নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

মায়ার কোন শেষ নেই, কেবল পরিবর্তন আছে

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১০

মায়া এমন একটা জিনিস, যা প্রথমে কাটতেই চায় না। কিন্তু একবার কেটে গেলে আবার আসতেও চায় না।



আমি প্রথম যেদিন সাইকেল কিনি, সে যে কি যত্ন করেছিলাম! একটু পর পর চাকা মোছ, সাইকেলের বডি মোছ, চেইন এ তেল দাও- আরও কত কিছু! টেল লাইট লাগাও, স্পীডোমিটার লাগাও। খুবই মায়া, খুবই।



কিন্তু এখন ধুলোমাখা সাইকেলটা যে কবে শেষ পরিস্কার করেছি তা মনে নেই। মায়া আসলে পরিবর্তন হয় বোধহয়। সাইকেলের মায়া কখনও মোবাইলে, কখনও ল্যাপটপে গিয়ে শেষ হয়। সেই মায়া সেই মায়াই রয়ে যায়, কিন্তু বিষয় পরিবর্তন।



মানুষের ক্ষেত্রে ও কিন্তু একই রকম। আজকে যাকে ছাড়া দুনিয়া অর্থহীন মনে হয়, তার উপরে থেকেই হয়তও একদিন মায়া উঠে গিয়ে আরেকজনের উপর পড়বে। আগের মানুষটিকে হয়তও আর মনে করাও হবে না। এটাই জীবন। জীবনে একটা সময়ে এত rigidness থাকে না। Life goes on. That is the truth. মানুষ আজ মারা গেলে কাল দুই দিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.