![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !
ইরাকে সুন্নি যোদ্ধারা ("ইসলামী স্টেট-আইএস" এর সেনাবাহীনি) ইয়াজিদি সম্প্রদায়ের খৃষ্টান ধর্মাবলম্বি অধ্যুষিত 'কারাখুস" শহর দখল করে নেয়ার একদিন পরই আমারিকা ইরাকে বিমান হামলা শুরু করে। ধ্বংস করে দেয় সুন্নি যোদ্ধাদের নিয়ন্ত্রীত স্থাপনা ও অস্ত্র সরঞ্জাম। বিমান থেকে বোমার পাশাপাশি বিপুল পরিমান খাদ্য ও জীবন রক্ষাকারী বস্তুসামগ্রী সরবরাহ করা হয় শহর ছেড়ে পালিয়ে যাওয়া খৃষ্টানদের জন্য।
*ফিলিস্তিনি মুসলিমদের উপর ইহুদীদের গনহত্যার দুইমাস হয়ে যাচ্ছে, নিহত হয়েছে ২ হাজারের বেশি মুসলীম, গাজা সিটির অর্ধেকটাই ধ্বংসস্তুপ আর মোট জনসংখ্যার ৩ ভাগের ২ ভাগ বাস্তুুচ্যুত, অর্ধেক আহত !
*বার্মাতে গত দুই বছর ধরে বৌদ্ধরা সংঘবদ্ধভাবে আক্রমন করে হত্যা করছে লক্ষ লক্ষ মুসলিমদের। দখল করে নিচ্ছে মুসলিমদের বাড়িঘর ও সম্পত্তি। বিতাড়িত করছে নিজ ভুমি থেকে সংখ্যালঘু মুসলিমদের !
*সেন্ট্রাল আফ্রিকাতে এই বছররের পুরোটা সময় জুড়ে খৃষ্টানরা হত্যা করছে মুসলিমদের। জ্বালিয়ে দেয়া হয়েছে লক্ষ লক্ষ মুসলিদের বাড়ি ঘর-সম্পত্তি !
*চীনে (মিন্দানাও প্রদেশে) মুসলমানদের উপর কমিষ্টরা অত্যাচর করছে গত ৫০ বছরের বেশি সময় ধরে। এবছর থেকে মুসলিমদের ধর্মিয় আচার পালনের উপর নিষেধাঙ্গা জারী করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে রোজা রাখা ও মসজিদে আযান দেয়া-নামায পড়া !
*কাশ্মিরে গত ৬০ বছরের বেশি সময় ধরে হিন্দুদের অত্যাচার নির্যাতন ও গুপ্ত হত্যা-গনহত্যার স্বীকার হচ্ছে লক্ষ লক্ষ মুসলিম !
আমেরিকা নির্বিকার ! বলা হচ্ছে এই সব সেই সমস্ত দেশে আভ্যন্তরীন ব্যাপার। আর ইসরাইলিদের আত্মরক্ষার এখতিয়ার !!
#Fuck_Amarica , Fuck তুদের গনতন্ত্র, Fuck তুদের মানবাধিকার !!
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই গল্পটা ভুলে গেছেন!!!
এক গেরস্থ তার বউরে পিটায়। প্রতিদিন নিয়ম করে। একদিন ত্যক্ত বউ বলে- আপনি কি আমারে ঘরে রাখতে চাননা?
গেরস্থ বলে মাইরের ধরন দেখেও বুঝস না!!!!!
মুসলমানরা কেন ন্যায্যতার জন্ আম্রিকার প্রতি চেয়ে থাকে?
তাদের নিজস্ব মৌলিক শক্তি, অবস্থান আর সাহস দিয়ে নিজেই কেন বিশ্বে ন্যায্যতার মাপকাঠি নির্ণয়ের চেষ্টা করে না?
আল্লাহতো সম্পদ কম দেয় নাই!! সেই সম্পদ নিয়া মাথা যখন পইচা ইহুদীর পায় গড়াগড়ি যায়.. তখন লাঞ্চনা ছাড়া আর কি পাবে মুসলিম বিশ্ব!!!!!
জেগে উঠ স্বকীয়তায়
আল্লাহর কাছে সাহায্য চেয়ে
কোরআনকে বুকে ধরে
আবার জাগবে ইসলামী সূর্য বিশ্বকে শান্তি আর ন্যায়ে আলোকিত করতে।