নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দীত নরকে

যে-পুরুষ ক্ষুধা, মৃত্যু আর বেদনার সাথে লড়ছে এখনো, লড়ছে বৈষম্য আর শ্রেনীর বিরুদ্ধে – সে আমি । আমি একা । এই ব্রক্ষ্মান্ডের ভিতর একটি বিন্দুর মতো আমি একা । আমার অন্তর রক্তাক্ত । আমার মস্তিষ্ক জর্জরিত । আমার স্বপ্ন নিয়ন্ত্রিত । আমার শবীর লাবন্যহীন । আমার

নন্দীত নরকে

মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !

নন্দীত নরকে › বিস্তারিত পোস্টঃ

জোকস ! বাঙ্গালী এখন সেই ধর্ষিত পাগলী ??

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

বাজারের একপাগলী কে কয়েকটা বখাটে ছেলে রাতভর ধর্ষন করলো। পর দিন সকাল বেলা বাজারের ভিতর দিয়ে পাগলী হেটে যাচ্ছিলো আর জোরে জোরে বলতেছিল ওমুক ওমুক রাতে আমায় ধর্ষন করছে । পাগলীর এ ব্যবহারে বখাটেদের চরম বিপদে পরতে হয়। তখন বখাটেদের সর্দারের মাথায় একটা বুদ্ধি আসে । তার নির্দেশে পাগলীকে আবার তার কাছে ধরেনিয়ে আসে । এবার সব কয়টা বখাটে মিলে পাগলীর পাছায় লাত্থি মেরে ছেড়েদেয়। পাগলী এবার ধর্ষনের কথা বেমালুম ভূলে গিয়ে পুরো বাজারে বলতে থাকে ওমুক ওমুক আমার পাছায় লাত্থি দিয়েছে ।



আমরা বাংলাদেশী পাবলিকেরা প্রতিনিয়ত পাগলীর মত ধর্ষিত হচ্ছি। একটা ইস্যুর উপর আর একটা ইস্যু পড়লে আগের টা ভূলে যাই । শত শত অপরাধ ধামাচাপা পড়ে আছে একটার উপর আর একটা । সাগর রুনি হত্যাকান্ড ও রানা প্লাজার মত নারায়নগঞ্জের নুরুকেও একদিন আমরা ভুলে যাব। পদ্মা সেতু হলমার্ক এগুলোনা হয় বাদই দিলাম ।



হায়রে বাঙ্গালী ! পাগলীর মত তোদের অবনতী এর শেষ দেখব কবে।??? আওয়ামী লীগে চামছা, হাসিনার পা ছাঁটা গোলাম এ কে খন্দকার বির্তকিত কিছু কথা বলে হাসিনার নির্দেশে যে বই লিখেছেন, সেটা নিয়া হাউ খাউ এমন পর্যায়ে নিয়ে গেছে, মোটা চালের কেজি ৪৫ টাকা, কাঁচা মরিছ ১৫০ টাকা কেজি, মুরগির ডিম ৪৫ টাকা হালি, দুই গ্লাস পানি ১৫ টাকারর কথা কেউ ভুলেও উচ্চারন করছে না।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাঙালির অবস্থা এখন এর চেয়েও খারাপ। ঐ পাগলি তো মুখ ফুটে বলতে পেরেছে যে অমুক অমুক আমার পাছায় লাথি মেরেছে। বাঙালি এতই নির্বোধ যে পাছায় লাথি কেন, আরও কিছু মারলেও তা মুখ ফুটে বলতে যাবেনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

নন্দীত নরকে বলেছেন: সত্য কথা কইছেন ভাই ! হালার বাঙ্গালী র কপাল।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪

কহেন কবি কালিদাস বলেছেন: অন্নের দোষ কেন দেন ভাই ? আমরাই তো এইসব নীতিনির্ধারকদেরকে ক্ষমতায় বসাই ।দোষ তো সম্পূর্ণ আমাদের।যে জাতি যেরকম , তাদের নেতৃত্ব হবে সেরকম ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

ভিটামিন সি বলেছেন: কালীদাসে কইলটা কি? ওই বেটা কালীদাস, এই অবৈধ সরকারকে কে ক্ষমতায় বসাইছে? এরা তো নিজেরাই বসেছে তাদের চেলা-চামুন্ডাদের নিয়ে।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

কহেন কবি কালিদাস বলেছেন: ভিটামিন-সি,
আগে ভাষা ঠিক করেন তারপরে ব্লগে আসেন ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

ভিটামিন সি বলেছেন: আগে আপনার বানান আর মনস্তত্ব ঠিক করেন? তারপর অন্যকে উপদেশ দিয়েন। উরে আমার দাদারে, ৪ মাস বয়সে হলো, ব্লগে আসা নিয়ে কথা বলে!!! ৬ বছর হয়ে গেলো ব্লগে, এখনো কাউকে এমন কথা বলার সাহস হয়নি। @ কালের কালীদাস!!

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

কহেন কবি কালিদাস বলেছেন: বুঝতে পারলাম কোন ধরনের মানুষ আপনি ... শুধুমাত্র ভাষা না ব্যাবহারও ঠিক করার দরকার আছে আপনার... ৬ বছর ধরে শুধু ব্লগই ব্যবহার করলেন, কিছু শিখতে পারলেন না @ ভিটামিন-সি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.