![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !
আজ বিকা্ল ৫:০০ টা থেকে ৫:৩০ পর্যন্ত ফেইচ বুকে থাকা কালীন মোট আধা ঘন্টা সময়ে ১০ বার রিফ্রেশ বাটনে ক্লিক করলে ফেইচ বুকের ফ্রেন্ড প্রমোটের জায়গায় এই আইডি গুলা শো করেছে। দেখুন বাঙ্গালীর ফেইচ বুকের দৌড় কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে ! ভূল মানুষ বা খারাপ মানুষের হাতে কোন ভাল কিছুরও যদি নিয়ন্ত্রন চলে যায় তার কি অবস্থা হয় - সেই কথাই মনে করিয়ে দেয় এই আইডি গুলো !
একটু খেয়াল করে দেখুন, আইডিগুলার প্রোপাইল নেম আর প্রোপাইল পিকচার গুলো !
চীনের জন সংখ্যা ১৫০ কোটির উপরে। মোট জন সংখ্যার ৫% লোক ফেইচ বুক (কিউ কিউ) ইউস করে, সেই হিসেবে বাংলাদেশের মোট জন সংখ্যার চাইতেও বেশি লোক ফেইচ বুক ইউস করে।
কিন্তু সেখানে ফেইচ বুকে কোন অশ্লীল ছবি বা লেখা পোষ্ট করা যায় না। কোন অশ্লীল ছবি বা লেখা পোষ্ট করার সাথে সাথেই সেন্ট্রালাইজড ফিল্টিং স্টিটেমে তা ডিলিট হয়ে যায়, এমন কি আইডিও ব্লক হয়ে যায়।
ফেইচ বুক একটি সামাজিক যোগাযোগ (স্যোসাল নেটওয়ার্ক), বিশ্ব বিখ্যাত (!) বাঙ্গালী জাতী সেই নেটওয়ার্কটাকে কি কাজে ব্যবহার করছে তার নমুনা দেখুন।
ফেইচ বুক বা ইন্টারনেটের অবারিত দুনিয়া একজন মানুষকে পৃথিবীর সাথে নিজের সংযোগ ঘটিয়ে দেয়, অথচ বাঙ্গালীকে কোথায় ঢুবিয়ে দিচ্ছে তার প্রমান দেখুন।
বাঙ্গালীকে কে বুঝাবে যে, ফেইচ বুক - গে (সমকামী বা সেক্সুয়াল) সাইট নয়, এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। স্যোসাল নেটওয়ার্ক আর সেক্সুয়াল নেটওয়ার্কের মাঝে হাজার হাজার গুন পার্থক্য আছে।
ফেইচ বুক, অরকুট, হাই-৫, টেগ, গোগল প্লাস বা এই ধরনের যাবতীয় সাইট হলো - সামাজিক নেটওয়ার্ক, ইন্টারনেট দুনিয়ায় সেক্সুয়াল সাইটের জন্য বিশাল একটা ভান্ডার আছে।
সর্বকম্ম পারদর্শি বাঙ্গালীর কম্মের দৌঁড় চুড়ান্ড সীমা পর্যন্ত ছাড়াইয়া গেছে।
ফেইচ বুকের ফেক আইডিধারী পুরুষদের বলা হয় ললনা পুরুষ-তাই যদি হয়, এই পুরুষ গুলাকে কি পুরুষ বলা যায়?
ফেইচ বুক বা এইসমস্ত যাবতীয় নেটওয়ার্কে আমার একটা আইডি থাকা মানে ইন্টারনেটের বিশাল এই জগতে এই আইডি আমার ভারচুয়াল এম্বেসেডর হিসেবে কাজ করে বিশ্বের বাকি দুনিয়ার কাছে (?)
এইসব আইডি বিশ্বের বাকি দুনিয়ার কাছে আমাকে কতটুকু ডেডিকেট করছে?
মন্তব্য নিঃপ্রয়োজন। বাঙ্গালীর গুনের সীমা পরিসীমা নেই- এটাও হয়তো সেই রকমই একটা গুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৬
নন্দীত নরকে বলেছেন: বাঙ্গালীর কিছু "ফেইচবুক" আইডির প্রোপাইল দেখুনঃ
*Tomi Amer Valobasha *অস্প্রিশের গহব্বরে * Uro Mon Hriyad *Ontor Kanna (4) *Mon Manana (বেচারা মনে হয় “মন মানেনা” লিখতে চাইছিল) *Apon Alo *Suptoo Loovee (3) *Alone boy * Nirobosto Ctg *অচেনা রাজকুমার *Ornob Partho * Arick Hassan(3) *Hridoyer Gohine *বন্ধু ভালবাসার*Shopner Kritodas *King boy Parvej *Hany Samy * Re Han (2) *Neel Akas * Boka Sele (সম্ভবত বোকা ছেল) *Shopno Porosh Palash *softmind Sohan (সফট মাইন্ড –এর বানান ভুল) *Babui Pakhir Basa(সম্ভবত বাবুই পাখির বাসা বুঝাতে চেয়েছে) *ĄurtĦøhįņ Đipu * Oronno Rehman Porosh *Selenceking Rana * Little Kishor(৫) (তারমানে এই নামে এর আগের ৪টা নাম ফেবুওয়ালা ব্লক কইরা দিছে)* Rohit Soni * James Aiden Kooper (3) * Nill Kabbo * Paul Hovanetz (2) *Valobasa Dao *Wilfred Flores *Dusto Dada Sonjoy * Golden Fen *Nam Nai (5) *Notun Surjo (3) * Typist Typist *Neel Neel (4)* নীল পাখি *Zidi Bacha *অভিমানি শিমুল *সান লাইট *রঙ্গিন পিঁপড়া *Elegant Moni
*Akta Chintay Pore Gelam