নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই তুমি কেনো এতো অচেনা হলে

আজন্ম ছাগু ফাইটার। ছাগু দেখিলেই সাইজ করি।

মানস সেন

হায়রে মানুষ রংগিন ফানুস..........

মানস সেন › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে নাকি কাইলকা ঈদ????

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬



সৌদি আরবে রোজা কয়ডা গেলো? ২৮ দিনে কেমতে ঈদ হয়? কেউ জানলে এট্টু আওয়াজ দিয়েন। আমার এক লন্ডনি দুস্ত এইডা জাইন্যা খুশিতে ফাল পারতাসে।



এইখানে পাইলাম

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

নতুন বলেছেন: কাল কিভাবে ইদ হয়???

হতে পারে ৮ তারিখ... কাল না,,

২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: হবে হয়ত অগ্রিম
ঈদ শুভেচ্ছা

৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫

তারেক বলেছেন: হইলে হইল তাতে এত লাফালাফির কি আছে

৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

বাগসবানি বলেছেন: চাদের ঘূর্ণন কি দ্রুত হয়ে গেছে নাকি ? ২৯ এর জায়গায় ২৮ দিন ঘুরতেছে । ঘোর কলিকাল । এইটাও কি সরকারের ষড়যন্ত্র !!!!

৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৯

বংশী নদীর পাড়ে বলেছেন: না, কাল পৃথিবীর কোথায় ঈদ হতে পারেনা। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হতে পারে আগামী বৃহঃবার ৮ আগস্ট যদি রোজা ২৯টা হয়। আর রোজা ৩০টা হলে সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ হবে আগামী শুক্রবার। Its very clear........

৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

রিয়াজ৩৬ বলেছেন: আপনার লিংক তো কাজ করছেনা! টিভি বা পত্রিকায় এ ব্যাপারে খবর দেখলামনা। লন্ডনি দুস্ত ভুল বলেছে হয়তো।

আল্গা চুলকানি!!

্তারেক বলেছেন: হইলে হইল তাতে এত লাফালাফির কি আছে।

৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২

ফরিদ আলম বলেছেন: দক্ষিন আমেরিকায় কাল ঈদ অতে পারে কিন্তু সৌদিতে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.