নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দীত নরকে

যে-পুরুষ ক্ষুধা, মৃত্যু আর বেদনার সাথে লড়ছে এখনো, লড়ছে বৈষম্য আর শ্রেনীর বিরুদ্ধে – সে আমি । আমি একা । এই ব্রক্ষ্মান্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা । আমার অন্তর রক্তাক্ত । আমার মস্তিষ্ক জর্জরিত । আমার স্বপ্ন নিয়ন্ত্রিত । আমার শবীর লাবন্যহীন । আমার

নন্দীত নরকে

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !

নন্দীত নরকে › বিস্তারিত পোস্টঃ

"গুগল" ও "মাইক্রোসফট"-এর পর এবার "আল-কায়েদা"ও বাংলাদেশে শাখা খোলার ঘোষনা দিয়েছে !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৯





পুরো দক্ষিন এশিয়াতে প্রভাব বিস্তারের জন্য আল কায়েদা নাকি বাংলাদেশ ও ভারতে শাখা খোলার ঘোষনা দিয়েছে ?



আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি এক ভিড়িও বার্তার মাধ্যমে সংবাদ সম্মেলন করে ভারতের কাশ্মীর-আসাম-গুজরাট, বাংলাদেশ ও মিয়ানামানরে (বার্মাতে) শাখা খোলার ঘোষনা দিয়েছে। এই খবরে চুদির ভাই মুদি আমাগো দিদি'র ঘুম হারাম অয়া গেছে। যদিও কিছু আগে গুগল ও মাইক্রোসফটও দক্ষিন এশিয়ায় তাদের ব্যবসা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশে তাদের শাখা খোলার ঘোষনা দিয়েছিল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৩

অগ্নি সারথি বলেছেন: আহেন হুজুর। কই কি হইছে জানিনা কিন্তু বাংলাদেশে আপনেগো বেম্বু থিরাপী হইব।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

আবু শাকিল বলেছেন: এইডা ভিডিও বার্তা দিয়া ঘোষনা দেয়ার কি হইল!!
আল কায়েদা সব যায়গাতেই বিস্তার লাভ করিয়াছে।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

নন্দীত নরকে বলেছেন: গুগল ও মাইক্রোসফট এর মতো একটি বহুজাতীক কোম্পানী আল কায়েদা। আমেরিকা নিজের প্রয়োজনে তাদের দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শাখা খুলাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.