![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
মানুষ জীবনে কোন জিনিষটাকে ভয় পায়? চিন্তা করতে গেলে অনেক কিছুই মাথায় আসে হয়তও। অনেক সময় মানুষ হয়ত জানেও না যে তার কি কি বিষয় নিয়ে ভয় আছে। আমার কাছে সব থেকে ভয় মানুষের বলা মিথ্যা ধরে ফেলা।
কেউ যখন কারও মিথ্যা ধরে ফেলে, তখন সেই মানুষটির সাথে আর স্বাভািবক হওয়া যায়না। আর কাছের মানুষ হলে তো কথাই নেই। এটাই আমার দেখা সব থেকে বড় ভয়। আমি কাছের যত মানুষ হারিয়েছি তা এই ভয় থেকেই।
মজার বিষয় হল, নিজের বাবা-মা যদি কখনও আমাদের কোন কিছু ভুল (আমি মিথ্যা বলিনি, বলেছি ভুল। কারন বাবা-মা যা-ই বলেন না কেন, তার মাঝে ভাল কিছু তো অবশ্যই আছে।) তখন আমরা কত সহজে বলে দিতে পারি 'তুমি এটা বল্লা কেন?' অথবা 'তুমি ওইটা বল নাই কেন?' কিন্তু আর কারও সাথে কেন জানি বিষয়টা হয়ে ওঠেনা। একবার যদি বুঝতে পারি যে মানুষটা আমার সাথে মিথ্যা বলেছে, তখন তার হাজারও সত্য বিষের মত লাগে।
আসলে আমদের মন নরম বলেই হয়তো বিষয়টা এমন লাগে। সবার না ও লাগতে পারে, আমার লাগে। একটা ভাল মানুষের চেহারাও যে কি কুৎসিত লাগে! নিজেকে মনে হয় বলির পাঠা অথবা আরেকজনের হাতের পুতুল।
খুব কাছের কাউকে কখনও মিথ্যা বলে নিজে ছোট হতে চাই না।
©somewhere in net ltd.