নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দীত নরকে

যে-পুরুষ ক্ষুধা, মৃত্যু আর বেদনার সাথে লড়ছে এখনো, লড়ছে বৈষম্য আর শ্রেনীর বিরুদ্ধে – সে আমি । আমি একা । এই ব্রক্ষ্মান্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা । আমার অন্তর রক্তাক্ত । আমার মস্তিষ্ক জর্জরিত । আমার স্বপ্ন নিয়ন্ত্রিত । আমার শবীর লাবন্যহীন । আমার

নন্দীত নরকে

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !

নন্দীত নরকে › বিস্তারিত পোস্টঃ

একটা রিয়েল জোকস !!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৭

আধুনিক তুরস্কের জাতীর জনক কামাল আতাতুর্ক'এর কাছ থেকে বিদ্রোহ করে সেনাবাহীনি ক্ষমতা নিয়ে নেয়; তাকে পাগলা গারদে ঢুকিয়ে দেয়।



একজন সুস্থ মানুষকে পাগল বানিয়ে পাগলা গারদে ঢুকিয়ে দিলে যা হয়। উনি মহা ভাব নিয়ে এক্স প্রেসিডেন্টের মতো পাগলা গারদ ঘুরে ঘুরে দেখছে। কিন্তু গারদের অন্য পাগলগুলাতো ঠিকই পাগল-ওরা আর ওনাকে ছেড়ে দেয় না। খাঁচার ভিতর থেকে একেকজন একেক ভঙ্গি করে আর এদিকে খোঁচা দেয় তো ওদিকে গুঁত্থা মারে।



এভাবে অনেক ক্ষন ত্যক্ত বিরক্ত হয়ে কামাল আতাতুর্ক হুঙ্কার দিয়ে বলে উঠে, এই তোমরা কি জান আমি কে?

ভেতর থেকে এক পাগলে জিজ্ঞায়ঃ কে ?

কামাল বলেঃ আমি তুরস্কের জাতীর জনক, কামাল আতাতুর্ক!

তখন অন্য পাগল জবাব দেয়ঃ ও তাই ! আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন আমারও এই কথা বলতাম, আমাদের সাথে কিছু দিন থাক সব ঠিক হয়ে যাবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: পুরোনো মাগার ভাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.