধু বিএনপি রে আইতে দেন। সাহস কার কত বুঝে যাবেন

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মানস সেন বলেছেন: আগে তো ৪২ বছরের পুরানা ময়লা পরিস্কার করি। তারপরে একে একে সব ধরা হবে। জামাত নেতারা না পালালে বাচ্চু রাজাকার কই গেছে? বিম্পি ক্ষমতায় আসলে কি হবে? পাকি আর্মিরে বাংলার দামাল পোলারা ডরাই নাই। এইবারও ডরাইবো না। জয় বাংলা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

হায় ঈশ্বর! বলেছেন: থাবড়া দিয়া মাহামুদুর এর চশমা খুইলা ফেলতে মন চায়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

মানস সেন বলেছেন: থাবড়া কেমনে দিবেন? মাহমুদু তো পত্রিকা অফিসে ঢুইক্যা বইস্যা আছে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

উলাম বলেছেন: এই মহাচুদুরকে অনেক আগেই ধরা উচিত ছিল, ধর্মের নামে অনেক শিবির ও মাদ্রাসার ছাত্রদের কে উসকানী দিসে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মানস সেন বলেছেন: ঠিক বলেছেন। ভয়ে তার হাগুমুতু বন্ধ হয়ে গেছে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

সাইফ বাঙ্‌গালী বলেছেন: সাবাশ ফ্যাসিস্টের দল, চালিয়ে যাও।

ফ্যাসিস্ট অবশ্যই নিজের পায়ে নিজে কুড়াল চালায়, কিন্তু বুঝতে পারেনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

মানস সেন বলেছেন: আর ধর্মান্ধরা কুড়ালে নিজের পা মারে, তা বুঝতে পারেনা।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: তাই নাকি? !! আপডেট চাই !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১০

মানস সেন বলেছেন: আজকে দুটি কারণে জেগে থাকবো।
১) মহাচুদুরের গ্রেফতার
২) এল ক্লাসিকো

দুইটাই জমবে। কি বলেন?

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মিশনারী বলেছেন: সাহসি ঠিকই বলতাম যদি পুলিশ পাহারায়, ঠান্ডা পানি, বিরিয়ানি না খেয়ে রাযাকারের বিচারের পাশাপাশি, শেয়ার বাজার লুট, হলমার্ক লুট, সাগর রুনি সহ হাজারো খুন ইত্যাদি নিয়ে কিছু কথা হতো সাহাবাগে।


স হ ম ত ।

আমি ও আসতাম যদি নাস্তিককে সবার উপরে স্হান না দিত । শাহাবাগে নাস্তিককে জানাজা না দিত । (যদি ও ওজু ছাড়া, ৩ তাকবিরে, ছেলে মেয়ে সহ) । নাস্তিকরা ইসলামের রাজনীতি বন্ধ না করার কথা বলত ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মানস সেন বলেছেন: আসুন শাহবাগে। আপনাদেরকে স্বাগতম। এসে বলে দিন কি ভুল হয়েছে/হচ্ছে বা হবে। সবার মতামত গ্রহনযোগ্য। কারণ এই আন্দোলন জনগনের। আর শাহবাগে কেউ ইসলামী আন্দোলন বন্ধ করতে বলেনি। শুধু বলা হয়েছে ধর্মের নামে যারা উন্মাদনা সৃষ্টি করে রাজনীতি করে তাদের রাজনীতি বন্ধ করতে। যেমন: জামাতে ইসলাম। আপনার কি মনে হয় তারা ইসলামী রাজনীতি করে?

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

আমি ব্লগার হইছি! বলেছেন: এই মাহমুদ আসলে পাকিস্তানের দালাল। ওকে ধরে আচ্ছা মতো ধোলাই দেয়া দরকার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

মানস সেন বলেছেন: ধোলাই তো হবেই সাথে বোনাস হিসেবে ডিম্ব থেরাপী দেয়া হবে।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

মশিকুর বলেছেন:
ব্যাটার সাহস আছে, কিন্তু সাহসটা কার সাথে দেখাবে সেটা বুঝার মত ব্রেইন নেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মানস সেন বলেছেন: ঠিক বলেছেন। মিস গাইডেড সাহসী। তবে ডিম্ব পড়লে একটু যদি আক্কেল হয়।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ১) মহাচুদুরের গ্রেফতার
২) এল ক্লাসিকো B-)

আবার জিকস্ ! জমবে না মানে !!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

মানস সেন বলেছেন: ঝালমুড়ি বানাইতাসি। লইয়া গ্যালারীতে বসুম।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

পলাতক আসামী বলেছেন: ''মহাচদুরবদুর রাহমান'' ধরা পরুক। বাজার এর সবচে বড় রাজ হাঁস এর ডিম্ব ডিবি অফিসএ গিফট দিয়া আসব। =p~ =p~
আপনার পোস্টে অনেক মহাচদুর প্রেমিক দেখতাসি।সবটিরে উশটা। X( X(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

মানস সেন বলেছেন: লগে কানপট্টি'র নীচে থাবড়া সহকারে গদাম।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

চলতি নিয়ম বলেছেন: মহা ইদুরের ঘেটু পুত্র গণ,
এখানে দেখো, বিরিয়ানি আর মিনারেল ওয়াটারের পয়সা কোথা থেকে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.